Bikash Bhaban SSC Protest: 'আমরাও তো সরকারি কর্মচারি, চাকরিহারাদের কষ্ট আমরা বুঝি', বিকাশভবন প্রশ্নে বললেন জাভেদ শামিম

Last Updated:

Bikash Bhaban SSC Protest: "পুলিশ চাকরিহারাদের প্রতি সহানুভূতিশীল। সেই কারণেই আন্দোলনে কখনওই কোনও বাধা দেওয়া হয়নি বলেই সাংবাদিক বৈঠকে দাবি করেন জাভেদ শামিম। বলেন, চাকরি যাওয়া নিয়ে আমাদের কোনও মন্তব্য নেই। চাকরি যাওয়ার বেদনা আমরা বুঝি। ওরা কষ্টে আছে। সেটা বুঝি।”

জাভেদ শামিম
জাভেদ শামিম
কলকাতা: চাকরিহারা শিক্ষকদের বিক্ষোভে বৃহস্পতিবার কার্যত উত্তপ্ত চেহারা নেয় বিকাশ ভবন চত্বর। পরিস্থিতি সামাল দিতে পুলিশ লাঠিচার্জ করে বলেও ওঠে অভিযোগ। আন্দোলনকারী পুলিশ ধস্তাধস্তিতে বেশ কয়েকজন আন্দোলনকারী গুরুতর জখম হন বলেও অভিযোগ। এই প্রসঙ্গে আজ, শুক্রবার সাংবাদিক বৈঠক করেন রাজ্যের এডিজি আইনশৃঙ্খলা জাভেদ শামিম ও এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার।
“পুলিশ চাকরিহারাদের প্রতি সহানুভূতিশীল। সেই কারণেই আন্দোলনে কখনওই কোনও বাধা দেওয়া হয়নি বলেই সাংবাদিক বৈঠকে দাবি করেন জাভেদ শামিম। বলেন, চাকরি যাওয়া নিয়ে আমাদের কোনও মন্তব্য নেই। চাকরি যাওয়ার বেদনা আমরা বুঝি। ওরা কষ্টে আছে। সেটা বুঝি।”
advertisement
advertisement
বৃহস্পতিবারের এই ঘটনা প্রসঙ্গে সাংবাদিক বৈঠকে জাভেদ শামিম বলেন, “প্রথম বেআইনি কাজ আন্দোলনকারীদের তরফ থেকেই শুরু হয়েছিল। আমাদের কোনও লক্ষ‍্য ছিল না টিয়ার গ‍্যাস চালানোর। আমাদের লক্ষ‍্য ছিল সংযত থেকে আন্দোলনকারীদের বুঝিয়ে আটকে থাকা সরকারি কর্মচারীদের বার করে আনা। আমাদের কাছে ফোন আসছিল। সন্তানসম্ভবা মহিলা ছিলেন তাদের মধ‍্যে, প‍্যনিক অ‍্যাটাক হতে পারে। এই পরিস্থিতিতে তাদের বার করে আনা লক্ষ‍্য ছিল। পুলিশ প্রোঅ‍্যাকটিভ হয়েছে রাত আটটার পর। অফিস ছুটির দুঘণ্টা পর। আমাদের আন্দোলন ভেস্তে দেওয়ার লক্ষ‍্য নেই। আজও করছে। আইন মেনে করুক।”
advertisement
শিক্ষকদের প্রতি সম্মান রেখেই জাভেদ শামিম বলেন, “শিক্ষকরা সমাজ গড়েন। তাঁরা সমাজের স্তম্ভ। তাই আমরা শুরু থেকে সম্মান দেখিয়েছি। তবে যা ঘটেছে, তা শিক্ষকদের থেকে কাম্য নয়।” তিনি আরও বলেন, “চাকরির মূল্য আমরা বুঝি। আমরাও তো চাকরি করি।”
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Bikash Bhaban SSC Protest: 'আমরাও তো সরকারি কর্মচারি, চাকরিহারাদের কষ্ট আমরা বুঝি', বিকাশভবন প্রশ্নে বললেন জাভেদ শামিম
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement