আদিবাসী অধ্যুষিত এলাকাগুলিতে শক্তি বাড়িয়েছে গেরুয়া শিবির, বাম-কংগ্রেসকে পিছনে ফেলে ২ নম্বরে উঠে এল বিজেপি

Last Updated:

বিভিন্ন উপনির্বাচনের পর এবার পঞ্চায়েত ভোট। বাম-কংগ্রেসকে পিছনে ফেলে ২ নম্বরে উঠে এল বিজেপি।

#কলকাতা: বিভিন্ন উপনির্বাচনের পর এবার পঞ্চায়েত ভোট। বাম-কংগ্রেসকে পিছনে ফেলে ২ নম্বরে উঠে এল বিজেপি। তৃণমূলের চিন্তা বাড়িয়ে আদিবাসী অধ্যুষিত এলাকাগুলিতে শক্তি যথেষ্ট বাড়িয়েছে গেরুয়া শিবির। সীমান্তবর্তী এলাকাগুলিতেও ফল ভাল হয়েছে। মেরুকরণের রাজনীতিও বেশ কিছু জায়গায় ছাপ ফেলেছে। উৎসাহিত বিজেপি রাজ্য সভাপতির হুঙ্কার, তাঁদের লক্ষ‍্য এক নম্বরে পৌঁছনো।
২০১৯ সালের আগে বিজেপির পাখির চোখ ছিল পঞ্চায়েত ভোট। যেখানে তারা কংগ্রেস-বামেদের পিছনে ফেলে উঠে এল ২ নম্বরে।
তৃণমূলের থেকে অনেকটা পিছিয়ে থাকলেও গ্রাম বাংলায় এখন দুয়ে বিজেপি।
advertisement
জঙ্গলমহলের জেলাগুলিতে ভাল ফল করেছে বিজেপি।
বৃহস্পতিবার রাত ন'টা পর্যন্ত গণনা অনুযায়ী,
পুরুলিয়ায় ১৭০টি গ্রাম পঞ্চায়েতের মধ‍্যে বিজেপি জিতেছে ৫৯টি। তৃণমূল ৫২টি।
advertisement
২০টি পঞ্চায়েত সমিতির মধ‍্যে তৃণমূল জিতেছে ৩টি। বিজেপি ১টি।
জঙ্গলমহলে পদ্ম
ঝাড়গ্রামের ৭৯টি গ্রাম পঞ্চায়েতের মধ‍্যে তৃণমূল জিতেছে ৪২টি। বিজেপি ২৫টি।
তৃণমূলের জেতা আসন ৩৭২ আর বিজেপি জিতেছে ৩২৮ আসনে।
৮টি পঞ্চায়েত সমিতির মধ‍্যে তৃণমূল জিতেছে ৬টি। বিজেপি ২টি
জঙ্গলমহলে পদ্ম
পশ্চিম মেদিনীপুরে বিজেপির জেতা ২১টি গ্রাম পঞ্চায়েতের অধিকাংশই আদিবাসী অধ্যুষিত এলাকায়
advertisement
বাঁকুড়াতেও একই ছবি। এখানেও বিজেপির জেতা ৮টির মধ্যে ৬টি পঞ্চায়েত আদিবাসী এলাকায়।
জঙ্গলমহলে পদ্ম
একসময়ে জঙ্গলমহলের যে সব এলাকা ছিল মাওবাদী অধ‍্যুষিত, এবার তার অনেক জায়গাতেই পদ্ম। আদিবাসী ভোট ব্যাঙ্কে বিজেপি থাবা বসানোয় দুশ্চিন্তা গোপন করেননি মুখ্যমন্ত্রী।
জঙ্গলমহলে পদ্ম
মালদহ, নদিয়ার মতো সীমান্তবর্তী জেলাতেও ভাল ফল করেছে বিজেপি।
নদিয়ার ১৮৫টি গ্রাম পঞ্চায়েতের মধ‍্যে তৃণমূল জিতেছে ৫৪টিতে। বিজেপি ২১টিতে।
advertisement
মালদহের ১৪৬টি গ্রাম পঞ্চায়েতের মধ‍্যে তৃণমূলের দখলে ৫৯টি পঞ্চায়েত। বিজেপির দখলে ২১টি।
গ্রাম পঞ্চায়েতে ১ হাজার ৫০টি আসন পেয়েছে তৃণমূল। বিজেপির দখলে ৫৩১টি আসন।
উত্তরবঙ্গে প্রত্যাশার চেয়ে খারাপ ফল করলেও উত্তর ও দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ধর্মীয় মেরুকরণের কিছুটা ফয়দা লুটেছে পদ্ম শিবির।
উত্তর দিনাজপুরের ৯৮টি পঞ্চায়েতের মধ‍্যে তৃণমূল পেয়েছে ৩৯টি। বিজেপি ১৫টি।
advertisement
দক্ষিণ দিনাজপুরের ৬৪টি পঞ্চায়েতের মধ‍্যে ঘাসফুলের দখলে ৪৩টি। পদ্মের ঝুলিতে ১২টি।
রাজ‍্যের বিজেপি নেতৃত্ব স্বভাবতই এই ফলে উ‍ৎসাহিত। আর শাসক দলের বাড়তি দুশ্চিন্তার কারণ আদিবাসী ভোট ব্যাঙ্কে পদ্মের অনুপ্রবেশ।
বাংলা খবর/ খবর/কলকাতা/
আদিবাসী অধ্যুষিত এলাকাগুলিতে শক্তি বাড়িয়েছে গেরুয়া শিবির, বাম-কংগ্রেসকে পিছনে ফেলে ২ নম্বরে উঠে এল বিজেপি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement