Bikashranjan Bhattacharya: 'আমি আগেই বলেছিলাম, বুদ্ধদা পদ্মভূষণ গ্রহণ করবেন না', বললেন বিকাশ

Last Updated:

নরেন্দ্র মোদি সরকারের দেওয়া  পুরস্কার প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য গ্রহণ করবেন কি না তা নিয়ে সংশয় তৈরি হয়েছিল। 

ফাইল ছবি
ফাইল ছবি
#কলকাতা:  'আমি বুদ্ধদাকে  যতটুকু চিনি তাতে আমি আগেই বলেছিলাম যে এই সম্মান তিনি গ্রহণ করবেন না। আমার ভাবনাই সত্যি হল'। নিউজ এইট্টিন বাংলাকে বললেন রাজ্যসভার সাংসদ তথা সিপিআইএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের কেন্দ্রের তরফে পদ্মভূষণ সম্মান প্রত্যাখ্যানের ব্যাখ্যা দিতে গিয়ে বিকাশবাবু বলেন, 'যে সরকার দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিচ্ছে। মানুষের মধ্যে বিভাজন তৈরী করছে ধর্মীয় ভিত্তিতে। সেই জায়গায় দাঁড়িয়ে আমি যতটুকু ওঁকে চিনি সেই সরকারের সম্মান বুদ্ধবাবু নেবেন না বলেই আমার মনে হয়েছিল। শেষমেষ বুদ্ধদেব ভট্টাচার্য নিজেই সম্মান প্রত্যাখ্যানের বিষয়টি বিবৃতি দিয়ে জানালেন। আমার মনে হয় এটি সঠিক সিদ্ধান্ত'।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে সামাজিক এবং জনসেবামূলক ক্ষেত্রে অবদানের জন্য পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে পদ্মভূষণ পুরস্কারে  সম্মানিত করার কথা জানানো হয়েছিল৷ পুরস্কার ফেরানো নিয়ে বিবৃতি দিয়ে বুদ্ধদেব ভট্টাচার্য জানিয়েছেন, 'পদ্মভূষণ পুরস্কার নিয়ে আমি কিছুই জানি না, আমাকে এই নিয়ে কেউ কিছু বলেনি। যদি আমাকে পদ্মভূষণ পুরস্কার দিয়ে থাকে তাহলে আমি তা প্রত্যাখ্যান করছি'। কিন্তু নরেন্দ্র মোদি সরকারের থেকে বুদ্ধবাবু এই সম্মান গ্রহণ করবেন কি না, তা নিয়ে শুরু থেকেই সংশয় তৈরি হয়েছিল৷ শেষ পর্যন্ত পুরস্কার ফিরিয়ে দেওয়ার বিষয়ে নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী৷
advertisement
advertisement
বুদ্ধদেব ভট্টাচার্য যে কেন্দ্রীয় সরকারের এই সম্মান ফিরিয়ে দিতে পারেন, পুরস্কার ঘোষণার খবর সামনে আসতেই নিউজ এইট্টিন বাংলায় প্রথম জানিয়েছিলেন  সিপিএমের রাজ্যসভার সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য৷ প্রসঙ্গত,  ২০০০ সাল থেকে ২০১১ পর্যন্ত রাজ্যের মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলেছেন বুদ্ধদেব ভট্টাচার্য৷ তার আগে রাজ্যের ভূমি  ও ভূমি রাজস্ব দফতর, তথ্য সংস্কৃতি মন্ত্রী হিসেবে দায়িত্ব সামলেছেন তিনি৷ ১৯৮৭ সাল থেকে টানা বেশ কয়়েক বছর যাদবপুরের বিধায়কও ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য৷ তবে অসুস্থতার কারণে গত বেশ কয়েক বছর ধরে কার্যত গৃহবন্দি হয়ে রয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী৷ যদিও নরেন্দ্র মোদি সরকারের দেওয়া এই পুরস্কার প্রাক্তন মুখ্যমন্ত্রী গ্রহণ করবেন কি না তা নিয়ে সংশয় তৈরি হয়েছিল। অবশেষে খোদ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধবাবু নিজেই বিবৃতি দিয়ে পদ্মভূষণ সম্মান  প্রত্যাখ্যানের বিষয়টি সামনে আনলেন।
advertisement
VENKATESWAR  LAHIRI 
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Bikashranjan Bhattacharya: 'আমি আগেই বলেছিলাম, বুদ্ধদা পদ্মভূষণ গ্রহণ করবেন না', বললেন বিকাশ
Next Article
advertisement
Samir Putatunda: প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
  • প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড৷

  • ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ৷

  • শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
advertisement