Lok Sabha Elections 2019 : থিম সং প্রসঙ্গে কমিশনের শোকজের জবাব বাবুল সুপ্রিয়র

Lok Sabha Elections 2019 : থিম সং প্রসঙ্গে কমিশনের শোকজের জবাব বাবুল সুপ্রিয়র
বাবুল সুপ্রিয়, বিজেপি প্রার্থী (আসানসোল লোকসভা) ৷ ফাইল ছবি ৷
  • Share this:

#কলকাতা: ২০১৯ লোকসভা নির্বাচন উপলক্ষ্যে শুরু থেকেই বাংলা জয়ে একাধিক অভিনব পন্থা বেছে নিয়েছে কেন্দ্রীয় শাসক দল ।মুম্বইয়ের স্টুডিওতে এই গানের রেকর্ডিং করলেন আসানসোলের বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়। এই গানের কথা গানের কথা অমিত চক্রবর্তী নামে জনৈক ব্যক্তির ৷ সুর তাঁর নিজেরই।

আরও পড়ুন : প্রার্থীর নাম ঘোষণার পরই কর্মীদের বিক্ষোভ, বিজেপি জেলা সভাপতির গাড়ি ভাঙচুর

তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করে বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়র গান নিয়ে আপত্তি জানিয়েছিল নির্বাচন কমিশনও ৷ কমিশনের পর্যবেক্ষণ, বাবুল সুপ্রিয়র গান আসলে একটি বিজ্ঞাপন ৷ এই ধরনের গানে আগাম অনুমতি নিতে হবে ৷ এই কারণেই বাবুল সুপ্রিয়কে নোটিশ পাঠিয়েছে নির্বাচন কমিশন ৷

সেই শোকজের জবাব দিলেন আসানসোলের বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয় ৷ তিনি জবাবে জানিয়েছেন গানটি অফিসিয়্যালি রিলিজ করা হয়নি গানের প্রচার করেছে সংবাদমাধ্যম ৷ শোকজের জবাবে দাবি বাবুল সুপ্রিয়র ৷

First published: 11:08:16 AM Mar 22, 2019
পুরো খবর পড়ুন
Loading...
अगली ख़बर