পুরভোটে দেদার সন্ত্রাস, প্রতিবাদে প্রার্থী প্রত্যাহার করল বিজেপিও

Last Updated:

বাম-কংগ্রেসের পথে বিজেপিও ৷ অশান্তির পুরভোট থেকে প্রার্থী তুলে নিল গেরুয়া শিবিরও ৷

#কলকাতা: বাম-কংগ্রেসের পথে বিজেপিও ৷ অশান্তির পুরভোট থেকে প্রার্থী তুলে নিল গেরুয়া শিবিরও ৷ সাংবাদিক সম্মেলন করে গেরুয়া শিবির রায়গঞ্জ ও ডোমকল থেকে সমস্ত বিজেপি প্রার্থী প্রত্যাহার করে নেওয়ার কথা ঘোষণা করল ৷
রায়গঞ্জে ২৪টি ওয়ার্ডে এবং ডোমকলের ২০টি ওয়ার্ডে প্রার্থী দিয়েছিল বিজেপি ৷ ভোটগ্রহণ পর্ব শেষ হওয়ার আগেই সমস্ত আসন থেকে প্রার্থী প্রত্যাহার করার সিদ্ধান্তের কথা ঘোষণা করল বিজেপি নেতৃত্ব ৷ এর আগেই অবশ্য ডোমকল থেকে কংগ্রেস এবং রায়গঞ্জ থেকে যুগ্মভাবে সিপিআইএম-কংগ্রেস প্রার্থী প্রত্যাহারের কথা ঘোষণা করে ৷ এর ফলে কার্যত বিরোধী শূন্য হয়ে গেল রায়গঞ্জ ৷
advertisement
advertisement
এদিন সকাল থেকে রায়গঞ্জ ও ডোমকলের বিভিন্ন ওয়ার্ডে চোখে পড়ে অশান্তির চিত্র ৷ ডোমকলে ভোটারদের লাইনে বোমাবাজি, আগ্নেয়াস্ত্র নিয়ে ভয় দেখানোর অভিযোগ উঠল তো রায়গঞ্জে গুলি-বোমার পাশাপাশি বুথ দখল করে চলল দেদার ছাপ্পা ভোট ৷ রাজ্যের শাসকদলের বিরুদ্ধে ডোমকল ও রায়গঞ্জ দুই জায়গাতেই ভোটে অশান্তি ছড়ানোর অভিযোগ উঠেছে ৷ যদিও অভিযোগ মানতে নারাজ তৃণমূল কংগ্রেস ৷
advertisement
বাংলা খবর/ খবর/কলকাতা/
পুরভোটে দেদার সন্ত্রাস, প্রতিবাদে প্রার্থী প্রত্যাহার করল বিজেপিও
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement