পুরভোটে দেদার সন্ত্রাস, প্রতিবাদে প্রার্থী প্রত্যাহার করল বিজেপিও
Last Updated:
বাম-কংগ্রেসের পথে বিজেপিও ৷ অশান্তির পুরভোট থেকে প্রার্থী তুলে নিল গেরুয়া শিবিরও ৷
#কলকাতা: বাম-কংগ্রেসের পথে বিজেপিও ৷ অশান্তির পুরভোট থেকে প্রার্থী তুলে নিল গেরুয়া শিবিরও ৷ সাংবাদিক সম্মেলন করে গেরুয়া শিবির রায়গঞ্জ ও ডোমকল থেকে সমস্ত বিজেপি প্রার্থী প্রত্যাহার করে নেওয়ার কথা ঘোষণা করল ৷
রায়গঞ্জে ২৪টি ওয়ার্ডে এবং ডোমকলের ২০টি ওয়ার্ডে প্রার্থী দিয়েছিল বিজেপি ৷ ভোটগ্রহণ পর্ব শেষ হওয়ার আগেই সমস্ত আসন থেকে প্রার্থী প্রত্যাহার করার সিদ্ধান্তের কথা ঘোষণা করল বিজেপি নেতৃত্ব ৷ এর আগেই অবশ্য ডোমকল থেকে কংগ্রেস এবং রায়গঞ্জ থেকে যুগ্মভাবে সিপিআইএম-কংগ্রেস প্রার্থী প্রত্যাহারের কথা ঘোষণা করে ৷ এর ফলে কার্যত বিরোধী শূন্য হয়ে গেল রায়গঞ্জ ৷
advertisement
advertisement
এদিন সকাল থেকে রায়গঞ্জ ও ডোমকলের বিভিন্ন ওয়ার্ডে চোখে পড়ে অশান্তির চিত্র ৷ ডোমকলে ভোটারদের লাইনে বোমাবাজি, আগ্নেয়াস্ত্র নিয়ে ভয় দেখানোর অভিযোগ উঠল তো রায়গঞ্জে গুলি-বোমার পাশাপাশি বুথ দখল করে চলল দেদার ছাপ্পা ভোট ৷ রাজ্যের শাসকদলের বিরুদ্ধে ডোমকল ও রায়গঞ্জ দুই জায়গাতেই ভোটে অশান্তি ছড়ানোর অভিযোগ উঠেছে ৷ যদিও অভিযোগ মানতে নারাজ তৃণমূল কংগ্রেস ৷
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 14, 2017 3:57 PM IST