Bhabanipur Bypoll Results 2021 Live Updates: খেলা হল ভবানীপুরেও, ২০১১-র রেকর্ড ভেঙে মসনদে মমতা বন্দ্যোপাধ্যায় LIVE

Last Updated:

Bhabanipur Bypoll Result 2021 Live Updates: হাইভোল্টেজ ভবানীপুরে (Bhabanipur) রেকর্ড ভোটে জিতলেন মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamta Banerjee) । ২১ রাউন্ড গণনা শেষে অক্ষত দুর্গ ভবানীপুর।

এবার লক্ষ্য গোয়া৷
এবার লক্ষ্য গোয়া৷
#কলকাতা: হাইভোল্টেজ ভবানীপুর কেন্দ্রে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ভাগ্য নির্ধারণ (Bhabanipur Bypoll Results 2021) । শুধু রাজ্যই নয়, জাতীয় রাজনীতিতেও এই কেন্দ্রের উপনির্বাচন (West Bengal By Election 2021) যে অন্যতম তাৎপর্যপূর্ণ তা একবাক্যে স্বীকার করে নিচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ভবানীপুরে তৃণমূলের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee), বিজেপির (BJP) প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল এবং বামেদের (CPIM) মুখ শ্রীজীব বিশ্বাস। তিন প্রার্থীই ভোটের প্রচারে ঝড় তুলেছিলেন। বৃহস্পতিবারের পরীক্ষার রেজাল্ট আজ ৩ অক্টোবর। সাখাওয়াত মেমোরিয়াল গার্লস হাই স্কুলে চলছে গণনা।
মোট ২১ রাউন্ডে গণনা হবে। গণনার কেন্দ্রের ১০০ মিটারের মধ্যে ইতিমধ্যেই জারি হয়েছে ১৪৪ ধারা। শুক্রবার সন্ধ্যার পর থেকেই জারি করা হয়েছে ১৪৪ ধারা। করোনা টেস্টের সার্টিফিকেট দেখিয়ে তবেই ভেতরে প্রবেশ করতে পারবেন পোলিং এজেন্ট এবং ভোট কর্মীরা। গণনা কেন্দ্রে রয়েছে ত্রিস্তরীয় সুরক্ষা বলয়। একেবারেই প্রথমে থাকবে রাজ্য পুলিশ বা কলকাতা পুলিশ। দ্বিতীয় বলায় থাকবে কলকাতা পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। তৃতীয় বলয়ে থাকবে সম্পূর্ণভাবে কেন্দ্রীয় বাহিনী। দ্বিতীয় বলয় থেকেই সিসিটিভি লাগানো শুরু হবে। গণনা কেন্দ্রের ভেতরের সাদা কাগজ ও পেন ছাড়া কোনও কিছু নিয়েই প্রবেশ করা যাবে না। একমাত্র রিটার্নিং অফিসার ও পর্যবেক্ষকরা মোবাইল ব্যবহার করতে পারবেন।
advertisement
সব ঠিকঠাক থাকলে দুপুর দু'টোর মধ্যেই গণনার কাজ শেষ হয়ে যাবে। যদিও তারপরেই ভিভিপ্যাট-র গণনা প্রক্রিয়া শুরু হবে। ১৪টি টেবিলে গণনা হবে। সার্টিফিকেট নেওয়ার সময় বিজয়ী প্রার্থীর সঙ্গে দু'জনের বেশি ঢুকতে পারবে না। কোনও বিজয় মিছিল করা যাবে না গণনা শেষ হওয়ার পরে। কাউন্টিং ভেন্যুর বাইরে কোনও রকম জমায়েত নিষিদ্ধ। কমিশন সূত্রে খবর, মোট ২৪ জন কেন্দ্রীয় বাহিনী সাখাওয়াত মেমোরিয়াল গার্লস হাই স্কুলের গণনা কেন্দ্রে নিরাপত্তার দায়িত্বে রয়েছেন।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Bhabanipur Bypoll Results 2021 Live Updates: খেলা হল ভবানীপুরেও, ২০১১-র রেকর্ড ভেঙে মসনদে মমতা বন্দ্যোপাধ্যায় LIVE
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement