Hiranmay Chattopadhyay: ‘এখন ঘুমাও আমি আবার পাঁচ বছর বাদে আসব’! বন‍্যায় বিধ্বস্ত ঘাটাল, ‘মাস্টার প্ল‍্যান’ নিয়ে ফের দেবকে কটাক্ষ হিরণের! বিস্ফোরক মন্তব‍্য বিজেপি নেতার

Last Updated:

দলীয় কাজে চেন্নাই যাওয়ার পথে কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে খড়গপুর সদরের বিজেপি বিধায়ক হিরন্ময় চট্টোপাধ্যায় যাদবপুরে গতকাল আজাদী স্লোগান ওঠা ও ঘাটালের বন্যা পরিস্থিতি নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন।

‘এখন ঘুমাও আমি আবার পাঁচ বছর বাদে আসব’! বন‍্যায় বিধ্বস্ত ঘাটাল, ‘মাস্টার প্ল‍্যান’ নিয়ে ফের দেবকে কটাক্ষ হিরণের! বিস্ফোরক মন্তব‍্য বিজেপি নেতার
‘এখন ঘুমাও আমি আবার পাঁচ বছর বাদে আসব’! বন‍্যায় বিধ্বস্ত ঘাটাল, ‘মাস্টার প্ল‍্যান’ নিয়ে ফের দেবকে কটাক্ষ হিরণের! বিস্ফোরক মন্তব‍্য বিজেপি নেতার
কলকাতা: দলীয় কাজে চেন্নাই যাওয়ার পথে কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে খড়গপুর সদরের বিজেপি বিধায়ক হিরন্ময় চট্টোপাধ্যায় যাদবপুরে গতকাল আজাদী স্লোগান ওঠা ও ঘাটালের বন্যা পরিস্থিতি নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন।
গতকাল আরজি কর কাণ্ড নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে বিস্ফোরক মন্তব্য করে বসেন খড়গপুর সদরের বিধায়ক। এই প্রসঙ্গে রাজ্যের শাসকদলকে জড়িয়ে তিনি বলেন, ‘‘টুকড়ে টুকড়ে দলের সদস্য তৃণমূল। এরা ভারতবর্ষকে টুকরো টুকরো করার চেষ্টা করছে। আর আমরা জোড়ার চেষ্টা করছি।’’
advertisement
advertisement
এরপরেই ঘাটালের বন্যা পরিস্থিতি নিয়ে বলতে গিয়ে ঘাটালের সাংসদ দেবকে নাম করে আক্রমন করেন তিনি। তিনি বলেন, ‘‘আমরা গেলাম এলাম দেখলাম এতে ঘাটালের উন্নতি হবে না। ঘাটালের উন্নতি করতে গেলে পশ্চিমবঙ্গ সরকারকে মন থেকে চাইতে হবে। কেন্দ্রীয় সরকার ২০২২ সাল ঘাটাল প্ল্যানের অনুমোদন দিয়েছিল, কিন্তু এরা কাজ করেনি রাজনীতি করার জন্য। ২৫ শে মে সাংসদ বিজয় উৎসব বের করেছিল, চার মাস পর এসে চাল ডাল দিয়ে গেল, এখন ঘুমাও আমি আবার পাঁচ বছর বাদে আসব।’’বন্যা নিয়ে কেন্দ্রের কেউ যোগাযোগ করে না মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের প্রেক্ষিতে বলেন, ত্রাণ চুরি করে নেয় বলে সাধারণ মানুষ বঞ্চিত। উনি ঠিকই বলেছেন।
বাংলা খবর/ খবর/কলকাতা/
Hiranmay Chattopadhyay: ‘এখন ঘুমাও আমি আবার পাঁচ বছর বাদে আসব’! বন‍্যায় বিধ্বস্ত ঘাটাল, ‘মাস্টার প্ল‍্যান’ নিয়ে ফের দেবকে কটাক্ষ হিরণের! বিস্ফোরক মন্তব‍্য বিজেপি নেতার
Next Article
advertisement
Durga Puja 2025: শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
  • চোখের দৃষ্টিতে যাঁদের শুধুই অন্ধকার, তাঁদের জন্য অনুভূতিই সব। শারদোৎসবের আমেজ-উদ্দীপনায় তাঁরা যাতে পিছিয়ে না পড়েন, তার জন্য নেওয়া হল অভিনব উদ্যোগ।

VIEW MORE
advertisement
advertisement