টিকিট পরীক্ষকদের বায়োমেট্রিক বাধ্যতামূলক করল উত্তর-পূর্ব সীমান্ত রেল! পাঁচটি ডিভিশনে বাড়বে প্রযুক্তিগত ব্যবহার
- Published by:Rachana Majumder
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা বলেন, 'প্রায় সমস্ত জোনের গুরুত্বপূর্ণ স্টেশনেই এই প্রযুক্তিগত ব্যবহার বাড়াতে চলেছে উত্তর পূর্ব সীমান্ত রেল। আয়ের পাশাপাশি, বজায় থাকবে স্বচ্ছতা।'
কলকাতা: টিকিট চেকিং কার্যক্রমে বায়োমেট্রিক ইন্টিগ্রেশনের মাধ্যমে নতুন মানদণ্ড স্থাপন করল উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে। আধুনিক তথ্যপ্রযুক্তি গ্রহণের মাধ্যমে সিস্টেমের দক্ষতা বৃদ্ধির ধারাবাহিক অভিযানে আরেকটি উল্লেখযোগ্য মাইলফলক অর্জন করেছে। উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে তার পাঁচটি ডিভিশনে ২২টি টিটিই লবিতে সমস্ত টিকিট চেকিং স্টাফের জন্য ১০০% বায়োমেট্রিক সাইন অন/সাইন অফ সিস্টেম সফলভাবে বাস্তবায়ন করে একটি উল্লেখযোগ্য ডিজিটাল সাফল্য অর্জন করেছে।
এই ডিজিটাল সিস্টেম জোনের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্টেশন, যেমন কাটিহার, কিষাণগঞ্জ, আলিপুরদুয়ার জংশন, নিউ বঙাইগাঁও, রঙিয়া জংশন, কামাখ্যা, গুয়াহাটি, ডিব্রুগড় টাউন এবং নিউ তিনসুকিয়াতে সম্পূর্ণরূপে কার্যকর করা হয়েছে। বায়োমেট্রিক উপস্থিতি প্রবর্তনের সঙ্গে সঙ্গে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়েতে টিকিট চেকিং ব্যবস্থার দক্ষতা আরও উন্নত হয়েছে। চেকিং দক্ষতা বৃদ্ধির ফলে টিকিটের অনিয়ম কমেছে এবং রাজস্ব আয় বৃদ্ধি পেয়েছে। এছাড়াও ফিল্ডে স্টাফদের উপস্থিতি বৃদ্ধির ফলে উইন্ডো টিকিট বিক্রি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, যার ফলে রেলওয়ের সামগ্রিক রাজস্ব আরও বাড়ছে। সুষ্ঠুভাবে কাজকর্ম নিশ্চিত করার জন্য, ডিভিশনাল এবং জোনাল হেড কোয়ার্টার উভয়েই ডেডিকেটেড টিম বায়োমেট্রিক ইনস্টলেশন এবং সমস্ত লবি থেকে রিয়েল-টাইম ডেটাকে ধারাবাহিকভাবে পর্যবেক্ষণ করে।
advertisement
advertisement
উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা বলেন, ‘প্রায় সমস্ত জোনের গুরুত্বপূর্ণ স্টেশনেই এই প্রযুক্তিগত ব্যবহার বাড়াতে চলেছে উত্তর পূর্ব সীমান্ত রেল। আয়ের পাশাপাশি, বজায় থাকবে স্বচ্ছতা।’
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
December 04, 2025 9:24 AM IST

