Dhupguri By-Election News: তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া মিতালির ওয়ার্ডে হারল গেরুয়া শিবির, কটাক্ষ দেবাংশুর

Last Updated:

Dhupguri By-Election News: তিনি বললেন, ঠিক কত ভোটে মিতালির ওয়ার্ডে হেরেছে বিজেপি৷

ধূপগুড়ি: ভোটের আগেই তৃণমূল ছেড়ে বিজেপি-তে যোগ দিয়েছিলেন, সেই মিতালি রায়ের ওয়ার্ডেই ভোটে হারতে হল গেরুয়া শিবিরকে৷ আর তাই নিয়েই কটাক্ষ করলেন তৃণমূলের নেতা ও সোশ্যাল মিডিয়া সেলের সভাপতি দেবাংশু ভট্টাচার্য৷ তিনি কার্যত পরিসংখ্যান দিয়ে স্পষ্ট করে দিলেন দেবাংশু৷ তিনি বললেন, ঠিক কত ভোটে মিতালির ওয়ার্ডে হেরেছে বিজেপি৷
দেবাংশু জানিয়েছেন, ‘‘শেষ মুহূর্তে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া মিতালি রায়ের বুথের ফলাফল জানেন?’’ এই কথা বলে তিনি বুথ নম্বর দিয়ে ফলাফল প্রকাশ করেছেন৷ তিনি জানিয়েছেন, ওই ওয়ার্ডে তৃণমূল পেয়েছে ৪৮৪ ভোট, আর বিজেপি পেয়েছে ২৮৮ ভোট৷ অর্থাৎ এই বুথে তৃণমূলের লিড ১৯৬ ভোটের৷ এই প্রসঙ্গ দলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ বলেছেন, ‘মিতালি রায়কে ঢাক-ঢোল পিটিয়ে নেওয়ার পর পরে বিজেপি ডুবেছে৷ তার ওয়ার্ডে হেরেছে৷ আদি বিজেপিরা ভোট দিচ্ছেন না৷ সোশ্যাল মিডিয়ায় লড়াই চলছে, বিজেপির ভুল স্ট্র্যাটেজি৷’
advertisement
advertisement
ধূপগুড়িতে উপ-নির্বাচনের ফল প্রকাশিত হওয়ার পর প্রাথমিক ভাবে গেরুয়া শিবির উচ্ছ্বাস প্রকাশ করলেও পরে এগিয়ে যায় তৃণমূল৷ তৃতীয় রাউন্ডের পর থেকেই অবশ্য হাসি ফিরে আসে তৃণমূলের নেতাদের মুখে৷ কারণ এগিয়ে যায় তৃণমূল৷ আবীর খেলা শুরু হয় ঘাসফুল শিবিরে৷ বিধানসভার নির্বাচনে এই আসনে জয় পেয়েছিল বিজেপি৷ কিন্তু এ বারে সেই আসনই ছিনিয়ে নিল ঘাসফুল শিবির৷ সব মিলিয়ে রাজনৈতিক মানচিত্রে এক উল্লেখযোগ্য নির্বাচন হয়ে রইল এই উপ-নির্বাচন৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Dhupguri By-Election News: তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া মিতালির ওয়ার্ডে হারল গেরুয়া শিবির, কটাক্ষ দেবাংশুর
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement