CID: ভোট মিটতেই সিআইডি-র মুখোমুখি বিজেপি বিধায়ক! সিবিআই-ইডির পাল্টা দাওয়াই? চর্চা তুঙ্গে

Last Updated:

কল্যাণী এইমস-এ নিয়োগ দুর্নীতির তদন্তে বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানার নামও জড়িয়েছে৷

সিআইডি তদন্তের মুখে বিজেপি বিধায়ক৷
সিআইডি তদন্তের মুখে বিজেপি বিধায়ক৷
কলকাতা: পঞ্চায়েত ভোট মিটতেই সিআইডি-র জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হল নদিয়ার চাকদহের বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষকে৷ কল্যাণী এইমস-এ নিয়োগ দুর্নীতি কাণ্ডের তদন্তের সূত্রেই তাঁকে তলব করেছিল সিআইডি৷
পঞ্চায়েত ভোটের জন্য ব্যস্ত থাকার কারণ দেখিয়ে আগে দু’ বার হাজিরা এড়ালেও এ দিন ভবানী ভবনে হাজির হন বিজেপি বিধায়ক৷ সকাল এগারোটা থেকে তাঁকে জিজ্ঞাসাবাদ করছেন সিআইডি গোয়েন্দারা৷
বঙ্কিম ঘোষের বিরুদ্ধে বেআইনি ভাবে তাঁর পুত্রবধূকে কল্যাণী এইমস-এ চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ রয়েছে৷ সেই অভিযোগের তদন্তেই বিজেপি বিধায়ককে বেশ কিছু নথি নিয়ে আসতে বলা হয়েছিল৷ সেই সমস্ত নথিও খতিয়ে দেখছেন সিআইডি আধিকারিকরা৷
advertisement
advertisement
কল্যাণী এইমস-এ নিয়োগ দুর্নীতির তদন্তে বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানার নামও জড়িয়েছে৷ তাঁর বিরুদ্ধে নিজের মেয়েকে বেআইনি ভাবে কল্যাণী এইমস-এ চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে৷
নিয়োগ দুর্নীতি সহ বিভিন্ন অভিযোগে সাম্প্রতিক কালে শাসক দলের একাধিক নেতাকে ডেকে পাঠিয়ে গ্রেফতার করেছে সিবিআই, ইডি-র মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ বিজেপি-র অভিযোগ, তারই পাল্টা রাজ্যের তদন্তকারী সংস্থাকে দিয়ে তাদের বিধায়কদের ডেকে পাঠিয়ে হেনস্থা করছে রাজ্য সরকার এবং শাসক দল৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
CID: ভোট মিটতেই সিআইডি-র মুখোমুখি বিজেপি বিধায়ক! সিবিআই-ইডির পাল্টা দাওয়াই? চর্চা তুঙ্গে
Next Article
advertisement
পথশ্রী প্রকল্পে রাস্তার গুণমান নিয়ে কড়া নির্দেশ মুখ্য সচিবের, জেলাশাসকদের সতর্ক করল নবান্ন
পথশ্রী প্রকল্পে রাস্তার গুণমান নিয়ে কড়া নির্দেশ মুখ্য সচিবের, জেলাশাসকদের সতর্কতা
  • মুখ্য সচিব পথশ্রী প্রকল্পের অধীনে গ্রামীণ রাস্তার গুণমান বজায় রাখতে কড়া নির্দেশ দিয়েছেন.

  • ৯০০০ কিমি নতুন গ্রামীণ রাস্তা নির্মাণে বিশেষ নজর দেবে রাজ্য প্রশাসন.

  • জেলা ও রাজ্য স্তর থেকে বিশেষ টিম রাস্তাগুলির মান যাচাই করবে বলে নির্দেশ জারি হয়েছে.

VIEW MORE
advertisement
advertisement