শুধুমাত্র পথে নেমে প্রচারই নয়, নবান্ন অভিযানকে সামনে রেখে সোশ্যাল মিডিয়াতেও প্রচারে ঝড় তুলছে পদ্ম শিবির 

Last Updated:

নবান্ন অভিযানে বিজেপির নয়া স্লোগান- ‘‘চোর ধরতে আওয়াজ তোলো। ১৩ই সেপ্টেম্বর নবান্ন চলো।’’

শুধুমাত্র পথে নেমে প্রচারই নয়, নবান্ন অভিযানকে সামনে রেখে সোশ্যাল মিডিয়াতেও প্রচারে ঝড় তুলছে পদ্ম শিবির
শুধুমাত্র পথে নেমে প্রচারই নয়, নবান্ন অভিযানকে সামনে রেখে সোশ্যাল মিডিয়াতেও প্রচারে ঝড় তুলছে পদ্ম শিবির
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা-  শুধুমাত্র পথে নেমে প্রচার বা জনসভাই নয়, সোশ্যাল মিডিয়াতেও নবান্ন অভিযানকে সামনে রেখে প্রচারে ঝড় তুলতে হবে। কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে এই নির্দেশ পাওয়ার পর থেকেই একদিকে যেমন জেলায় জেলায় ঘুরে প্রচার শুরু করেছেন সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারী ও দিলীপ ঘোষের মতো গেরুয়া শিবিরের নেতারা।
পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও নানাভাবে জোর কদমে প্রচার শুরু করে দিয়েছেন বঙ্গ বিজেপির বিভিন্ন স্তরের নেতারা। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও তাঁদের অনুগামীরা প্রায় প্রতিদিনই সোশ্যাল মিডিয়ায় নবান্ন অভিযানকে সামনে রেখে নানাভাবে প্রচার চালাচ্ছেন। দলের যুব মোর্চা থেকে কিষাণ মোর্চা, কিংবা মহিলা মোর্চা থেকে শুরু করে নানা সংগঠনের নেতাকর্মীরা প্রতিদিনই নতুন নতুন পোস্টার, অডিও বার্তা থেকে ভিডিও প্রকাশ করে নবান্ন অভিযানকে সফল করার ডাক দিচ্ছেন।
advertisement
advertisement
ফেসবুক থেকে নানা ধরনের সামাজিক মাধ্যমে নবান্ন অভিযানকে সামনে রেখে কার্যত ঝড় উঠেছে। 'চোর ধরতে আওয়াজ তোলো। ১৩ই সেপ্টেম্বর নবান্ন চলো'-  এই স্লোগানকে সামনে রেখে চলছে প্রচার। বঙ্গ বিজেপির এক শীর্ষ নেতার কথায়, ‘‘মানুষের জীবনের সঙ্গে এখন ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে সোশ্যাল মিডিয়া। তাই একদিকে যেমন রাজ্যজুড়ে পথে নেমে দলীয় কর্মী নেতা সমর্থকরা নবান্ন অভিযানকে সফল করার উদ্যোগে শামিল হয়েছেন।
advertisement
একই সঙ্গে পাল্লা দিয়ে সোশ্যাল মিডিয়াতেও চালানো হচ্ছে প্রচার।’’ গেরুয়া শিবিরের ছোট মাঝারি বড়- সমস্ত নেতাদের ফেসবুক, ট্যুইটারের ওয়ালেই দেখা মিলছে নবান্ন অভিযানের প্রচার পোস্টার থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের নানান দুর্নীতির অভিযোগ সামনে এনে অডিও বার্তা থেকে ভিডিও কোলাজ সম্বলিত নবান্ন অভিযানের প্রচার।
advertisement
গেরুয়া শিবিরের বহু নেতার ফেসবুকের প্রোফাইল পিকচারেও দেখা মিলছে নবান্ন অভিযানের পোস্টার। সব মিলিয়ে নবান্ন অভিযান সফল করতে এখন বিজেপি মরিয়া। আগামী ১৩ সেপ্টেম্বর নবান্ন অভিযানে গণ-আন্দোলনের চেহারা দিতে রাজ্যের এ প্রান্ত থেকে সে প্রান্তে এখন ছুটে বেড়াচ্ছেন গেরুয়া শিবিরের সব নেতারা। পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও এখন সক্রিয় বঙ্গ বিজেপির নেতা-কর্মী সমর্থকরা।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
শুধুমাত্র পথে নেমে প্রচারই নয়, নবান্ন অভিযানকে সামনে রেখে সোশ্যাল মিডিয়াতেও প্রচারে ঝড় তুলছে পদ্ম শিবির 
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement