এলিট রয়ে যাবে, যেভাবে রয়ে গিয়েছে ‘উজ্জ্বলা’ চানাচুর !
Last Updated:
৭৮ বছরের ইতিহাসের সমাপ্তি ৷ বন্ধ ধর্মতলা চত্বরের জনপ্রিয় সিনেমা হল এলিট ৷ কিন্তু এই ঘটনা কি কলকাতার কাছে নতুন ? আগে কি এরকম ঘটনার সাক্ষী করেনি এ শহর !
#কলকাতা: ৭৮ বছরের ইতিহাসের সমাপ্তি ৷ বন্ধ ধর্মতলা চত্বরের জনপ্রিয় সিনেমা হল এলিট ৷ কিন্তু এই ঘটনা কি কলকাতার কাছে নতুন ? আগে কি এরকম ঘটনার সাক্ষী করেনি এ শহর !
১৯০৭ সালে জামশেদজি ফ্রামজি মাদান তৈরি করেছিলেন চ্যাপলিন সিনেমা হল ৷ সিনেমার ইতিহাস বলছে, এই চ্যাপলিনেই এক সময় প্রোজেক্টারের দায়িত্ব নিয়েছিলেন মহানায়ক উত্তর কুমারের বাবা ৷ চ্যাপলিন সিনেমার হাত ধরে বহু বিদেশি ছবির সাক্ষী হয়েছিল কলকাতার সিনেমাপ্রেমী ৷ এই চ্যাপলিনে মুক্তি পেয়েছে বহু জনপ্রিয় হিন্দি ও বাংলা ছবিও ৷ তবে বেশিদিন আর সুখের দিন দেখেনি এই সিনেমা হল ৷ ১৯৮০ সালে কলকাতা কর্পোরেশনের দায়িত্বে আসে চ্যাপলিন ৷ নতুন করে সংস্কারও করা হয় এই সিনেমা হলের ৷ তবুও মাল্টিপ্লেক্সের সামনে মাথা তুলতে পারেনি চ্যাপলিন ৷ ২০১৩ সালে বন্ধ হয় চ্যাপলিন ৷ ভেঙে ফেলা হয় পুরনো ঐতিহ্যকে ৷ ইঁট-পাথরের টুকরো ধুলোয় মিশে গেলেও, নস্ট্যালজিয়ায় আটকে চ্যাপলিন ৷
advertisement
আমরা বাঙালিরা কী নস্ট্যালজিয়া আঁকড়ে থাকতে ভালোবাসি ? নাকি এই শহরের ঐতিহ্য, এই শহরের ইতিহাস, এই শহরের আভিজাত্য আমাদের অভ্যাসে ? উত্তরটা হয়তো দিতে পারে রাজপথের বাসস্টপ ! উত্তরটা দিতে পারে হয়তো রাস্তার মোড় কিংবা ঠিকানা!
advertisement
মে মাসের শেষে বন্ধ হল ৭৮ বছরের পুরনো এলিট সিনেমা হল ৷ এর আগে এই চত্বরেই বন্ধ হয়েছে আরও কিছু সিঙ্গল স্ক্রিন প্রেক্ষাগৃহ! টাইগার, গ্লোব, জ্যোতি, মেট্রো, লাইট হাউজ, নিউ এম্পেয়ার ৷ বন্ধ হওয়া সিনেমাহলে কোথাও হয়েছে শপিং মল, তো কোথাও হয়েছে রেস্তোরাঁ ৷ তবে ঝাঁ চকচকে আলো দূর করতে পারেনি মস্তিষ্কে ভিড় করা নস্ট্যালজিয়াকে ৷ ঠিক যেমন ‘মেট্রো’ গলি ৷ ঠিক যেমন গ্লোবের চাট ! গুগল ম্যাপ যাই দেখাক না কেন, আমাদের কাছে ল্যান্ডমার্ক সেই পুরনো নামগুলোই ৷ ঠিক যেমন বাস কন্ডাকটরের হাঁক ‘এলিট সিনেমা !
advertisement
গোটা কলকাতা জুড়েই ছড়িয়ে রয়েছে এরকম অনেক কিছু ৷ যা কিনা না থেকেও, রয়েছে আমাদের অভ্যাসে ৷ রয়েছে রোজকার কথামালায় ৷ আজও বিকেল বেলা লম্বা লাইন পড়ে দক্ষিণ কলকাতার ‘উজ্জ্বলা’ চানাচুরের দোকানে ৷ উজ্জ্বলা বন্ধ হয়েছে অনেক বছর৷ এই উজ্জ্বলাও বাংলা সিনেমার ইতিহাসের গুরুত্বপূর্ণ বাহক ৷ বহু হাইজফুল ছবির সাক্ষী এই উজ্জ্বলা ৷ বন্ধ হয়েছে এই পাড়ার বসুশ্রী৷ বন্ধ হয়েছে বিজলিও ৷ তবুও অভ্যাসে আটকে আমরা ৷ একের পর নাম মগজে ঘুরপাক !
advertisement
তবে শুধু সিনেমা হলই নয়, অভ্যাসে রয়েছে বন্ধ হওয়া ডানলপ কারখানা, তাই হয়তো অভ্যাসের জন্যই এখনও ডানলপ ব্রিজ ! তাই তো অভ্যাসের জন্যই এখনও পার্কস্ট্রিটের মিউজিক ওয়ার্ল্ড মোড় ! কিংবা টাউন হল, মিনার্ভা, খান্না সিনেমা ৷
প্রশ্ন উঠছে এই অভ্যাস কী শুধুই প্র্যাকটিস? আমাদের কী ভাবা বারণ? কেনই বা দিন দিন বাঙালির নস্ট্যালজিয়াতেই রয়ে যাচ্ছে কলকাতার সব ঐতিহ্য ? মোবাইল ফোনে মুখ গুজে, শুধু ‘আবেগের সেলিব্রেশন’, আর সোশ্যাল মিডিয়ায় স্মৃতি মন্থন ! উত্তরটা অজানা, ভাবনায় হারিয়ে যাওয়া ৷ ঠিক যেমন বাসস্টপের নাম এলিট, খান্না, মেট্রো আর চানাচুরে উজ্জ্বলা !
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 06, 2018 2:13 PM IST