বিজেপি অফিসে ভাইফোঁটার উৎসব, দিলীপকে ফোঁটা অগ্নিমিত্রার

Last Updated:

ভাইফোঁটার অনুষ্ঠানে কি গোষ্ঠী কোন্দলের ছায়া, এমন ঘটনায় উঠছে প্রশ্ন

#কলকাতা: এবছর অগ্নিমিত্রার হাত থেকে ফোঁটা নিলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ। গত ২ বছর লকেট চট্টোপাধ্যায় ভাইফোঁটা দিয়েছেন দিলীপ ঘোষকে । তখন মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী লকেট, গতবছরেও ভাইফোঁটার দিন জরুরী কাজে দিল্লি যাওয়ার তাড়া থাকায় সল্টলেকে দিলীপের বাড়িতে গিয়ে সাত সকালে ফোঁটা দিয়ে এসেছিলেন ৷ কিন্তু, এবার একেবারে বেপাত্তা তিনি ৷ না হেস্টিংসে না বিজেপির রাজ্য দপ্তর মুরলিধর সেন লেনে, কোথাওই দেখা গেল না বিজেপি নেত্রীকে।
ভাইফোঁটার অনুষ্ঠান থেকে নিজেকে সরিয়ে রাখা নিয়ে লকেট অবশ্য এসব জল্পনাকে উড়িয়ে দিয়েছেন। লকেটের দাবি, এবার পরিস্থিতির কারনেই অনুষ্ঠান এড়াতে চেয়েছেন তিনি। এর মধ্যে অন্য কিছু খোঁজা নিরর্থক৷ যদিও, বিজেপির অন্দরে প্রশ্ন শুধু সে কারনেই কি লকেট নিজেকে সরিয়ে নিলেন এই অনুষ্ঠান থেকে? না কি নেপথ্যে দিলীপ - লকেট গোষ্ঠী কোন্দলের ছায়া? তারই উত্তর খুঁজছেন অনেকেই ৷
advertisement
তবে এদিন রাজ্য বিদেপি দফতরে ফোঁটার অনুষ্ঠানে শুধু অগ্নিমিত্রাই নন, দলের বাকি মহিলা নেত্রীদের থেকেও ফোঁটা নেন দিলীপ ঘোষ ৷ ফোঁটার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়প্রকাশ মজুমদার সহ দলের প্রথম সারির আরও অনেক নেতা ৷ ফোঁটার অনুষ্ঠানে দেখা গেল অভিনেত্রী কাঞ্চনা মৈত্রকেও ৷ তবে অনুপস্থিত ছিলেন প্রাক্তন রাজ্য সভাপতি ও কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহাও ৷ভাইফোঁটা মানেই রাহুল। কিন্তু, এবার ফোঁটায় সেই রাহুলও ঘরবন্দী করে রাখলেন নিজেকে দলীয় নয় নিজের বাড়িতে পারিবারিক ফোঁটাই এবছর উদযাপন করলেন রাহুল সিনহা ৷
advertisement
advertisement
Arup Dutta
বাংলা খবর/ খবর/কলকাতা/
বিজেপি অফিসে ভাইফোঁটার উৎসব, দিলীপকে ফোঁটা অগ্নিমিত্রার
Next Article
advertisement
Durga Puja 2025: শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
  • চোখের দৃষ্টিতে যাঁদের শুধুই অন্ধকার, তাঁদের জন্য অনুভূতিই সব। শারদোৎসবের আমেজ-উদ্দীপনায় তাঁরা যাতে পিছিয়ে না পড়েন, তার জন্য নেওয়া হল অভিনব উদ্যোগ।

VIEW MORE
advertisement
advertisement