EXCLUSIVE: ‘‘পচা আলু নেব না’’ আগেই তোপ দেগেছিলেন এবার পার্টি বদলকারীদের নিয়ে চোখ কান খোলা রাখছে বিজেপি, তৃণমূলের অভিসন্ধি!
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
পঞ্চায়েত ভোটের আগে জেলায় জেলায় তৃণমূল থেকে অনেকেই বিজেপি শিবিরে নাম লেখাচ্ছে। ঘটা করে চলছে যোগদান পর্ব। এটা তৃণমূলের 'অভিসন্ধি' ও হতে পারে নজরে পঞ্চায়েত ভোট। বঙ্গ বিজেপির দু' দিনের বৈঠকে দলবদলুদের 'অবিশ্বাস'! কড়া নির্দেশ।
#কলকাতা: তৃণমূল থেকে বিজেপি শিবিরে যোগ দেওয়া কর্মী সমর্থকদের ব্যাপারে 'অবিশ্বাস' গেরুয়া শিবিরের? বিজেপির সাংগঠনিক বৈঠকে নেতৃত্বকে সতর্ক থাকার নির্দেশ পর্যবেক্ষক মঙ্গল পান্ডের। হেস্টিংসে দু'দিন ব্যাপী বিজেপির সাংগঠনিক বৈঠকের প্রথম দিন রবিবার বিভিন্ন সংগঠনিক স্তরের নেতৃত্বকে তৃণমূল থেকে যাঁরা আসছে তাঁদের দলে নেওয়ার ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে বলে সতর্কবার্তা দিয়েছেন পর্যবেক্ষক মঙ্গল পান্ডে বলে বিজেপি সূত্রের খবর।
পঞ্চায়েত ভোটের আগে জেলায় জেলায় তৃণমূল থেকে অনেকেই বিজেপি শিবিরে নাম লেখাচ্ছে। ঘটা করে চলছে যোগদান পর্ব। এটা তৃণমূলের 'অভিসন্ধি' ও হতে পারে। তৃণমূল থেকে যারা বিজেপি শিবিরে আসছে তাদের পঞ্চায়েতে প্রার্থী করার ব্যাপারেও সতর্ক থাকতে হবে। বিজেপি প্রার্থী হিসেবে জয়লাভ করার পরে তৃণমূলে যোগ দিতে পারে দলবদলুরা বলেও মনে করছেন গেরুয়া শিবিরের কেউ কেউ। তাই তৃণমূলীদের দলে নেওয়ার ক্ষেত্রে সবকিছু ভেবেচিন্তে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় নেতৃত্ব বলে বিজেপি সূত্রের।
advertisement
আরও পড়ুন - Ayodhya Ram Mandir: দ্রুত তৈরি হচ্ছে অযোধ্যার রাম মন্দির, শেষ হলে কেমন দেখতে হবে মন্দির, রইল লেটেস্ট ফটো
advertisement
কিন্তু যাঁরা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিচ্ছেন তাদের ক্ষেত্রে হঠাৎ কেন এমন উপলব্ধি গেরুয়া শিবিরের শীর্ষ নেতৃত্বের? গত বিধানসভা নির্বাচনের আগে হেভিওয়েট তৃণমূল নেতাদের দলবদল এবং বিধানসভা নির্বাচনের ফলাফল মিটতেই ফের ঘরওয়াপসি থেকে শিক্ষা নিয়েই পঞ্চায়েত ভোটের আগে এ ব্যাপারে কঠোর হতে চাইছে গেরুয়া শিবির। সাংগঠনিক বৈঠকে উপস্থিত থাকা এক নেতার দাবি, এদিন মঙ্গল পান্ডে স্পষ্ট করেছেন যে, 'যাঁরা বর্তমানে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিচ্ছেন তাঁদের ক্ষেত্রে ভাল করে খোঁজখবর নিয়ে তবেই দলে যেন যোগদান করানো হয়। এ ব্যাপারে সাংগঠনিক নেতৃত্বদের সতর্ক করেন তিনি।’’
advertisement
আরও পড়ুন- Viral Reel: দিদি নম্বর ওয়ান রচনা একেবারে বোল্ড অবতারে, ক্রপ টপ-প্যান্টে দারুণ নাচ, ভাইরাল ভিডিও
'তৃণমূলের সবাই চোর'- এই স্লোগানকে সামনে রেখে যখন পদ্ম শিবির গলা ফাটাচ্ছে তখন সেই তৃণমূলীদেরই দলে নেওয়ার বিষয়টিকে ভালো চোখে দেখছেন না পদ্মা শিবিরেরই কেউ কেউ।
যদিও বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আগেই জানিয়েছেন, 'তৃণমূলের কোনও নেতা মন্ত্রীকে দলে নেওয়ার ক্ষেত্রে আমাদের কোনও আগ্রহ নেই। স্বচ্ছ ভাব মূর্তিসম্পন্ন কর্মী সমর্থকদের জন্য দরজা খোলা। আমরা পচা আলু নেব না। তবে তৃণমূল ছেড়ে যারা বিজেপিতে যোগ দিচ্ছেন তাঁদের সিংহভাগই কর্মী সমর্থক। নেতাদের মধ্যে যদি ভালো আলু পাওয়া যায়। যাদের বিরুদ্ধে কোনও দুর্নীতির অভিযোগ নেই। এরকম কেউ যদি বিজেপিতে আসতে চায় বিবেচনার মাধ্যমেই দলে নেওয়া হবে। VENKATESWAR LAHIRI
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 17, 2022 5:57 AM IST