নৈহাটি বিস্ফোরণে NIA তদন্তের দাবি বিজেপির, বিশেষজ্ঞ তদন্ত চেয়ে ট্যুইট রাজ্যপালেরও
- Published by:Elina Datta
- news18 bangla
Last Updated:
সুযোগ বুঝে ময়দানে বিজেপি। এনআইএ তদন্তের দাবিতে সরব লকেট চট্টোপাধ্যায়। বিজেপির সুরেই বিশেষজ্ঞ তদন্তের দাবি তুলেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়ও
#কলকাতা: নৈহাটির বিস্ফোরণে কেঁপে উঠল রাজ্য রাজনীতি। সুযোগ বুঝে ময়দানে বিজেপি। এনআইএ তদন্তের দাবিতে সরব লকেট চট্টোপাধ্যায়। বিজেপির সুরেই বিশেষজ্ঞ তদন্তের দাবি তুলেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়ও ৷ পাল্টা তৃণমূলের দাবি, রাজনীতি করছে বিজেপি। ক্ষতিপূরণের আশ্বাস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কালীপুজো বা দুর্গাপুজো নয়, বাজি বিস্ফোরণে কেঁপে উঠল নৈহাটি থেকে চুঁচুড়া ৷ শব্দের অভিঘাতে ভেঙে পড়ল বাড়ির জানলার কাঁচ, তাক থেকে পড়ে গেল বাসন ৷ ক্ষতিগ্রস্থ গাড়িও ৷ নৈহাটির রামঘাটের ঘটনা ৷ আতঙ্কে ঘর ছেড়ে বেরিয়ে আসেন মানুষ ৷ অনেকে ভাবেন ভূমিকম্প হচ্ছে ৷ গঙ্গার এপারে বিস্ফোরণের জেরে কেঁপে উঠল গঙ্গার ওপার। নৈহাটিতে বাজি নিষ্ক্রিয় করতে গিয়ে বিপত্তি। বাজির তীব্রতায় নৈহাটিতে বেশ কিছু বাড়িতে ফাটল ধরে যায়। বিস্ফোরণের তীব্রতা এত বেশি ছিল, মাশরুম ক্লাউড দেখতে পাওয়া গেছে। কেঁপে ওঠে গঙ্গার ওপারে চুঁচুড়াও। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি, নদীর দুপাড়েই একাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত।
advertisement
প্রথমে নৈহাটি,তারপরে চুঁচুড়ায় যান হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। বিস্ফোরণ নিয়ে তাঁর বিস্ফোরক অভিযোগ। তিনি বলেন, ‘বাজি নয় সব বিস্ফোরক ছিল ৷ পশ্চিমবঙ্গ বারুদের স্তূপের উপর বসে রয়েছে ৷ এতে জেহাদি যোগ রয়েছে কিনা দেখতে হবে ৷ এই ঘটনার এনআইএ তদন্ত চাই ৷’ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ট্যুইট করেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়ও৷ তিনি লিখেছেন, ‘এই বিস্ফোরণ কল্পনাতীত ৷ কী কারণে এই গুরুতর বিস্ফোরণ ও তার তীব্রতা তা পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে দেখা উচিত ৷ বিশেষজ্ঞ তদন্তই আসল সত্য খুঁজে বার করতে পারবে ৷ এই কারণে কতটা ক্ষতি হয়েছে তা খতিয়ে দেখা হোক ৷ এই ঘটনাই রাজ্যের আইনশৃঙ্খলা রক্ষাকর্তাদের চোখ খুলে দেবে আশা করি ৷’
advertisement
advertisement
একই সুরে অভিযোগ পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিমের ৷ বলেন, ‘বিস্ফোরককে বাজি বানাচ্ছেন মুখ্যমন্ত্রী। বাজি-বিস্ফোরক এক করে দিচ্ছেন। পঞ্চায়েত-পুরসভার আগে এ সব বেশি করে হয় ৷’ এই অভিযোগ খারিজ করে নৈহাটির তৃণমূল বিধায়ক পার্থ ভৌমিক বলেন, ‘রাজনীতির কথা বলছেন। বিস্ফোরকের কথা ওনারাই ভাল বোঝেন। ওনার দলেই তো অর্জুন সিংয়ের মতো নেতা আছে। তদন্ত করার দাবি যে কেউ করতে পারেন। পুলিশ তদন্ত করে দেখবে কী হয়েছে।’ এ সব দেখে অনেকে বলছেন, নৈহাটিতে বিস্ফোরণ কাঁপিয়ে দিয়েছে রাজ্য রাজনীতিও। তাই, তরজাও তুঙ্গে।
advertisement
The explosion leaves nothing to imagination. It calls for thorough probe in view of its seriousness, intensity and damage caused. Only expert investigation can unearth issues involved. This ominous development should be eye opener for law enforcing and regulatory regime in State. pic.twitter.com/4mD0nHnkCg
— Jagdeep Dhankhar (@jdhankhar1) January 9, 2020
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 09, 2020 8:52 PM IST