সিএবি থেকে মুছে দেওয়া হল বিশ্বরূপ দে-র নাম !

Last Updated:

আগেই খসে গিয়েছিলেন। এবার সিএবি থেকে মুছে দেওয়া হল কোষাধ্যক্ষ বিশ্বরূপ দে’র নাম।

#কলকাতা: আগেই খসে গিয়েছিলেন। এবার সিএবি থেকে মুছেই দেওয়া হল কোষাধ্যক্ষ বিশ্বরূপ দে’র নাম। লোধার সুপারিশ মেনেই বাতিলের নাম মোছার কাজ চলল। গত কয়েকদিন ধরেই সিএবি সরগরম লোধা সুপারিশ কার্যকর নিয়ে। তার জেরেই আজ এই অভিযান চলল। ২২ তারিখ ভারত-ইংল্যান্ড ম্যাচের আগে বিশ্বরূপের নাম মুছে দেওয়া হল।
এদিকে লোধার সুপারিশের ধাক্কায় রাতারাতি পাল্টে যেতে পারে ময়দানি ক্রিকেট রাজনীতির চেহারা। সিএবি-র ক্লাব প্রতিনিধিত্ব হারাতে পারেন লোধার ফতোয়ায় বাতিল একঝাঁক কর্তা। সংখ‍্যাটা প্রায় ৬৫-র কাছাকাছি। ফলে এই সব ক্লাব থেকেই সিএবি-তে দেখা যেতে চলেছে প্রতিনিধিত্বের নতুন মুখ। আজ, সোমবার ফের লোধার সুপারিশ নিয়ে নিজেদের মধ‍্যে আলোচনায় বসবেন সৌরভ। ১৯ জানুয়ারি বোর্ডের পর্যবেক্ষক প‍্যানেলের নাম জানাবে সুপ্রিম কোর্ট। ২২ জানুয়ারি ইডেনে ওয়ান-ডে ম‍্যাচও রয়েছে। তারপরই বিশেষ সাধারণ সভা ডাকার ভাবনা ঘুরপাক খাচ্ছে সিএবি-তে।
advertisement
লোধা কমিটির সুপারিশের ধাক্কায় গোটা দেশের ক্রিকেট প্রশাসনে  টালমাটাল অবস্থা। বোর্ড-সহ বিভিন্ন রাজ্য সংস্থায় ক্রিকেট প্রশাসন চালানোর মতো কাউকে পাওয়া যাচ্ছে না। সিএবি-ও ব্যতিক্রম নয়। এবং বঙ্গ ক্রিকেট প্রশাসনের নতুন চ্যালেঞ্জ— ২২ জানুয়ারির ইডেনে ভারত-ইংল্যান্ড ওয়ান ডে। যে রাজসূয় যজ্ঞে কত জনকে লোধা আইন মেনে বৈধ ভাবে কাজে নামানো যাবে, তা নিয়েই প্রশ্ন উঠে গিয়েছে।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
সিএবি থেকে মুছে দেওয়া হল বিশ্বরূপ দে-র নাম !
Next Article
advertisement
West Bengal Weather Update: রাতে শীত, দিনে কিছুটা গরম ! কলকাতার তাপমাত্রা ১ ডিগ্রি বাড়ল, জাঁকিয়ে শীত কবে থেকে?
রাতে শীত, দিনে কিছুটা গরম ! কলকাতার তাপমাত্রা ১ ডিগ্রি বাড়ল, জাঁকিয়ে শীত কবে থেকে?
  • রাতে শীত, দিনে কিছুটা গরম

  • আগামী পাঁচ-সাত দিনে রাজ্যে জাঁকিয়ে শীত পড়ার তেমন সম্ভাবনা নেই

  • রাজ্যের কোথাও আপাতত ঘন কুয়াশার সতর্কবার্তা নেই

VIEW MORE
advertisement
advertisement