হুড়মুড়িয়ে ডেঙ্গি বাড়ছে কলকাতা সহ রাজ্যে, কলকাতা পুরসভার সামনে মশারি টাঙিয়ে বিক্ষোভ বিজেপির

Last Updated:

কলকাতা পুরসভার আটটি বরোতে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা সব থেকে বেশি এই বরো গুলি হল ১,৬,৭, ৮ ,৯, ১০ ,১১ এবং ১২ নম্বর বরো।

BJP held protest in mosquito net
BJP held protest in mosquito net
#কলকাতা: ডেঙ্গি বাড়ছে কলকাতা সহ রাজ্যে। প্রতিবাদে কলকাতা পুরসভার সামনে মশারি টাঙিয়ে বিক্ষোভ বিজেপির। যাঁদের কাজ নেই তাঁরা সমালোচনা করে, বিজেপিকে কটাক্ষ ডেপুটি মেয়র অতীন ঘোষের। ডেঙ্গির বারবাড়ন্তকে ক্লাইমেট চেঞ্জের জন্য দায়ী করেছেন ডেপুটি মেয়র। কলকাতায় ডেঙ্গির সারভ্যুলেন্স ব্যবস্থা অনেক ভাল দাবি অতীন ঘোষের।
বাংলা জুড়ে ডেঙ্গু ম্যালারিয়া সংক্রমণ ভয়াবহ আকার নিচ্ছে এই দাবিতে কলকাতা পুরসভার সামনে অভিনব প্রতিবাদ বিজেপির মজদুর সংগঠনের। স্বাস্থ্য দফতরের হিসেব অনুযায়ি এ বছর ডেঙ্গি আক্রান্ত সংখ্যা গতবারের তুলনায় অনেক বেশি। ইতিমধ্যে কলকাতার কয়েকটি ওয়ার্ডকে ডেঙ্গিপ্রবণ এলাকা হিসেবে চিহ্নিত করেছে স্বাস্থ্য ভবন। আর তারই প্রতিবাদে কলকাতা পৌর সংস্থার সামনে বিক্ষোভ দেখাল বিজেপির শ্রমিক সংগঠন BJMTUC এবং PAKSU মোর্চা।
advertisement
advertisement
মশাবাহিত রোগের প্রতিকারে কলকাতা পুরসভার ব্যর্থতাকে সামনে রেখে মেয়র ফিরহাদ হাকিমের পদত্যাগ দাবি করে বিক্ষোভ দেখান তাঁরা। মশারি নিয়ে অভিনব কায়দায় বিক্ষোভ প্রদর্শন করে বিজেপির শ্রমিক সংগঠন।
advertisement
বিজেপির শ্রমিক সংগঠনের সর্বভারতীয় সভাপতি মন্মথ নাথ বিশ্বাস অভিযোগ জানান, ‘‘কলকাতা পুরসভার মশাবাহিত রোগ প্রতিরোধ  করতে পুরোপুরি ব্যর্থ। শহর এবং শহরতলিতে ডেঙ্গি, ম্যালেরিয়া ও টাইফয়েড দিন দিন বাড়ছে।’’ মেয়র ফিরহাদ হাকিমের পদত্যাগ দাবি করে কলকাতা পুর কর্তৃপক্ষের কাছে ডেপুটেশন জমা দেন।
advertisement
বিজেপির দাবি ডেঙ্গু, ম্যালারিয়া এবং টাইফয়েড এর হাত থেকে সাধারণ মানুষের রক্ষা করতে হবে। যদি কলকাতা পুরসভা এই বিষয়ে  কোনও সঠিক পদক্ষেপ গ্রহণ না করে তাহলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুশিয়ারি দেয় বিজেপির শ্রমিক সংগঠন BJMTUC।
এদিন বিকেলে কলকাতা পুরসভায় স্বাস্থ্য বিভাগের মশাবাহিত রোগ সংক্রান্ত বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে ডেপুটি মেয়র অতীন ঘোষ বলেন , ‘‘পুরসভা কিছু করছে না বলে যে দাবি সেটা বিজেপির রাজনীতি। কলকাতার মানুষ ভাল করে জানে যে পুরসভা কি ভাবে কাজ করছে। সারা পৃথিবী জুড়ে ডেঙ্গি হচ্ছে। শুধু কলকাতায় নয় সব জায়গায় হচ্ছে।’’ কলকাতা পুরসভার যে পরিকাঠামো আছে সেটা সারা পৃথিবীতে নেই দাবি ডেপুটি মেয়রের। প্রত্যেকটি ওয়ার্ড ধরে অনলাইনের মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে। যেসব বোরোতে বেশি হচ্ছে সেই ওয়ার্ডগুলোতে সরাসরি কথা বলা হচ্ছে। প্রতিদিন পৌর কর্মীদের সঙ্গে কথা বলা হচ্ছে।
advertisement
মেয়রের ওয়ার্ডে ঘনবসতি অঞ্চল আছে সেই কারণে কিছু জায়গায় ডেঙ্গি হচ্ছে। মূলত চেতলা লগ গেট এলাকায় এই প্রবণতা বেশি।
কলকাতা পৌরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ জানান এই মুহূর্তে কলকাতায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা এই মরসুমে ৩৫২ জন। কলকাতা পুরসভার আটটি বরোতে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা সব থেকে বেশি এই বরো গুলি হল ১,৬,৭, ৮ ,৯, ১০ ,১১ এবং ১২ নম্বর বরো। এছাড়াও পাঁচটি ওয়ার্ডে ডেঙ্গি আক্রান্তের প্রবণতা অন্য ওয়ার্ডের তুলনায় বেশি। ডেঙ্গিপ্রবণ ওয়ার্ড গুলি হল ৬, ৬৯, ৮২, ৮৩ এবং ১১২ নম্বর ওয়ার্ড।
advertisement
এই বিশেষ ওয়ার্ডগুলিতে সার্ভ্যুলেন্স মিটিং করতে ডেপুটি মেয়র সহ কলকাতা পৌরসভার স্বাস্থ্য বিভাগের আধিকারিকেরা বরোতে গিয়ে বৈঠক করবেন ২২ অথবা ২৩ শে আগস্ট ৮ নম্বর বরোতে হবে সেই বিশেষ বৈঠক এবং একইভাবে ন নম্বর বরোতে বিশেষ বৈঠক বসবে ২৫শে আগস্ট।BISWAJIT SAHA 
বাংলা খবর/ খবর/কলকাতা/
হুড়মুড়িয়ে ডেঙ্গি বাড়ছে কলকাতা সহ রাজ্যে, কলকাতা পুরসভার সামনে মশারি টাঙিয়ে বিক্ষোভ বিজেপির
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement