BJP Candidates in By Election| চার কেন্দ্রের প্রার্থী ঘোষণা বিজেপির, দলবদলুদের ভিড়ে আতসকাচে ফেলে নাম বাছাই
- Published by:Arka Deb
- news18 bangla
Last Updated:
BJP Candidates in By Election| আগামীকাল এই উপনির্বাচনের মনোনয়ন পেশের শেষ দিন। তার আগে আজ এই প্রার্থীপদ ঘোষণা করল বিজেপি।
#কলকাতা: পুজো মিটলেই চার কেন্দ্রে উপনির্বাচন। ইতিমধ্যেই প্রার্থী ঘোষণা করে ফেলেছে তৃণমূল। এবার ওই চার কেন্দ্রে প্রার্থী ঘোষণা করল বিজেপিও ( BJP Candidates in By Election)। শান্তিপুরে বিজেপির হয়ে লড়বেন নিরঞ্জন বিশ্বাস, খড়দহে লড়বেন জয় সাহা, গোসাবায় লড়বেন পলাশ রানা। দিনহাটায় বিজেপির প্রার্থী অশোক মন্ডল। আগামীকাল এই উপনির্বাচনের মনোনয়ন পেশের শেষ দিন। তার আগে আজ এই প্রার্থীপদ ঘোষণা করল বিজেপি।
দেখতে উপনির্বাচন, কিন্তু সেখানে কাকে প্রার্থী করা হবে, তাই নিয়ে কম ঝক্কি পোহাতে হয়নি গেরুয়া শিবিরকে। তার কারণ দলবদলের হিড়িকে বহু নেতা এবং বিধায়কই আতসকাচের তলায়। তাছাড়া গোসাবা, খড়দহ- তৃণমূলের শক্ত ঘাঁটি। কাজল সিনহার মৃত্যুতে খড়দহ প্রার্থী নির্বাচিত হয়েছেন শোভন দেব চট্টোপাধ্যায়। ভবানীপুরে জিতেও সেই আসন তিনি হেলায় ছেড়ে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। এখন তিনি লড়বেন খড়দহে, ফলে সব দিক থেকেই চূড়ায় থেকেই লড়বে তার দল।
advertisement
বিজেপি বরং এগিয়ে রাখছিল শান্তিপুর, দিনহাটা এই দুটি আসনকে কারণ এই দুটি আসনে কঠিন সময় দলকে জয় এনে দিয়েছিলেন জগন্নাথ সরকার, নিশীথ প্রামানিক। জগন্নাথ জিতেছিলেন ১৫ হাজারের বেশি ভোটে তবে বেগ পেতে হয়েছিল নিশীথকে। জিতেছিলেন তিনি। এসব সাত-পাঁচ মাথায় রেখে বিজেপি চাইছিল এমন মুখকে বাছতে যারা বিশ্বাসযোগ্য, এই কঠিন সময়ে যারা দলবদল করবে না। উল্লেখ্য শান্তিপুরে শাসক দলের প্রার্থী ব্রজকিশোর গোস্বামী। গোসাবায় তৃণমূল প্রার্থী করেছে সুব্রত মন্ডলকে। দিনহাটায় তৃণমূলের প্রার্থী উদয়ন গুহ।
advertisement
advertisement
কমিশন জানিয়েছে এই চার কেন্দ্রে নির্বাচন হবে ৩০ অক্টোবর। ৩ নভেম্বর ফল ঘোষণা হবে এই চার কেন্দ্রে। সব মিলে শারদোৎসব মিটলেই রাজ্যে আবার ভোটের দামামা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 07, 2021 10:49 AM IST