Dilip Ghosh on Mamata Banerjees Goa Visit: 'অন্যের বাড়িতে জোর করে চা খেতে যাচ্ছেন TMC নেতারা', কেন এমন অভিযোগ দিলীপ ঘোষের?
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Dilip Ghosh on Mamata Banerjees Goa Visit: তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সফরকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ বিজেপি-র সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। মুখ্যমন্ত্রীর গোয়া সফরকে তীব্র কটাক্ষ করেছেন তিনি।
#কলকাতা: উত্তরবঙ্গ থেকে হায়দরাবাদ হয়ে গোয়া। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) প্রথম গোয়া সফর নিয়ে আলোড়ন পড়ে গিয়েছে জাতীয় রাজনীতিতেও। তিনদিনের ঠাসা কর্মসূচি সাজিয়ে আজ গোয়ায় পা রাখতে চলেছেন তৃণমূল নেত্রী। আর আগামী তিন দিন বাংলার মুখ্যমন্ত্রী যে বেশ কিছু চমক দিতে চলেছেন, তা নিয়ে নিশ্চিত রাজনৈতিক মহলের একটা বড় অংশ। যদিও তৃণমূল নেত্রীর এই সফরকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ বিজেপি-র সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। মুখ্যমন্ত্রীর গোয়া সফরকে তীব্র কটাক্ষ করেছেন তিনি।
মুখ্যমন্ত্রীর গোয়া সফর নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে দিলীপ ঘোষ এদিন বলেন, ''তৃণমূল এমনভাবে প্রচার করছে, যেন মমতা বন্দ্যোপাধ্যায় গোয়ায় পা দিলেই ভূমিকম্প হয়ে যাবে। আসলে হাজার-হাজার মানুষ যেমন গোয়ায় যান, মুখ্যমন্ত্রীও তেমনই গোয়ায় ঘুরতে যাচ্ছেন।'' এরপরই গোয়ার বিজেপি সভাপতির মন্তব্যকে হাতিয়ার করে দিলীপ ঘোষের সংযোজন, ''গোয়ার BJP সভাপতি বলেছেন, এখন থেকে গোয়ার বিধানসভা নির্বাচন পর্যন্তও যদি সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে যান, তাহলেও গোয়ায় তৃণমূল একটাও সিট পাবে না।''
advertisement
advertisement
প্রসঙ্গত, গোয়ার জনমানসেও প্রভাব বিস্তার করতে শুরু করেছে তৃণমূল। 'গোয়েঞ্চি নভি সকাল' নামে নির্বাচনী প্রচারও শুরু করে দিয়েছে তাঁরা। যদিও দিলীপ ঘোষ এ রাজ্য থেকে অভিযোগ করছেন, ''তৃণমূল নেতারা ওখানকার মানুষকে ভুল বোঝাচ্ছে, অন্যের বাড়িতে জোর করে চলে গিয়ে চা খেয়ে আসছেন। সাধারণ মানুষ তো আর তাঁদের তাড়িয়ে দিতে পারে না! তবে, গোয়ার মানুষ বাংলার হিংসার বিষয়ে সব জানেন। গোয়ার বাসিন্দারা ঠিকই তার জবাব দেবেন। মাথা খারাপ না হলে কেউ তৃণমূলে যায় না।''
advertisement
এদিকে, মুখ্যমন্ত্রীর গোয়া সফর নিয়ে কটাক্ষ করেছেন রাজ্য BJP-র সভাপতি সুকান্ত মজুমদারও। তিনি বলেন, ''গোয়ায় গিয়ে রাজনৈতিক শিক্ষা নিয়ে আসুন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী। বিরোধীদের সঙ্গে কী ধরনের আচরণ করতে হয়, তা তিনি ওখানে শিখতে পারবেন।'' সুকান্তর সংযোজন, ''গোয়াতে কঙ্গোলেট বলে একটি জায়গা রয়েছে,যেখানে কয়েক হাজার বাঙালি শ্রমিক কাজ করছেন। তাদের সঙ্গে দেখা করে বাংলায় তাঁদের জন্য কর্মসংস্থান করুন মুখ্যমন্ত্রী।'' যদিও পাল্টা তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, ''বিজেপির এ রাজ্যের নেতাদের কথায় কোনও গুরুত্ব নেই। আর আমাদের দলের কর্মসূচি আমরা ঠিক করব, বিজেপি সেখানে বলার কে?''
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 28, 2021 1:46 PM IST