সিইও-র অপসারণ দাবিতে মুকুলের নেতৃত্বে নির্বাচন কমিশনের সামনে বিজেপির বিক্ষোভ
Last Updated:
এই দাবি নিয়েই বিজেপি নেতাদের সঙ্গে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব
#কলকাতা: লোকসভা নির্বাচনের প্রথম পর্যায়ের প্রথম দফার ভোটে অনিয়মের অভিযোগে এবার সিইও অর্থাৎ মুখ্য নির্বাচনী আধিকারিককে অপসারণের দাবি তুলল বিজেপি ৷ শুক্রবার সকাল থেকে সিইও অফিসের সামনে চলছে বিক্ষোভ প্রদর্শন ৷ রাস্তায় বসে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি কর্মীরা ৷ বাড়ানো হল সিইও অফিসের নিরাপত্তা ৷
এদিন সকালে মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে দেখা করতে পৌঁছান বিজেপির একটি প্রতিনিধি দল ৷ দলে ছিলেন মুকুল রায় ও বাকি বিজেপি নেতারা ৷ সটান সিইও আরিজ আফতাবের ঘরে ঢুকে বিক্ষোভ দেখান বিজেপি নেতা মুকুল রায় ৷ কোচবিহারের ১৬৬ নং বুথে পুনর্নির্বাচনের দাবি জানান তিনি ৷ এই দাবি নিয়েই বিজেপি নেতাদের সঙ্গে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব ৷ মুকুল রায়ের সঙ্গে প্রবল তর্কাতর্কি হয় তাঁর ৷ কমিশনের অক্ষমতার অভিযোগ তুলে মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবের অপসারণের দাবি তোলেন বিজেপি নেতারা ৷
advertisement
প্রথম দফার ভোটে কোচবিহারের ১৬৬ বুথে রিগিংয়ের অভিযোগ তুলেছে বিজেপি। গতকাল সন্ধেয় কোচবিহারের জেলাশাসকের দফতরে প্রত্যেকটি বুথেই পুনর্নির্বাচনের দাবিতে ধর্নায় বসেন কোচবিহার কেন্দ্রের বিজেপি প্রার্থী নিশীথ-সহ বিজেপির কর্মী-সমর্থকরা।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 12, 2019 2:40 PM IST