ভিসা জটে বাঙালি শ্যুটার মেহুলি, অনিশ্চিত প্রথম আন্তর্জাতিক মিট
Last Updated:
ভিসা জটে বাঙালি শ্যুটার মেহুলি ঘোষ। অনিশ্চিত প্রথম আন্তর্জাতিক মিট। দিল্লিতে চেক দূতাবাসে বাবা-মা।
#কলকাতা: ভিসা জটে বাঙালি শ্যুটার মেহুলি ঘোষ। অনিশ্চিত প্রথম আন্তর্জাতিক মিট। দিল্লিতে চেক দূতাবাসে বাবা-মা। বিদেশমন্ত্রকের দ্বারস্থ মেন্টর জয়দীপ কর্মকার। বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের হস্তক্ষেপের দাবি সকলেরই।
বাঙালি শ্যুটার মেহুলি ঘোষের প্রথম আন্তর্জাতিক মিট আসন্ন। চেক প্রজাতন্ত্রের প্লাজেনে লিবারেশন কাপে নামার কথা তাঁর। কিন্তু প্রথম আন্তর্জাতিক মিটে নামার আগেই ভিসা সমস্যায় জেরবার বাঙালি বন্দুকবাজ। কারণ, ভিসা দেওয়া আপাতত বন্ধ রেখেছে চেক দূতাবাস। ১২ থেকে ২২ মে পর্যন্ত নেওয়া হচ্ছে না ভিসার আবেদন। এদিকে ২৩ মে শুরু প্লাজেনের প্রতিযোগিতা।
advertisement
জট কাটাতে আপাতত দিল্লিতে দৌড়োদৌড়ি করছেন মেহুলির মা-বাবা। ছাত্রীর পাশে দাঁড়াতে আসরে নেমেছেন মেন্টর জয়দীপ কর্মকারও।
advertisement
মেহুলির অভিভাবকদের আশা জট কেটে যাবে। সুষমা স্বরাজের সাহায্য চেয়ে বিদেশমন্ত্রকের দ্বারস্থ হয়েছেন দমদমের শ্যুটার। সমস্যার মধ্যেই আশার আলো, সোমবারই বায়োমেট্রিক্স পরীক্ষা হয়েছে মেহুলির। জমা পড়েছে ভিসার ফি।
রিপোর্টার: প্রদীপ্ত গোস্বামী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 16, 2017 2:49 PM IST