#কলকাতা: এবছর অগ্নিমিত্রার হাত থেকে ফোঁটা নিলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ। গত ২ বছর লকেট চট্টোপাধ্যায় ভাইফোঁটা দিয়েছেন দিলীপ ঘোষকে । তখন মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী লকেট, গতবছরেও ভাইফোঁটার দিন জরুরী কাজে দিল্লি যাওয়ার তাড়া থাকায় সল্টলেকে দিলীপের বাড়িতে গিয়ে সাত সকালে ফোঁটা দিয়ে এসেছিলেন ৷ কিন্তু, এবার একেবারে বেপাত্তা তিনি ৷ না হেস্টিংসে না বিজেপির রাজ্য দপ্তর মুরলিধর সেন লেনে, কোথাওই দেখা গেল না বিজেপি নেত্রীকে।
ভাইফোঁটার অনুষ্ঠান থেকে নিজেকে সরিয়ে রাখা নিয়ে লকেট অবশ্য এসব জল্পনাকে উড়িয়ে দিয়েছেন। লকেটের দাবি, এবার পরিস্থিতির কারনেই অনুষ্ঠান এড়াতে চেয়েছেন তিনি। এর মধ্যে অন্য কিছু খোঁজা নিরর্থক৷ যদিও, বিজেপির অন্দরে প্রশ্ন শুধু সে কারনেই কি লকেট নিজেকে সরিয়ে নিলেন এই অনুষ্ঠান থেকে? না কি নেপথ্যে দিলীপ - লকেট গোষ্ঠী কোন্দলের ছায়া? তারই উত্তর খুঁজছেন অনেকেই ৷
তবে এদিন রাজ্য বিদেপি দফতরে ফোঁটার অনুষ্ঠানে শুধু অগ্নিমিত্রাই নন, দলের বাকি মহিলা নেত্রীদের থেকেও ফোঁটা নেন দিলীপ ঘোষ ৷ ফোঁটার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়প্রকাশ মজুমদার সহ দলের প্রথম সারির আরও অনেক নেতা ৷ ফোঁটার অনুষ্ঠানে দেখা গেল অভিনেত্রী কাঞ্চনা মৈত্রকেও ৷ তবে অনুপস্থিত ছিলেন প্রাক্তন রাজ্য সভাপতি ও কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহাও ৷ভাইফোঁটা মানেই রাহুল। কিন্তু, এবার ফোঁটায় সেই রাহুলও ঘরবন্দী করে রাখলেন নিজেকে দলীয় নয় নিজের বাড়িতে পারিবারিক ফোঁটাই এবছর উদযাপন করলেন রাহুল সিনহা ৷
Arup Dutta
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bhaiphota 2020