এই মুহূর্তের সেরা দশটি খবর
Last Updated:
এই মুহূর্তের সেরা দশটি খবর
১. লাইনচ্যুত পটনা-ইন্দোর এক্সপ্রেসের ১৪টি বগি, মৃত কমপক্ষে ৯১
উত্তরপ্রদেশে পটনা-ইন্দোর এক্সপ্রেসের ১৪ বগি লাইনচ্যুত হওয়ায় মৃত্যু হয়েছে কমপক্ষে ৯১ জনের ৷ আহতের সংখ্যা বহু ৷ পটনা-ইন্দোর এক্সপ্রেসের ১৪ বগি লাইনচ্যুত ৷আহত বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে ৷ রবিবার ভোর তিনটে নাগাদ কানপুর থেকে ১০০ কিমি দূরে দুর্ঘটনাটি ঘটেছে কানপুরের পুখারিয়ার কাছে ৷ মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হয়েছে ৷
advertisement
২. ‘এক প্রজন্মেই দুর্নীতি মুক্ত স্বচ্ছ ভারত আমরা গড়বই’, মোদি
advertisement
মুম্বইয়ের গ্লোবাল সিটিজেন ফেস্টিভ্যালে স্বচ্ছ ভারত তৈরির পথে দারিদ্র্য দূরীকরণকে প্রথম দিকে রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ একটি প্রজন্মের মধ্যেই স্বচ্ছ ভারত তৈরি হবে ৷ শনিবার মুম্বইয়ে গ্লোবাল সিটিজেন ফেস্টিভ্যালে ভারতের যুব সমাজের উদ্দেশ্যে ও অনুষ্ঠানে উপস্থিত ৮০,০০০ জনের উদ্দেশ্যে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন মোদি ৷
advertisement
৩. দেশের কোন কোন পেট্রোল পাম্পে মিলছে টাকা দেখে নিন এক নজর....
বারো দিনের মাথাতেও কমেনি নোট ভোগান্তি। বরং তা ক্রমশ বাড়ছে। নোটের লাইনে নাকাল সাধারণ মানুষ। প্রতিদিনই চেনা ছবি। ব্যাঙ্কের সামনে লম্বা লাইন। এটিএমে নো ক্যাশ বোর্ড। অপেক্ষা করতে করতে অধৈর্য্য গ্রাহকরা। তাই সমস্যা কমাতে পেট্রোল পাম্প থেকে ক্যাশ দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে কেন্দ্র সরকার ৷ সারা দেশে ৩০৪৩টি পেট্রোল পাম্প থেকে মিলবে ২০০০ টাকার ক্যাশ ৷ কোন কোন পেট্রোল পাম্পে মিলবে এই সুবিধা দেখে নিন এক নজরে-
advertisement
৪. বিয়ের খরচের আড়াই লক্ষ টাকা তোলা যাবে আগামী সপ্তাহ থেকে !
বৃহস্পতিবারই সুখবর শুনিয়েছিল কেন্দ্রীয় অর্থ মন্ত্রক। আশায় বুক বেধেছিলেন হবু পাত্র,পাত্রী ও তাঁদের পরিবার। প্রধানমন্ত্রীর নোট বাতিলের সিদ্ধান্তে মাথায় আকাশ ভেঙে পড়েছিল। এত কমে কিভাবে বিয়ের যাবতীয় খরচ মিটবে তাই নিয়ে নাওয়া খাওয়া ভুলেছিলেন হবু বর, কনে ও তাঁদের পরিবার। বৃহস্পতিবার তাঁদের সুখবর শোনায় কেন্দ্রীয় অর্থমন্ত্রক। জানিয়ে দেওয়া হয় বিয়ের কার্ড ও প্রয়োজনীয় নথি নিয়ে ব্যাঙ্কে গেলে পরিবারের একজন নিজের অ্যাকাউন্ট থেকে আড়াই লক্ষ টাকা তুলতে পারবেন। কিন্তু এই দু’দিনে বিয়ের কার্ড নিয়ে ব্যাঙ্কে গেলেও হতাশা নিয়ে বাড়ি ফিরতে হয়েছে অনেককে ৷ ব্যাঙ্কে সকাল থেকে লাইন দিয়েও দিনের শেষে আশাভঙ্গ । খালি হাতেই ফিরতে হয়েছে অনেককে। সকলেরই প্রশ্ন, শুধুই কি আশ্বাস? কথার কথা? সত্যিই কী তাঁদের বাড়িতে বিয়ের সানাই বাজবে না?
advertisement
৫. ৬.৫ লক্ষ টাকা বদলে নতুন নোট দেওয়ার প্রতিশ্রিুতি দিয়ে প্রতারণা, গ্রেফতার ৪
৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের পর থেকেই নোট সংকট দেখা যায় দেশজুড়ে ৷ প্রধানমন্ত্রীর নোট বাতিলের সিদ্ধান্তে মাথায় আকাশ ভেঙে পড়েছিল। ব্যাঙ্কে ব্যাঙ্কে লম্বা লাইন। এটিএমে যথারীতি নো ক্যাশ বোর্ড। টাকা থাকলে মুহূর্তে শেষ। খুচরোর আকাল দেখা যায় গোটা দেশে ৷ খুচরো না থাকায় চরম হয়রানির মুখে পড়তে হয় সাধারণ মানুষকে ৷
advertisement
৬. সমস্ত জিনিস ছিনতাই করে চলন্ত ট্রেনে মহিলাকে ধর্ষণের চেষ্টা
সমস্ত জিনিসপত্র ছিনিয়ে নিয়ে চলন্ত ট্রেনে মহিলাকে ধর্ষণের চেষ্টা করার অভিযোগ উঠেছে ৷ মহিলা কামরায় যাত্রা করছিলেন নির্যাতিতা ৷ শনিবার শাহদরা ও ওল্ড দিল্লি স্টেশনের মাঝে ৩২ বছরের ওই মহিলার সঙ্গে ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে পুলিশ ৷
৭. কানপুরে ট্রেন দুর্ঘটনা, হেল্পলাইন চালু রেলের
advertisement
ভোররাতে ভয়াবহ দুর্ঘটনা। উত্তরপ্রদেশের কাছে কানপুরের কাছে পুখারিয়ায় লাইনচ্যুত হয় পাটনা ইন্দোর এক্সপ্রেসের ১৪টি বগি লাইনচ্যুত হয়। দুর্ঘটনায় জেরে মৃত্যু হয়েছে ৯০ জনের। আহত কমপক্ষে ১৫০ জন। ছটি স্লিপার কোচ সহ সবকটি এসি কোচ ক্ষতিগ্রস্ত হয়েছে। তারমধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ এস-১, এস-২, এস-৩ কামরা। ট্রেনের কামরা কেটে যাত্রীদের উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।
৮. ‘দোষীদের কড়া শাস্তি দেওয়া হবে’, কানপুর ট্রেন দুর্ঘটনা প্রসঙ্গে বললেন রেলমন্ত্রী
রবিবার ভোররাতে ভয়াবহ দুর্ঘটনা। উত্তরপ্রদেশের কাছে কানপুরের কাছে পুখারিয়ায় লাইনচ্যুত হয় পাটনা ইন্দোর এক্সপ্রেসের ১৪টি বগি ৷ দুর্ঘটনায় জেরে মৃত্যু হয় ৯১ জনের। আহত কমপক্ষে ১৫০ জন। ট্রেনের ভিতরে এখনও আটকে রয়েছে বহু যাত্রী ৷ তাদের উদ্ধারের কাজ চলছে ৷ মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ৷
৯. আশ্বাসই সার, বিয়ের কার্ড দেখিয়েও মিলল না প্রয়োজনীয় টাকা
আশ্বাসই সার। মেলেনি টাকা। আশা জাগিয়েও দিনের শেষে হতাশ ৷ বিয়ের দিন ঠিক। আড়াই লক্ষ টাকা তোলার সরকারি ঘোষণায় জেগেছিল আশার আলো। কিন্তু ভোর থেকে ব্যাঙ্কের লাইনে দাঁড়িয়েও মেলেনি প্রয়োজনীয় টাকা। ব্যাঙ্কের দাবি, কোনও লিখিত নির্দেশ নেই, তাই দেওয়া যাবে না বেশি টাকা।
১০. ৬ নং জাতীয় সড়কে দুর্ঘটনায় মৃত ৩
৬ নং জাতীয় সড়কে দুর্ঘটনায় মৃত ৩ ৷ বাগনানের মানকুড় মোড়ে দুর্ঘটনাটি ঘটে ৷ নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায় প্রাইভেট গাড়ি ৷ কোলাঘাট-কলকাতা আসছিল গাড়িটি ৷ ঘটনাস্থলেই মৃত্যু চালকসহ ২ জনের ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 20, 2016 12:41 PM IST