আরও বিপাকে ভারতী ঘোষ, প্রাক্তন পুলিশকর্তার চারটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল CID
Last Updated:
প্রতারণা চক্রের মামলায় আরও বিপাকে ভারতী ঘোষ। প্রাক্তন পুলিশকর্তার চারটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল সিআইডি।
#কলকাতা: প্রতারণা চক্রের মামলায় আরও বিপাকে ভারতী ঘোষ। প্রাক্তন পুলিশকর্তার চারটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল সিআইডি। ফলে ওই অ্যাকাউন্ট থেকে কোনও লেনদেন করা যাবে না। রাজ্যের বাইরে থাকায় অর্থের জোগান কমবে ভারতীর। দাসপুর থানার একটি প্রতারণা মামলার তদন্তে ভারতীর বিরুদ্ধে ইতিমধ্যেই গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত।
পশ্চিম মেদিনীপুরের প্রাক্তন এসপিকে ধরতে ইতিমধ্যেই সিআইডির দুটি দল ভিন রাজ্যে রয়েছে। কিন্তু মোবাইল ফোন ট্র্যাক করেও, ভারতীর হদিশ পাচ্ছেন না গোয়েন্দারা। এরপরই অ্যাকাউন্ট ফ্রিজের সিদ্ধান্ত। এরফলে কোন এটিএম থেকে প্রাক্তন পুলিশকর্তা টাকা তুলেছেন তার তথ্য পেতে সুবিধা হবে সিআইডির। তাঁর গ্রেফতারি অবশ্যম্ভাবি বলে মনে করছেন প্রাক্তন পুলিশকর্তারা।
অন্যদিকে ভারতীর বিরুদ্ধে ফের সরব ইউনিস আলি ৷ ভারতী ঘোষের বিরুদ্ধে নতুন করে মুখ খুললেন ব্যবসায়ী ইউনিস আলি মণ্ডল। দুর্ঘটনাগ্রস্ত গাড়ি থেকে উধাও হয়ে যাওয়া ৪৫ লক্ষ টাকা ভাগ করে নেন ভারতী ঘোষ ও তাঁর ঘনিষ্ঠ অন্য আধিকারিকরা। আদালতের বাইরে বিষয়টি মিটিয়ে নেওয়ার প্রস্তাব দেন ভারতী। মামলা তুলে নেওয়ার জন্যও চাপ দেন তিনি। কিন্তু মামলা তুলে নিলেও টাকা ফেরত পাননি। বললেন ইউনিস আলি মণ্ডল।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 13, 2018 9:11 AM IST