BGBS 2025: বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের প্রথম দিন, থাকবেন ৪০টি দেশের ২০০ জন প্রতিনিধি, যোগ দেবেন মুকেশ আম্বানিও

Last Updated:

Mukesh Ambani in BGBS 2025: আজ, বুধবার বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে আসছেন মুকেশ আম্বানি। তাঁর আসার বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন।

বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে যোগ দেবেন মুকেশ আম্বানি (File Photo)
বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে যোগ দেবেন মুকেশ আম্বানি (File Photo)
আবীর ঘোষাল, কলকাতা: বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে ২০২৩ সালে আসেন মুকেশ আম্বানি। সেবার একাধিক বিষয়ে বিনিয়োগের কথা বলেছিলেন তিনি। মুকেশ আম্বানি তখন বলেন, ‘‘বেঙ্গল আইডিয়াল ইনভেস্ট-এর জায়গা, এটা বলতে আমার কোনও বাধা নেই।’’ মুকেশ আম্বানি বলেন, “বাংলার এখন অনেক এগিয়ে যাচ্ছে। ইন্ডিয়া এখন গোটা বিশ্বের তৃতীয় অর্থনীতিতে পরিণত হয়েছে। রিলায়েন্স বাংলার উন্নতিতে কাজ করে যাবে। ৪৫ হাজার কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। আগামী কয়েক বছরে আরও বিনিয়োগ করা হবে। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ক্ষেত্রে আরও বিনিয়োগ করবে। ফাইভ জি পরিষেবা এগিয়ে যাচ্ছে। বাংলার প্রত্যেক বাড়িতে এয়ার ফাইবার এবং জিও ফাইবার পরিষেবা দেখা যাবে। এই পরিষেবা কর্মক্ষেত্রে নতুন দিশারী হবে।’’
আজ, বুধবার বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে আসছেন মুকেশ আম্বানি। তাঁর আসার বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। তিনি বলেছিলেন, ‘‘আমরা বাংলার বাসিন্দাদের ধন্যবাদ জানাই জিওকে গ্রহণ করার জন্য। আমরা এখন পার্টনার হয়েছিল প্রভুজি, বিস্কফার্মের মতো সংস্থা। জিও মার্টের মতো পরিষেবা বাংলায় উন্নতি হয়েছে। এখনকার দিনে জলবায়ু ভারসাম্য ঠিক করা উচিত। রিলায়েন্স এখন দেশের সবথেকে বড় বায়ো এনার্জি পরিষেবা দিচ্ছে। রিলায়েন্স ফাউন্ডেশন কালীঘাট মন্দির নতুন ভাবে মেরামত করার প্রজেক্ট নিয়েছে। এই প্রজেক্টের কাজ আমাদের দেওয়ার জন্য ধন্যবাদ। রিলায়েন্সের অনেক ভাল প্রযুক্তিবিদ বাংলাতে কাজ করছে।’’
advertisement
advertisement
সেবার মুকেশ আম্বানি একগুচ্ছ ঘোষণা করেন। তিনি বলেন, ‘‘বাংলার মানুষ আপনাকে বেছে নিয়েছে নেতৃত্ব দেওয়া জন্য। অটল বিহারি বাজপেয়ী আপনাকে অগ্নিকন্যা বলেছেন। আপনি এখন সোনার বাংলা জানিয়েছেন। বাংলার জিডিপি জাতীয় স্তরে অনেকটাই বেশি। বাংলা দেশের পূর্ব প্রান্তে নতুন বিনিয়োগের দরজা খুলে দিয়েছে। বাংলা এখন এগিয়ে যাওয়ার দিশারি হয়ে গিয়েছে। আপনারা সবাই দেখতে পাচ্ছেন।’’ তিনি আরও বলেছিলেন, ‘‘বাংলার একক দক্ষতায় পূর্ব ভারত ও দক্ষিণ পূর্ব এশিয়ার গেটওয়ে। রিলায়েন্স ৫জি গ্রামীণ বাংলায় পৌঁছে যাবে। ৯৮.৮% এই রাজ্যে টেলিকম গ্রহণ করেছে। এমএসএমই ক্ষেত্রে ডিজিটাল মাধ্যমে সংযুক্ত হচ্ছে। জিও স্টোরের সংখ্যা বাড়ছে।’’
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
BGBS 2025: বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের প্রথম দিন, থাকবেন ৪০টি দেশের ২০০ জন প্রতিনিধি, যোগ দেবেন মুকেশ আম্বানিও
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement