#কলকাতা: ভোটের ময়দানে যাদবপুর কেন্দ্র থেকে একে অপরের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছেন ৷ লড়াইটা রাজনীতির ৷ লড়াইটা আদর্শগত ৷ একদিকে পোড়খাওয়া রাজনীতিবিদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য ৷ অন্যদিকে, টলিউডে ঝলমলে দুনিয়া থেকে সদ্য রাজনীতিতে পা রেখেছেন মিমি চক্রবর্তী ৷ সিপিআইম এবং তৃণমূল কংগ্রেসের লড়াইয়ে তেতে রয়েছে যাদবপুর ৷ দুই দলের মধ্যে লড়াই শুরু হয়েছে জোর কদমেই। এর মধ্যে ভাঙরে ভোট প্রচারে যান যাদবপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএম এর প্রার্থী বিকাশ রঞ্জন ভট্টাচার্য।
প্রচারে গিয়ে তিনি বলেন, 'তৃণমূল যদি গুন্ডামি না করে, পুলিশ যদি তৃণমূল কে গুন্ডামি করতে সাহায্য না করে, কমিশন যদি নির্বিগ্নে ভোট করায় তাহলে আমি নিশ্চিত জিতব।' উল্লেখ্য এদিন সকাল ৯টা থেকে এলাকা ঘুড়ে ভোট প্রচার করলেন বিকাশবাবু। ভাঙড়ের বামনঘাটা বাজারে দলীয় কর্মীদের নিয়ে পায়ে হেঁটে প্রাচার সারেন তিনি। সবজী বাজার ও মাছ বাজারে উপস্থিত সাধারন ক্রেতা বিক্রেতাদের সাথে জনসংযোগও করেন । এদিন প্রচার সেরে তিনি সাংবাদিকদের বলেন, 'ভাঙড়ের জেতার ব্যাপারে আমি আশাবাদি। ভাঙড়ে আরাবুল যদি গুণ্ডামি করে তাহলে আমরা তার প্রতিরোধ করব আমাদের ক্ষমতা দিয়েই।'
আরও ভিডিও দেখুন---
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bikash Ranjan Bhattacharya, Cpim, Loksabha election 2019, West Bengal Lok Sabha Elections 2019