BJP: 'ছুটি চাইতে হবে মোদি-শাহের কাছে!' বিজেপি-র বিধায়ক, সাংসদদের কড়া বার্তা দলের

Last Updated:

বৈঠকে উপস্থিত এক সাংসদের মতে, ১৮ জুলাই সাংসদরা দিল্লির সংসদে ভোট দেবেন। তার আগে, দিল্লিতে আরেক দফা 'মক পোলিং' হবে।

কলকাতায় দলীয় সভায় দ্রৌপদী মুর্মু৷
কলকাতায় দলীয় সভায় দ্রৌপদী মুর্মু৷
#কলকাতা: নষ্ট করা যাবে না একটিও ভোট৷ তাই রাষ্ট্রপতি ভোটের ট্রেনিংয়ে  ছুটি মিলবে না। সাংসদ, বিধায়কদের বার্তা বিজেপির। কোনও অঘটন না ঘটলে, অঙ্কের হিসেবে, রাষ্ট্রপতি পদে এনডিএ প্রার্থী দ্রৌপদী মূর্মুর নির্বাচিত হওয়া স্রেফ সময়ের ব্যাপার। কিন্তু, মোদী-শাহদের কাছে, ২৪-এর লোকসভা ভোটের আগে, এই নির্বাচনের গুরুত্ব অনেকটাই।
পর্যবেক্ষকদের মতে, এই ভোটে কার্যত এনডিএ সমর্থিত দলীয় প্রার্থীকে বিপুল ভোটে জিতিয়ে আনার মধ্যে এনডিএ শরিকদের মোদির বিজেপির  উপরে নিরঙ্কুশ আস্থার প্রমাণ রাখা যাবে। পাশাপাশি, বিরোধী শিবির থেকে সমর্থন আদায় করা গেলে, রাজনৈতিক ভাবে বার্তা দিতে পারবে বিজেপি।
advertisement
advertisement
সেই কারণে রাষ্ট্রপতি ভোটে অনায়াস জয় নিশ্চিত হওয়া সত্বেও, একটি ভোটও নষ্ট করতে চায় না বিজেপি। আজ সেই পরিকল্পনারই প্রমাণ পাওয়া গেল কলকাতায় দ্রৌপদী মুর্মুর সভায়। সভায় দলীয় সাংসদ, বিধায়কদের উদ্দেশে কেন্দ্রীয় মন্ত্রী ও রাষ্টপতি ভোট পরিচালনায় এ রাজ্যের দায়িত্বপ্রাপ্ত গজেন্দ্র সিং শেখাওয়াত বলেন, 'রাষ্ট্রপতি ভোটে আমাদের জয় নিশ্চিত। কিন্তু, আমাদের লক্ষ্য জয়ের ব্যবধান বাড়ানো। আমরা মনে করি, আগের বারের চেয়ে এবার ব্যবধান আরও বাড়বে। কিন্তু, তাই বলে ভোট নষ্ট হতে দেওয়া যাবে না।'
advertisement
সব সাংসদ, বিধায়কদের রীতিমতো সতর্ক করে শেখাওয়াত আরও বলেন, আগামী ১৬ জুলাইয়ের মধ্যে সব সাংসদকে দিল্লি পৌঁছতে হবে। কোনও ভাবে ভোট দিতে যাতে ভুল না হয়, তার জন্য ভোট দেওয়ার পদ্ধতিগত খুঁটিনাটি সব বিষয়ই সবিস্তারে ব্যাখ্যা করেন শেখাওয়াত।
advertisement
বৈঠকে উপস্থিত এক সাংসদের মতে, ১৮ জুলাই সাংসদরা দিল্লির সংসদে ভোট দেবেন। তার আগে, দিল্লিতে আরেক দফা 'মক পোলিং' হবে। সেখানে সব সাংসদকে( বিশেষত যাঁরা এবারই প্রথমবার নির্বাচিত হয়েছেন)  তাঁদের ভোট দিতে হবে। সে কারণে আজ এক দফা শিখিয়ে পড়িয়ে গেলেন শেখাওয়াত।
একই সঙ্গে শেখায়াত সব সাংসদকেই বুঝিয়ে দিয়েছেন, কোনও অজুহাতেই ১৬ জুলাই দিল্লিতে অনুপস্থিত হওয়া যাবে না। কিছুটা রসিকতা করে শেখায়াত বলেন, 'ওই দিন কোনভাবেই ছুটি মিলবে না। আর, ছুটি নিতে হলে তা মঞ্জুর করাতে হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কিম্বা অমিত শাহের থেকে। এবার, আপনারাই ঠিক করুন, আপনারা ছুটি চেয়ে আবেদন করে চিঠি দেবেন কি না। তবে, একটা কথা বলে রাখি, চিঠি দিলেও, তার উত্তর ওপার থেকে কী আসবে, সেটা এখনি লিখে রাখতে পারেন। উত্তর হল " না "।'
advertisement
একই কথা প্রযোয্য রাজ্যের ৬৯ জন বিধায়কের ক্ষেত্রে। সে কারণে, শেখায়াতের নির্দেশ মেনে আগামী ১৬ জুলাই রাজ্যের সব বিধায়কদের কলকাতায় চলে আসতে নির্দেশ দেওয়া হয়েছে। ১৬ বা ১৭ জুলাই  সাংসদদের মতো এ রাজ্যের বিধায়করাও মক পোলে অংশ নেবেন। কারণ, বিজেপির শতকরা ৯০ ভাগ বিধায়কই এবার প্রথমবার এসেছেন রাজ্য বিধানসভায়। ফলে, রাষ্ট্রপতি নির্বাচনের মতো হাইপ্রোফাইল নির্বাচনে  ভোট দেওয়ার কোনও অভিজ্ঞতাও নেই তাঁদের।
advertisement
রাজনৈতিক মহলের মতে, শেখায়াতের এই কথায় রসিকতার ছোঁয়া থাকলেও, রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় প্রতিটি ভোট নিশ্চিত করাকে বিজেপি যে কতটা গুরুত্ব দিচ্ছে, এই নির্দেশই তার প্রমাণ।
বাংলা খবর/ খবর/কলকাতা/
BJP: 'ছুটি চাইতে হবে মোদি-শাহের কাছে!' বিজেপি-র বিধায়ক, সাংসদদের কড়া বার্তা দলের
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement