বাংলায় এনআরসি নয়, শুধু সিএএ হবে! দাবি বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়র

Last Updated:

বিজেপি নেতার দাবি, বাংলায় এনআরসি নিয়ে কোনও আলোচনা হয়নি৷ অসমে তা করা হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে৷

#কলকাতা: বাংলায় নাগরিকত্ব আইন লাগু করা হবে৷ এবং তা খুব শিগগিরই করা হবে৷ কিন্তু বাংলায় এনআরসি হবে না৷ এমনই দাবি করলেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়৷ নিউজ ১৮-কে দেওয়া সাক্ষাৎকারে এবং এ দিন ঠাকুরনগরে মতুয়াদের ঠাকুরবাড়িতে গিয়েও একই দাবি করেছেন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত এই কেন্দ্রীয় নেতা৷
কৈলাস বিজয়বর্গীয় বলেন, 'সিএএ-তে এমন কিছু নেই যার বিরোধিতায় এত আন্দোলন করতে হবে৷ এই আইন কার্যকর হলে কার ক্ষতি? শুধুমাত্র বিরোধীরা বিশেষ একটি সম্প্রদায়ের মানুষকে ভুল বোঝাতে আন্দোলন করছে৷' তিনি আরও বলেন, বাংলায় এনআরসি নিয়ে কোনও আলোচনা হয়নি৷ অসমে তা করা হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে৷ বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় এনআরসি নিয়ে মানুষে ভুল বোঝাচ্ছেন বলেও দাবি করেছেন বিজয়বর্গীয়৷ তাঁর আরও দাবি, বিজেপি কখনওই বাংলায় এনআরসি-র কথা বলেনি৷
advertisement
বিজয়বর্গীয় বলেন, 'আমি কেন্দ্রীয় সরকারের অংশ নই৷ কিন্তু বিজেপি আজকের দিনে দাঁড়িয়ে আমরা শুধু সিএএ নিয়ে ভাবিত, এনআরসি-র কোনও বিষয় নেই৷ সরকার কী ভাবছে আমি বলতে পারব না, কারণ আমি সংগঠনের মানুষ৷ তবে এটুকু বলতে পারি বাংলায় এনআরসি নিয়ে কোনও আলোচনা হয়নি৷'
advertisement
এ দিনই ঠাকুরনগরে মতুয়া ঠাকুরবাড়িতে যান কৈলাস বিজয়বর্গীয়৷ নাগরিকত্ব আইন কার্যকর করা নিয়ে মতুয়ারা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন৷ এ নিয়ে প্রকাশ্যেই ক্ষোভ প্রকাশ করেছেন বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর৷ সূত্রের খবর, আগামী ১৯ ডিসেম্বর ঠাকুরনগরে সভা করতে পারেন অমিত শাহ৷ সেই সভার প্রস্তুতি খতিয়ে দেখতে এবং শান্তনুর ক্ষোভ প্রশমনে এ দিন ঠাকুরনগরে যান কৈলাস৷ সেখানে গিয়েও তিনি দাবি করেন, খুব শিগগিরই সংশোধিত নাগরিকত্ব আইন কার্যকর করা হবে৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
বাংলায় এনআরসি নয়, শুধু সিএএ হবে! দাবি বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়র
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement