বাংলায় এনআরসি নয়, শুধু সিএএ হবে! দাবি বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়র

Last Updated:

বিজেপি নেতার দাবি, বাংলায় এনআরসি নিয়ে কোনও আলোচনা হয়নি৷ অসমে তা করা হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে৷

#কলকাতা: বাংলায় নাগরিকত্ব আইন লাগু করা হবে৷ এবং তা খুব শিগগিরই করা হবে৷ কিন্তু বাংলায় এনআরসি হবে না৷ এমনই দাবি করলেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়৷ নিউজ ১৮-কে দেওয়া সাক্ষাৎকারে এবং এ দিন ঠাকুরনগরে মতুয়াদের ঠাকুরবাড়িতে গিয়েও একই দাবি করেছেন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত এই কেন্দ্রীয় নেতা৷
কৈলাস বিজয়বর্গীয় বলেন, 'সিএএ-তে এমন কিছু নেই যার বিরোধিতায় এত আন্দোলন করতে হবে৷ এই আইন কার্যকর হলে কার ক্ষতি? শুধুমাত্র বিরোধীরা বিশেষ একটি সম্প্রদায়ের মানুষকে ভুল বোঝাতে আন্দোলন করছে৷' তিনি আরও বলেন, বাংলায় এনআরসি নিয়ে কোনও আলোচনা হয়নি৷ অসমে তা করা হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে৷ বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় এনআরসি নিয়ে মানুষে ভুল বোঝাচ্ছেন বলেও দাবি করেছেন বিজয়বর্গীয়৷ তাঁর আরও দাবি, বিজেপি কখনওই বাংলায় এনআরসি-র কথা বলেনি৷
advertisement
বিজয়বর্গীয় বলেন, 'আমি কেন্দ্রীয় সরকারের অংশ নই৷ কিন্তু বিজেপি আজকের দিনে দাঁড়িয়ে আমরা শুধু সিএএ নিয়ে ভাবিত, এনআরসি-র কোনও বিষয় নেই৷ সরকার কী ভাবছে আমি বলতে পারব না, কারণ আমি সংগঠনের মানুষ৷ তবে এটুকু বলতে পারি বাংলায় এনআরসি নিয়ে কোনও আলোচনা হয়নি৷'
advertisement
এ দিনই ঠাকুরনগরে মতুয়া ঠাকুরবাড়িতে যান কৈলাস বিজয়বর্গীয়৷ নাগরিকত্ব আইন কার্যকর করা নিয়ে মতুয়ারা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন৷ এ নিয়ে প্রকাশ্যেই ক্ষোভ প্রকাশ করেছেন বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর৷ সূত্রের খবর, আগামী ১৯ ডিসেম্বর ঠাকুরনগরে সভা করতে পারেন অমিত শাহ৷ সেই সভার প্রস্তুতি খতিয়ে দেখতে এবং শান্তনুর ক্ষোভ প্রশমনে এ দিন ঠাকুরনগরে যান কৈলাস৷ সেখানে গিয়েও তিনি দাবি করেন, খুব শিগগিরই সংশোধিত নাগরিকত্ব আইন কার্যকর করা হবে৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
বাংলায় এনআরসি নয়, শুধু সিএএ হবে! দাবি বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়র
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement