CID: ভোট মিটতেই সিআইডি-র মুখোমুখি বিজেপি বিধায়ক! সিবিআই-ইডির পাল্টা দাওয়াই? চর্চা তুঙ্গে
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
কল্যাণী এইমস-এ নিয়োগ দুর্নীতির তদন্তে বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানার নামও জড়িয়েছে৷
কলকাতা: পঞ্চায়েত ভোট মিটতেই সিআইডি-র জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হল নদিয়ার চাকদহের বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষকে৷ কল্যাণী এইমস-এ নিয়োগ দুর্নীতি কাণ্ডের তদন্তের সূত্রেই তাঁকে তলব করেছিল সিআইডি৷
পঞ্চায়েত ভোটের জন্য ব্যস্ত থাকার কারণ দেখিয়ে আগে দু’ বার হাজিরা এড়ালেও এ দিন ভবানী ভবনে হাজির হন বিজেপি বিধায়ক৷ সকাল এগারোটা থেকে তাঁকে জিজ্ঞাসাবাদ করছেন সিআইডি গোয়েন্দারা৷
বঙ্কিম ঘোষের বিরুদ্ধে বেআইনি ভাবে তাঁর পুত্রবধূকে কল্যাণী এইমস-এ চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ রয়েছে৷ সেই অভিযোগের তদন্তেই বিজেপি বিধায়ককে বেশ কিছু নথি নিয়ে আসতে বলা হয়েছিল৷ সেই সমস্ত নথিও খতিয়ে দেখছেন সিআইডি আধিকারিকরা৷
advertisement
advertisement
কল্যাণী এইমস-এ নিয়োগ দুর্নীতির তদন্তে বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানার নামও জড়িয়েছে৷ তাঁর বিরুদ্ধে নিজের মেয়েকে বেআইনি ভাবে কল্যাণী এইমস-এ চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে৷
নিয়োগ দুর্নীতি সহ বিভিন্ন অভিযোগে সাম্প্রতিক কালে শাসক দলের একাধিক নেতাকে ডেকে পাঠিয়ে গ্রেফতার করেছে সিবিআই, ইডি-র মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ বিজেপি-র অভিযোগ, তারই পাল্টা রাজ্যের তদন্তকারী সংস্থাকে দিয়ে তাদের বিধায়কদের ডেকে পাঠিয়ে হেনস্থা করছে রাজ্য সরকার এবং শাসক দল৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 14, 2023 2:45 PM IST