Roopa Ganguly: হঠাৎ বিস্ফোরক রূপা, ফেসবুকে দীর্ঘ পোস্ট, উঠে এল তিস্তা বিশ্বাস প্রসঙ্গ

Last Updated:

Roopa Ganguly: রূপা লিখেছেন, 'আমার তো আর হোর্ডিং লাগাবার মতো ক্ষমতা নেই - থাকলে তোদের দু-জনের ছবি টাঙিয়ে বলতাম - আমি তিস্তার সঙ্গে আছি, থাকব -'।

নিজস্ব চিত্র
নিজস্ব চিত্র
#কলকাতা: কলকাতা পুরভোটে ৮৬ নম্বর ওয়ার্ডের প্রয়াত বিজেপি কাউন্সিলর তিস্তা বিশ্বাসের স্বামী গৌরব বিশ্বাসের বদলে রাজর্ষি লাহিড়ীকে টিকিট দেওয়া নিয়ে সোশ্যাল মিডিয়ায় দলের সমালোচনা করেছিলেন, টিকিট বিক্রির মতো গুরুতর অভিযোগেও সরব হন তিনি। এর পর ফের বিস্ফোরক রূপা গঙ্গোপাধ্যায়। এ বার গৌরবকে খোলা চিঠি লিখলেন তিনি। শান্ত ভদ্র আঙ্গিকে আন্দোলন করেন বলেই তাঁকে রাজ্য রাজনীতি থেকে বিতাড়িত করা নিয়ে আক্ষেপ প্রকাশ করলেন সেই চিঠিতে।
রূপা লিখেছেন, 'আমার তো আর হোর্ডিং লাগাবার মতো ক্ষমতা নেই - থাকলে তোদের দু-জনের ছবি টাঙিয়ে বলতাম - আমি তিস্তার সঙ্গে আছি, থাকব -'। প্রয়াত বিজেপি কাউন্সিলরের বিষয়ে রূপার মন্তব্য এই প্রথম নয়। এর আগেও বিজেপি-র ভার্চুয়াল বৈঠক থেকে চলে যান এই তিস্তা ও গৌরবের ইস্যুতেই। তা নিয়ে বিস্ফোরক পোস্টও করেন তিনি।
advertisement
advertisement
আরও পড়ুন: কলকাতার দুর্গাপুজোকে হেরিটেজ স্বীকৃতি, ইউনেসকোর ঘোষণায় তিলোত্তমার ঐতিহ্য
ডিসেম্বরের ১ তারিখ, পুরভোটের প্রস্তুতি নিয়ে বৈঠকে বসেছিল বিজেপি।সেই বৈঠকে আমন্ত্রণ জানানো হয় দলের রাজ্যসভার সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়কে  (Roopa Ganguly)। রূপা ভার্চুয়ালি হাজিরও হন। বৈঠকে ছিলেন দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, সর্বভারতীয় সহ-সভাপতি তথা প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এছাড়াও ছিলেন কলকাতার দুই সাংগঠনিক জেলার সভাপতিরাও। তার পরেই তাল কাটে। প্রয়াত তিস্তা বিশ্বাস কলকাতা পুরসভার বিজেপির কো অর্ডিনেটর ছিলেন। কয়েক দিন আগে পূর্ব মেদিনীপুরে গাড়ি দুর্ঘটনায় মারা যান তিনি। তিস্তার ওয়ার্ড থেকে তিস্তার স্বামী গৌরবকে প্রার্থী করার কথা থাকলেও অন্য একজনকে টিকিট দিয়েছে দল। যা নিয়ে ক্ষুব্ধ ও হতাশ ছিলেন রূপা।
advertisement
সেই ঘটনার রেশ দেখা গেল ঠিক পুরভোটের মুখেও। ও দিকে রাজ্যসভার অধিবেশন চলছে, সেই কারণে এখন দিল্লিতেই আছেন রূপা। সেখান থেকেই চিঠি লিখেছেন তিনি। সেটি ফেসবুকে পোস্ট করার পর পোস্টের উপরে লিখলেন, অনেক স্মৃতি ভিড় করে আসছে। ২০১৫ সালের পুরসভা নির্বাচনের কথা এসে ভিড় করছে। আমাকে অনেক শারীরিক ও মানসিক যন্ত্রণা সহ্য করতে হয়েছিল তখন। আজ আমি স্বীকার করি, আমি হয়ত রাজনীতির লোক নই। দল আমাকে তাড়াতে পারে, শো-কজ করতে পারে, সাসপেন্ড করতে পারে, কিন্তু দল থেকে বেরিয়ে যেতে বাধ্য করতে পারে না।"
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Roopa Ganguly: হঠাৎ বিস্ফোরক রূপা, ফেসবুকে দীর্ঘ পোস্ট, উঠে এল তিস্তা বিশ্বাস প্রসঙ্গ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement