Bharati Ghosh: IPS থেকে নেত্রী! মমতাকে মা, পরে বিজেপিতে পা! হঠাত্ কেন দলের উপর ক্ষুব্ধ ভারতী ঘোষ? ‘ভুলে গিয়েছে’, কীসের ইঙ্গিত দিলেন বিজেপি নেত্রী?
- Reported by:Susmita Mondal
- Published by:Ankita Tripathi
Last Updated:
সোশ্যাল মিডিয়ায় করা একটি পোস্টে বিজেপি নেত্রী ভারতী ঘোষ লেখেন বঙ্গ বিজেপি আয়োজিত জাতীয় গ্রন্থাগারে নারী শক্তি সম্মেলনে তাকে ডাকা হয়নি। স্বভাবতই এই ঘটনায় ক্ষুব্ধ বিজেপি নেত্রী।
কলকাতা: রাজনীতিতে বর্ণময় চরিত্র ভারতী ঘোষ। তিনি ছিলেন দোর্দণ্ডপ্রতাপ পুলিশ অফিসার। তারপরে নিজের ভূমিকা বদলে এসেছিলেন রাজনীতিতে। মমতা বন্দোপাধ্যায়কে ডেকে ছিলেন মা বলে। তারপর বেশ কিছু সময় বেপাত্তা ভারতী। ২০১৯ সালের ৪ ফেব্রুয়ারী অজ্ঞাতবাস ভেঙ্গে মুকুল রায়ের হাত ধরে তার বিজেপিতে আগমন। তবে পশ্চিমবঙ্গে নয় তিনি পার্টি জয়েন করেন দিল্লি থেকে।২০১৯ সালেই ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে ভোটেও দাঁড়ান মুকুল ঘনিষ্ট ভারতী।
সোমবার তাঁর সোশ্যাল মিডিয়ায় করা একটি পোস্টে তিনি লেখেন বঙ্গ বিজেপি আয়োজিত জাতীয় গ্রন্থাগারে নারী শক্তি সম্মেলনে তাকে ডাকা হয়নি। স্বভাবতই এই ঘটনায় ক্ষুব্ধ বিজেপি নেত্রী। তিনি তার পোস্টে বঙ্গ বিজেপি তাকে ভুলে গিয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন এবং সন্দেহ প্রকাশ করেছেন যে তাকে ব্রাত্য করার পিছনে কারুর অদৃশ্য হাত থাকতে পারে।
advertisement
তার এই পোস্টে বিজেপির অন্দরেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। রাজনৈতিক মহলের একাংশের দাবি তিনি ছিলেন মুকুল ঘনিষ্ঠ। কাজেই মুকুল রায় অসুস্থ হয়ে যাবার পরে বঙ্গ বিজেপি তাকে ব্রাত্য করে। তার সঙ্গে উস্কে দেয় বিজেপির অন্দরে আদি-নব্য দ্বন্দ্ব। ২০১৯-এ ঘাটাল থেকে দাঁড়ালেও তারপর তাকে সরিয়ে সেই জায়গায় আনা হয় আরেক সেলিব্রিটি রাজনীতিবিদ হিরণকে।
advertisement
advertisement
সমালোচকদের মুখে এই নিয়ে আবার মিশ্র প্রতিক্রিয়া। কেউ কেউ বলছেন ভারতীর উচিত শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলা। আবার রাজনৈতিক মহলে গুঞ্জন শোনা যাচ্ছে বিরোধী দলনেতাই রাজনীতি করে ব্রাত্য করেছে তাকে। তবে অনেকে কটাক্ষ করে বলেছেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনো করা এই আইপিএস অফিসারের আজ এই দৈন্যদশা।
আবার অনেকে বলেছে মমতাকে মা ডেকেছিলেন তিনি, তার উচিত দলবদলুদের দলে নাম লিখিয়ে তৃণমূলে চলে যাওয়া। তবে বিজেপির শীর্ষ স্থানীয় নেতারা এখনও এই বিষয়ে তাদের প্রতিক্রিয়া জানাননি। সামনেই বিধানসভা নির্বাচন। বিজেপি হোক বা শাসক ঘাসগুলি শিবির। প্রত্যেকেই নিজের স্ট্রাটেজি সাজাতে ব্যাস্ত। এই স্ট্রাটেজির মধ্যে ভারতী কি বেমানান নাকি বঙ্গ বিজেপি সত্যি আর পিছন ফিরে তাকাতে চায় না এই নিয়েও প্রশ্ন করেছেন নেটিজেনরা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Aug 22, 2025 12:15 AM IST








