ভোররাতে ডোর বেল বাজিয়ে দুঃসাহসিক ডাকাতি ভবানীপুরে !
Last Updated:
ভবানীপুরের আবাসনে ব্যবসায়ীকে গানপয়েন্টে রেখে চলল লুঠপাট।
#কলকাতা: ভোররাতে ডোর বেল বাজিয়ে দুঃসাহসিক ডাকাতি। ভবানীপুরের আবাসনে ব্যবসায়ীকে গানপয়েন্টে রেখে চলল লুঠপাট। অপারেশনের আগে বারবার ঠিকানা যাচাই করতে চায় দুষ্কৃতীরা। টার্গেটে কি অন্য কোনও বাড়ি ছিল ? ধোঁয়াশায় পুলিশও।
শহরের বুকে দুঃসাহসিক ডাকাতি। ২৬এ আনন্দ ব্যানার্জি লেন। বৃহস্পতিবার ভোররাতে ভবানীপুরের এই আবাসনে হানা দেয় সশস্ত্র দুষ্কৃতীরা। পেশায় ক্যামেরাম্যান ও ব্যবসায়ী মোহন আগরওয়ালের ফ্ল্যাটে ঢুকে লুঠপাট চালায় তারা। আবাসনের তিনতলায় থাকেন মোহন আগরওয়াল ও তাঁর পরিবার।
ভোর ৩.২২
advertisement
চারতলায় মোহন আগরওয়ালের ফ্ল্যাটের ডোর বেল বাজায় দুষ্কৃতীরা। ব্যবসায়ী দরজা খুলতেই মুখঢাকা অবস্থায় চারজন ভিতরে ঢুকে পড়ে। প্রথমে একটি ঠিকানা জানতে চাওয়া হয়। এরপর হঠাৎই মোহন আগরওয়াল ও তাঁর বোনের কপালে পিস্তল ঠেকিয়ে লুঠপাট চালাতে শুরু করে দুষ্কৃতীরা।
advertisement
অন্য ঘরে ঘুমোছিলেন ব্যবসায়ীর স্ত্রী ললিতা আগরওয়াল। সন্দেহ হওয়ায় দরজা পুরোপুরি না খুলেই, পুলিশে খবর দেন তিনি। যদিও ভারতী দেবীর কিছু গয়না ও আলমারি থেকে দুটি ক্যামেরা ছাড়া তেমন কিছুই নেয়নি দুষ্কৃতীরা। রীতিমতো ছক কষেই যে দুষ্কৃতীরা আসে, তারও প্রমাণ মিলেছে। আবাসনের বাকিরা যাতে টের পেলেও বেরিয়ে আসতে না পারেন, সেজন্য দুষ্কৃতীরা বাকি ফ্ল্যাটগুলিতে বাইরে থেকে লক আটকে দেয়।
advertisement
ঘটনার তদন্তে ভবানীপুর থানার পুলিশ ও কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। তবে দুষ্কৃতীদের টার্গেটে কি সত্যিই আগরওয়াল পরিবার ছিল নাকি অন্য কেউ? কয়েকটি বিষয় ভাবাচ্ছে পুলিশকেও।
টার্গেটে অন্য কেউ ?
- টার্গেট নিশ্চিত হলে দুষ্কৃতীরা কেন ঠিকানা জানতে চায় ?
- আটঘাট বেঁধে এলেও, লুঠের তালিকায় তেমন মূল্যবান জিনিস ছিল না কেন ?
advertisement
বিষয়গুলি খতিয়ে দেখছে পুলিশ। তবে ভবানীপুেরর মতো গুরুত্বপূর্ণ এলাকায় ডাকাতির ঘটনায় ফের উঠল শহরের নিরাপত্তা ঘিরে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
First Published :
January 25, 2018 8:37 PM IST