BJP Meeting: আজ বিজেপির রাজ্য কমিটির বৈঠক, সব নজর রাজীবে-কৈলাসে
- Published by:Arka Deb
- news18 bangla
Last Updated:
BJP Meeting: বৈঠকে কি রাজীব থাকবেন, জল্পনা এই নিয়েই।
#কলকাতা: আজ মঙ্গলবার বিজেপির রাজ্য কমিটির বৈঠক (BJP Meeting) বৈঠক বসতে চলেছে। একাধিক কেন্দ্রীয় নেতৃত্বরও ভার্চুয়ালি থাকার কথা এই বৈঠকে। তাই স্বাভাবিক ভাবেই মনে করা হচ্ছিল এই বৈঠকে ভোট বিপর্যয় নিয়ে আলোচনা করা হবে। তবে দলের অন্দরের যা হয়ে গিয়েছে, তা হয়ে গিয়েছে, ফল বিশ্লেষণ নয়, দলে যাঁরা আছেন তাদের মধ্যে সমন্বয় সূত্র খোঁজাই এই বৈঠকের লক্ষ্য।
এই বৈঠকে ভার্চুয়ালি হাজির থাকতে পারেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা , অমিত মালব্য, কৈলাস বিজয়বর্গীয়রা। বিজেপি চায় না তাঁদের সামনে দলের মতানৈক্য প্রকট হোক, উঠে আসুক কোনও অনভিপ্রেত পরিস্থিতি। বিজেপির এক নেতার কথায়, এই বৈঠক ঘর গোছানোর বৈঠক, কোন্দল করার নয়।
ইতিমধ্যেই বিজেপির তরফে সমস্ত নেতাদের সঙ্গে সমন্বয় সাধনের চেষ্টা করা হচ্ছে। এই কাজের দায়িত্ব দেওয়া হয়েছে দলের সাধারণ সম্পাদক রথীন্দ্রনাথ বসুকে। তিনি এমনকি রাজীব বন্দ্যোপাধ্যায় সঙ্গেও যোগাযোগ করেছেন। এই মুহূর্তে রাজনৈতিক মহলে তুমুল শোরগোল রাজীব এই বৈঠকে আসবেন কি আসবেন না তাই নিয়ে।
advertisement
advertisement
শোনা যাচ্ছে, রাজীব এই বৈঠকে আসার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন। তবে তাঁর অপেক্ষা ছিল দলের তরফে আনুষ্ঠানিক আমন্ত্রণের। ইতিমধ্যে সক্রিয়তা বোঝাতে দলকে জোড়া চিঠিও দিয়েছেন তিনি। কাজেই আজকের বৈঠকে তিনি হাজির থাকলে খুব একটা অবাক হওয়ার নেই। বুঝতে হবে রাজীব বিজেপিতেই মনোনিবেশ করতে চাইছেন।
ভোট মিটতে বিজেপির অন্দরের শুরু হয়েছিল দোষারোপ ও পাল্টা দোষারোপের পালা। কলকাতার বিভিন্ন রাস্তায় পোস্টার পড়েছিল কৈলাস বিজয়বর্গীয় বিরুদ্ধে। দলের নেতারা প্রকাশ্যে তাঁর বিরুদ্ধে তোপ দেগেছেন অনেকেই। আজ বৈঠকে বক্তার তালিকা কৈলাস বিজয়বর্গীয় নাম রাখা হয়নি। তিনি বৈঠকে শেষমেষ থাকবেন কিনা, থাকলেও স্থানীয় নেতারা তাঁর বিরুদ্ধে সরাসরি ক্ষোভ উগরে দেবেন কিনা, নজর থাকবে সে দিকেই।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 29, 2021 8:18 AM IST