Biman Banerjee: কটূ কথায় বিরক্ত বিমান, নাম না করেই তাপস-সুদীপের সমালোচনায় বিধানসভার অধ্যক্ষ

Last Updated:
দলের সাংসদ এবং বিধায়কের ভূমিকায় ক্ষুব্ধ স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়৷
দলের সাংসদ এবং বিধায়কের ভূমিকায় ক্ষুব্ধ স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়৷
#কলকাতা: রাজ্যের সাংসদ বিধায়কদের কটূ কথা নিয়ে অসন্তুষ্ট স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়৷ এমন কি, কয়েকদিন আগে যেভাবে তৃণমূলের দুই সাংসদ এবং বিধায়ক সুদীপ বন্দ্যোপাধ্যায় ও তাপস রায় পরস্পরের বিরুদ্ধে ব্যক্তিগত লড়াইয়ে জড়িয়েছেন, তাতেও যে তিনি খুশি নন, নাম না করেই তাও বুঝিয়ে দিয়েছেন স্পিকার৷
এ দিন বিধানসভায় মাতঙ্গিনী হাজরার জন্মদিনের অনুষ্ঠানে এসেছিলেন স্পিকার৷ সেখানেই সাংসদ, বিধায়কদের মতো জনপ্রতিনিধিদের কথা বলার ক্ষেত্রে আরও সতর্ক এবং সচেতন থাকা উচিত বলে মন্তব্য করেন তিনি৷ তখনই সাম্প্রতিক তাপস- সুদীপ সংঘাত নিয়ে স্পিকারকে প্রশ্ন করেন সাংবাদিকরা৷
advertisement
advertisement
তৃণমূলের দুই সাংসদ এবং বিধায়কের নাম না নিলেও বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, 'সাংসদ হোন বা বিধায়ক, প্রত্যেকের বাক সংযম থাকা উচিত৷ লক্ষ্মণরেখা মেনে চলা উচিত৷ বিধানসভার অভ্যন্তরে বেশ কিছু নিয়ম আছে৷ ফলে কটূ কথা বা অসংসদীয় কিছু বললে বিধানসভার কার্যবিবরণী থেকে সেগুলি বাদ দেওয়া যায়৷ কিন্তু বিধানসভার চৌহদ্দির বাইরে তো সে সুযোগ নেই৷ ফলে সেখানে জনপ্রতিনিধিদের আরও সংযমী হতেই হবে৷'
advertisement
গতকাল সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমও পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলকে চটিপেটা করার নিদান দিয়েছিলেন৷ সেই মন্তব্যেরও সমালোচনা করেন স্পিকার৷
সম্প্রতি, সুদীপ - তাপস বাক তর্জায় উঠে আসে সাদা হাতি আর সারমেয় প্রসঙ্গ। দলের দুই সিনিয়র নেতার কথার লড়াইয়ে প্রবল অস্বস্তিতে পড়েছিল শাসক দল৷ এবার নাম না করেই দু' জনের সমালোচনা করলেন বিধানসভার অধ্যক্ষ৷
advertisement
সম্প্রতি লোকসভায় কী করা যাবে, আর কী করা যাবে না - এই সংক্রান্ত একটি নির্দেশিকা প্রকাশকে ঘিরে জোর বিতর্ক হয়। কটূকথা নিয়ে স্পীকার সতর্ক করলেও, এখনই রাজ্য বিধানসভায় তেমন কোন রুলও বুক তিনি চালু করতে চান না বলে জানিয়েছেন অধ্যক্ষ। তার মতে, বিধানসভায় বিধায়কদের আচরণ সংক্রান্ত নির্দেশিকা রয়েছে। ফলে, নতুন করে কোন রুল বুকের দরকার নেই।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Biman Banerjee: কটূ কথায় বিরক্ত বিমান, নাম না করেই তাপস-সুদীপের সমালোচনায় বিধানসভার অধ্যক্ষ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement