Bhawanipore twin murder update: শাহ দম্পতির মোবাইল উদ্ধার, ভবানীপুর জোড়া খুনের জট ছাড়াবে?
- Published by:Debamoy Ghosh
Last Updated:
খুনের পিছনে দুই বা তার অধিক ব্যাক্তি থাকার সম্ভবনা সবচেয়ে বেশি বলে মনে করছে পুলিশ
#কলকাতা: ভবানীপুর জোড়া খুনের ঘটনায় যত সময় যাচ্ছে ততই ঘণীভূত হচ্ছে রহস্য৷ সোমবার রাতের পর থেকে নিহত শাহ দম্পতির মোবাইল ফোনের হদিস পেতে কার্যত মরিয়া ছিল পুলিশ। সোমবার রাত কাটিয়ে মঙ্গলবার দুপুর পর্যন্ত মোবাইল অন থাকলেও মোবাইল কোনওভাবেই উদ্ধার করা সম্ভব হচ্ছিল না।
মঙ্গলবার রাতে পুলিশের অভিযানে ডালহৌসি চত্বরের একটি নামী হোটেলের কাছে ম্যানহোলের কাছ থেকে উদ্ধার হয় মোবাইল ফোন। তদন্তকারীরা আশাবাদী, ভবানীপুর জোড়া খুন কাণ্ডে অনেক অজানা তথ্যের সন্ধান দিতে পারে এই মোবাইল ফোন। পুলিশ শাহ পরিবারের সঙ্গে কথা বলে জানতে পেরেছে , অশোক শাহ তাঁর ব্যাবসা সংক্রান্ত কথা খুব বেশি জানাতেন না পরিবারকে৷ তাই সেই ফোনের কল ডেটা রেকর্ডার দেখে কাদের কাদের ফোন করা হয়েছিল বা কাদের ফোন এসেছিল তার সন্ধানে নেমেছে পুলিশ।
advertisement
advertisement
মঙ্গলবারের পর বুধবারও ভবানীপুর থানায় লালবাজারের একাধিক শীর্ষ কর্তাদের দেখা যায়। আইপিএস পদমর্যাদার অফিসারদের সঙ্গে অশোক শাহের মেয়ের কথা হয় বুধবার। পুলিশ জানতে পেরেছে, বেশ কিছু দিন ধরে চিন্তিত ছিলেন অশোক শাহ। মূলত ছোট মেয়ের বিয়ে পরিকল্পনা করেছিলেন তিনি৷
advertisement
সেই সূত্র ধরে তদন্তকারীদের প্রশ্ন, মেয়ের বিয়ের টাকা জোগাড় করতেই কি ফ্ল্যাট বিক্রি করতে চাইছিলেন অশোক শাহ? নাকি সেই টাকা দিয়ে অন্য কিছু করার পরিকল্পনা ছিল তাঁর? যদিও ফ্ল্যাট বিক্রির অগ্রিম বাবদ পাওয়া এক লক্ষ টাকার চেকে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর আছে, তার সূত্র ধরে ফ্ল্যাটের ক্রেতার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে পুলিশ। যদিও তদন্তকারীদের অনুমান, এই হত্যাকাণ্ডের পিছনে দুই বা তার অধিক ব্যক্তি থাকার সম্ভবনা সবচেয়ে বেশি।
advertisement
পুলিশ সূত্র খবর, আততায়ীরা নিখুঁত পরিকল্পনা করেই সময় বেছে নিয়েছিল কারণ সোমবার দুপুরে ওই এলাকায় এক ব্যক্তির মৃত্যুর জন্য এলাকা ফাঁকা ছিল ও স্থানীয় বেশির ভাগ বাসিন্দা মৃতের পরিবারের সঙ্গে ছিলেন৷ ঠিক সেই সময়টি কাজে লাগিয়ে অপরাধীরা খুন করে পালাতে সক্ষম হয়েছে বলে মনে করছে পুলিশ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Jun 09, 2022 12:19 AM IST








