রথের দিন আজও বায়না হয় নতুন যাত্রাপালার, কিন্তু দাগ কাটতে পারে না...আক্ষেপ বাংলার যাত্রা জগতে

Last Updated:
#কলকাতা: রথের দিন যাত্রা পাড়ার বুকিং শুরু হয়। কোন যাত্রাপালা আগামী ষষ্ঠী থেকে জষ্ঠি বাংলা কাঁপাতে আসছে বিজ্ঞাপনে পেয়ে যাবেন সবটুকু। এখন শুধু ফিরে দেখা দু’টো মত। যাত্রার সেই দিন কি সত্যিই গিয়েছে? নাকি রথের রশির টান বাংলায় যাত্রা জগতে আনতে পারবে নতুন জোয়ার?
বাংলার যাত্রায় এখন কোন অর্থেই বিবেক নেই। বলছেন বিশেষজ্ঞরা। স্বীকার করছেন যাত্রা কর্মীরাও। বিবেক নেই। বদলে আছেন নায়ক-গায়ক বা নায়িকা-গায়িকা। আছে নাচ, গান, লাস্য। তবে সখীর দল গিয়েছে। এখন নারী চরিত্রে নারীরাই। এবং যাত্রাপাড়ার দাবি, বহাল তবিয়তে আছে বাংলার যাত্রা জগত।
তবে একথা স্বীকারে লজ্জা নেই যাত্রাকর্মীদের বেতন এখনও নেহাতই কম। তবে মালিকের মুনাফা হয়। কোন কোন মালিক স্রেফ সখেও আছেন। তবে সখের মালিকের সংখ্যা দিনে দিনে কমছে বটে। হাতে গোনা গুটিকয়।
advertisement
advertisement
ঐতিহাসিক বা পুরান নির্ভর পালার সংখ্যাও হাতে গোনা। যা হয় সবই নাকি সামাজিক পালা। পালাকারের কলমের ধার কমেছে, কমেছে নাটকীয়তা। টিভি সিরিয়ালের নকলনবিশী করতে গিয়ে, সামাজিক আবেদনও কমেছে। অনেকটাই। বদলে এসেছে চটকদারি। সস্তায় বাজিমাতের কেরামতি।
তবে, শহরতলী মফস্বল ছেড়ে যাত্রা পারি জমাচ্ছে প্রত্যন্ত গ্রামে। যাতায়াতের সুবিধার কারণে। আজো শোনা যায় কনসার্ট। কিন্তু পরের সাতদিন যাত্রার ডায়ালগ আর শোনা যায় না। ইতিহাস পুরানের আড়ালে আজকের সময়ের কথাবলাও হয় না।
advertisement
তবু প্রতি রথে পালা বায়না হয়। শো হয়। একদল যাত্রাপ্রেমী মানুষ আশায় থাকেন। এবার হয়তো দাগ কাটবেন কেউ। কেউ দাগ রাখেন না। লোকশিক্ষার কাজটাও অধরা থেকে যায়।
বাংলা খবর/ খবর/কলকাতা/
রথের দিন আজও বায়না হয় নতুন যাত্রাপালার, কিন্তু দাগ কাটতে পারে না...আক্ষেপ বাংলার যাত্রা জগতে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement