BJP leader Joy Banerjee Predicts Big Win For Mamata Banerjee: পঞ্চাশ হাজার ভোটে জিতবেন মমতা, ভবানীপুরে বিজেপি-র হিসেব উল্টে দিলেন দলের নেতাই

Last Updated:

বৃহস্পতিবারই ভবানীপুরে উপনির্বাচন সম্পন্ন হয়েছে৷ মূলত মুখ্যমন্ত্রীর জয়ের মার্জিন কমানোই বিজেপি-র প্রাথমিক লক্ষ্য৷

মমতা বন্দ্যোপাধ্যায়৷ Photo-File/PTI
মমতা বন্দ্যোপাধ্যায়৷ Photo-File/PTI
#কলকাতা: ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় পঞ্চাশ হাজারের বেশি ভোটে জিতবেন৷ তৃণমূল নয়, এমনই দাবি করলেন বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায় (BJP leader Joy Banerjee Predicts Big Win For Mamata Banerjee)৷ তাঁর মতে, বিধানসভা নির্বাচনের মতো ভবানীপুরের উপনির্বাচনেও (Bhabanipur By Election) একই ভুল করেছে বিজেপি৷ ফলে মুখ্যমন্ত্রীর বিপুল ব্যবধানে জয় একরকম নিশ্চিত৷
ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জিতবেন বলে জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীও (Adhir Ranjan Chowdhury)৷ জয় বন্দ্যোপাধ্যায় এবং অধীর চৌধুরীকে পাল্টা কটাক্ষ করেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh)৷
বৃহস্পতিবারই ভবানীপুরে উপনির্বাচন সম্পন্ন হয়েছে৷ মূলত মুখ্যমন্ত্রীর জয়ের মার্জিন কমানোই বিজেপি-র প্রাথমিক লক্ষ্য৷ মুখে স্বীকার না করলেও রাজ্য বিজেপি-র অন্দরে এখন এই নিয়েই চর্চা চলছে৷ এরই মধ্যে বিজেপি-র অস্বস্তি বাড়ালেন জয় বন্দ্যোপাধ্যায়৷ বিজেপি যেখানে মুখ্যমন্ত্রীর জয়ের মার্জিন কমানো নিয়ে অঙ্ক কষছে, সেখানে জয় বন্দ্যোপাধ্যায়ের দাবি, 'আমি বিজেপি প্রেমী৷ তবূু ভবিষ্যদ্বাণী করতে বাধ্য হচ্ছি যে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় পঞ্চাশ হাজারের বেশি ভোটে জয়ী হবেন৷ বিজেপি বিধানসভা নির্বাচনে যে ভুল করেছিল, ভবানীপুরেও তাই করল৷ বাংলাকে জয় করতে গেলে প্রথমে তোমাকে বাঙালি হতে হবে৷ কোনও অবাঙালি এসে চট করে বাংলার মন জয় করে যাবে, এটা সম্ভব নয়৷'
advertisement
advertisement
প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীও বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় আগেও ভবানীপুরে জিতেছেন, এবারেও জিতবেন৷ কিন্তু আরও বেশি সংখ্যক মানুষ যদি ভোট দিতেন তাহলে বার্তা যে মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে ভোট দিয়ে মুখ্যমন্ত্রীকে জয়ী করেছেন৷'
advertisement
জয় বন্দ্যোপাধ্যায় এবং অধীর চৌধুরীকে পাল্টা জবাব দিয়েছেন বিজেপি-র প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷ জয় বন্দ্যোপাধ্যায়কে তাঁর জবাব, 'যাঁরা নির্বাচনে কাজ না করে ঘরে বসে বসে এসব বলেন, তাঁদের কথার কোনও গুরুত্ব নেই৷ প্রিয়াঙ্কা টিবরেওয়ালকে প্রার্থী করা হয়েছিল বলে ভবানীপুরে লড়াই হয়েছে৷ এতে ওখানকার মানুষ খুশি৷ বাড়িতে বসে, ফেসবুক, ট্যুইটারে তো অনেকেই অনেক কিছু বলতে পারেন৷'
advertisement
অধীর চৌধুরীকেও কটাক্ষ করে দিলীপ ঘোষ বলেন, 'অধীর চৌধুরী তো মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতানোর দায়িত্ব নিয়েছেন৷ পার্টিটাই ওনার হাতে দিয়ে দিন, তাহলেই ঝামেলা মিটে যায়৷ বিধানসভা নির্বাচনের আগে তো দুই ম্যাডামের এটা নিয়েই কথা হয়েছে৷ সেই মতো কংগ্রেস এখানে তৃণমূলকে ছেড়ে দিয়েছে৷ তাই অধীরবাবুর কোনও কাজ নেই৷'
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
BJP leader Joy Banerjee Predicts Big Win For Mamata Banerjee: পঞ্চাশ হাজার ভোটে জিতবেন মমতা, ভবানীপুরে বিজেপি-র হিসেব উল্টে দিলেন দলের নেতাই
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement