Dhupguri By-Election News: তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া মিতালির ওয়ার্ডে হারল গেরুয়া শিবির, কটাক্ষ দেবাংশুর
- Published by:Uddalak B
- news18 bangla
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
Dhupguri By-Election News: তিনি বললেন, ঠিক কত ভোটে মিতালির ওয়ার্ডে হেরেছে বিজেপি৷
ধূপগুড়ি: ভোটের আগেই তৃণমূল ছেড়ে বিজেপি-তে যোগ দিয়েছিলেন, সেই মিতালি রায়ের ওয়ার্ডেই ভোটে হারতে হল গেরুয়া শিবিরকে৷ আর তাই নিয়েই কটাক্ষ করলেন তৃণমূলের নেতা ও সোশ্যাল মিডিয়া সেলের সভাপতি দেবাংশু ভট্টাচার্য৷ তিনি কার্যত পরিসংখ্যান দিয়ে স্পষ্ট করে দিলেন দেবাংশু৷ তিনি বললেন, ঠিক কত ভোটে মিতালির ওয়ার্ডে হেরেছে বিজেপি৷
দেবাংশু জানিয়েছেন, ‘‘শেষ মুহূর্তে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া মিতালি রায়ের বুথের ফলাফল জানেন?’’ এই কথা বলে তিনি বুথ নম্বর দিয়ে ফলাফল প্রকাশ করেছেন৷ তিনি জানিয়েছেন, ওই ওয়ার্ডে তৃণমূল পেয়েছে ৪৮৪ ভোট, আর বিজেপি পেয়েছে ২৮৮ ভোট৷ অর্থাৎ এই বুথে তৃণমূলের লিড ১৯৬ ভোটের৷ এই প্রসঙ্গ দলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ বলেছেন, ‘মিতালি রায়কে ঢাক-ঢোল পিটিয়ে নেওয়ার পর পরে বিজেপি ডুবেছে৷ তার ওয়ার্ডে হেরেছে৷ আদি বিজেপিরা ভোট দিচ্ছেন না৷ সোশ্যাল মিডিয়ায় লড়াই চলছে, বিজেপির ভুল স্ট্র্যাটেজি৷’
advertisement
advertisement
ধূপগুড়িতে উপ-নির্বাচনের ফল প্রকাশিত হওয়ার পর প্রাথমিক ভাবে গেরুয়া শিবির উচ্ছ্বাস প্রকাশ করলেও পরে এগিয়ে যায় তৃণমূল৷ তৃতীয় রাউন্ডের পর থেকেই অবশ্য হাসি ফিরে আসে তৃণমূলের নেতাদের মুখে৷ কারণ এগিয়ে যায় তৃণমূল৷ আবীর খেলা শুরু হয় ঘাসফুল শিবিরে৷ বিধানসভার নির্বাচনে এই আসনে জয় পেয়েছিল বিজেপি৷ কিন্তু এ বারে সেই আসনই ছিনিয়ে নিল ঘাসফুল শিবির৷ সব মিলিয়ে রাজনৈতিক মানচিত্রে এক উল্লেখযোগ্য নির্বাচন হয়ে রইল এই উপ-নির্বাচন৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 09, 2023 6:58 PM IST