উত্তর-পূর্বে সব দল বিজেপি-র সঙ্গ ত্যাগ করুন, তা হলেই আর মাথা তুলে দাঁড়াতে পারবে না: লালদুহাওমা

Last Updated:

উত্তর-পূর্বে তৃণমূল কংগ্রেসের সবচেয়ে বড় সাফল্য এই মুহূর্তে অরুণাচলপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী গেগং আপাংয়ের তৃণমূলে যোগ৷ সম্প্রতি বিজেপি ছেড়েছেন অরুণাচলপ্রদেশের ৭ বারের মুখ্যমন্ত্রী৷

#কলকাতা: দেশের রাজনীতির ইতিহাসে এক ঐতিহাসিক দিনের সাক্ষী হচ্ছে দেশ৷ তামাম ভারত থেকে নেতা-নেত্রীরা ব্রিগেডে উপস্থিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে৷ শনিবার যে সব ঐতিহাসিক মুহূর্তগুলি দেখছেন মানুষ, তার মধ্যে অন্যতম উল্লেখযোগ্য হল ব্রিগেডের মঞ্চে উত্তর-পূর্ব ভারতের প্রতিনিধিত্ব৷
উত্তর-পূর্বে তৃণমূল কংগ্রেসের সবচেয়ে বড় সাফল্য এই মুহূর্তে অরুণাচলপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী গেগং আপাংয়ের তৃণমূলে যোগ৷ সম্প্রতি বিজেপি ছেড়েছেন অরুণাচলপ্রদেশের ৭ বারের মুখ্যমন্ত্রী৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের র‌্যালিতে এ দিন আপাং বললেন, 'বিজেপি-তে এখন আর কোনও নীতি নেই৷ আমি খুবই হতাশ যে, অটলবিহারী বাজপেয়ীর আদর্শ অনুসরণ করে না বিজেপি৷ এই দলটিতে এখন ক্ষমতার খেলা চলে৷ এমন এক নেতৃত্ব বিজেপি চালাচ্ছে, যারা গণতান্ত্রিক সিদ্ধান্ত বোঝে না৷ ক্যাডাররাও শুধু ক্ষমতার জন্য লড়াই করছে৷'
advertisement
ব্রিগেড মঞ্চে গেগং আপাং ব্রিগেড মঞ্চে গেগং আপাং
advertisement
এরপরই মঞ্চে ওঠেন মিজোরামের জোরাম পিপলস মুভমেন্ট-এর প্রধান ও রাজ্যের বিরোধীদলনেতা লালদুহাওমা বলেন, 'সিটিজেনশিপ বিলের জন্যই জ্বলছে উত্তর-পূর্ব৷' তাঁর কথায়, 'নাগরিক সংশোধনী বিলের জন্যই জ্বলছে গোটা উত্তর-পূর্ব৷ কেন্দ্রে সরকার পরিবর্তন করতেই আমরা এখানে এসেছি৷ বিজেপি আমাদের ধর্মীয় স্বাধীনতা, খাবার ও পোশাকে হস্তক্ষেপ করছে৷ আমরাই পারি একটি গণতান্ত্রিক সরকার আনতে৷ আমি উত্তর-পূর্বের সব আঞ্চলিক দলকে অনুরোধ করব, বিজেপি-র সঙ্গ সর্বত্র ত্যাগ করুন৷'
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
উত্তর-পূর্বে সব দল বিজেপি-র সঙ্গ ত্যাগ করুন, তা হলেই আর মাথা তুলে দাঁড়াতে পারবে না: লালদুহাওমা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement