অলীক চক্রবর্তীর গ্রেফতারের প্রতিবাদে মৌলালি থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল
Last Updated:
পাওয়ার গ্রিড আন্দোলনের নেতা অলীক চক্রবর্তীকে ভুবনেশ্বর থেকে গ্রেফতার করেছে বারুইপুর থানার পুলিশ ৷ কঠোর নিরাপত্তায় কলকাতায় নিয়ে আসা হয়েছিল অলীককে ৷
#কলকাতা: পাওয়ার গ্রিড আন্দোলনের নেতা অলীক চক্রবর্তীকে ভুবনেশ্বর থেকে গ্রেফতার করেছে বারুইপুর থানার পুলিশ ৷ কঠোর নিরাপত্তায় কলকাতায় নিয়ে আসা হয়েছিল অলীককে ৷ এবার তাঁর গ্রেফতারের প্রতিবাদেই রাস্তায় নামল ভাঙড় আন্দোলন সংহতি কমিটি ৷ সোমবার মৌলালি থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করার কর্মসূচি গ্রহণ করেছিল তারা ৷ কিন্তু এসএন ব্যানার্জি রোডে তাদের মিছিল আটকে দেয় পুলিশ ৷ যার জেরে ক্ষোভে ফেটে পড়েছেন ভাঙড় আন্দোলন সংহতি কমিটির সদস্যরা ৷
গত বছর ৩০ জুলাই ভাঙড়ের নতুনহাটে শাসকদলের জমায়েতে আচমকাই গুলিবিদ্ধ হয়ে মারা যান আসিকুর রহমান ৷ যিনি আরাবুল ইসলামের খুবই ঘনিষ্ট ভাঙড়-২ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ৷ সেই মামলাতেই অলীকের বিরুদ্ধে এফআইআর দায়ের করে তৃণমূল ৷ এরপর থেকেই নিখোঁজ ছিলেন অলীক ৷
লিভারের সমস্যায় বেশ কয়েকদিন ধরেই ভুগছিলেন অলীক ৷ সেই কারণেই ভুবনেশ্বরে চিকিৎসার জন্য যান তিনি ৷ ভাঙড়ের মাছিভাঙা গ্রাম থেকে বেরোনোর পরই গোপন সূত্রে খবর পায় পুলিশ ৷ এরপর মোবাইলের টাওয়ার লোকেশন ধরে অলীককে গ্রেফতার করে বারুইপুর থানার পুলিশ ৷
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 04, 2018 5:57 PM IST