‌আটটি বিশেষ ট্রেনে পরিযায়ী শ্রমিকদের ফেরাতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার

Last Updated:

ক’‌দিন আগেই রাজস্থানের কোটায় আটকে পড়া ছাত্রদের রাজ্যে ফেরাতে বিশেষ ব্যবস্থা করেছিল রাজ্য সরকার।

#‌কলকাতা:‌ অমিত শাহের চিঠির খবর সংবাদমাধ্যমে আসার পরেই খবর এল, পরিযায়ী শ্রমিকদের ফেরাতে নতুন করে ব্যবস্থা নিতে শুরু করেছে রাজ্য সরকার। এর জন্য আলাদা করে আটটি বিশেষ ট্রেনও আয়োজন করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। সূত্রের খবর, এই ট্রেনে রাজ্যে ফিরতে চলেছেন ৩০ হাজারেরও বেশি শ্রমিক। আর শুধু শ্রমিকেরা নন, ট্রেনে ফেরানো হবে দেশের বিভিন্ন প্রান্তে আটকে পড়া পর্যটক, ছাত্র, রোগী সহ অনেককেই। এমনই জানা গিয়েছে সূত্র মারফত। এই ট্রেনে ভিন রাজ্যে আটকে পড়া রাজ্যের বাসিন্দাদের ফেরানোর বিষয়ে তামিলনাড়ু, তেলঙ্গানা, কর্নাটক সহ একাধিক রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গ সরকার কথা বলেছেও খবর পাওয়া গিয়েছে।
পরিকল্পনা অনুসারে, একাধিক পয়েন্ট থেকে ট্রেনগুলি রওনা দেবে রাজ্যের উদ্দেশ্যে, রাজ্যের বিভিন্ন অংশে সেই ট্রেনগুলি হাজির হবে। মানে রাজ্যের বিভিন্ন অংশে ছড়িয়ে থাকা মানুষদের জন্যই শুধু একটি পয়েন্টে ট্রেন না এনে, রাজ্যের অনেকগুলি স্টেশনে ট্রেন আনার পরিকল্পনা রয়েছে।
ক’‌দিন আগেই রাজস্থানের কোটায় আটকে পড়া ছাত্রদের রাজ্যে ফেরাতে বিশেষ ব্যবস্থা করেছিল রাজ্য সরকার। বাসে করে আনা হয়েছিল বিপুল সংখ্যায় ছাত্রদের। যদিও, আজই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে অমিত শাহ একটি চিঠি লিখেছেন রাজ্য সরকারকে। সেখানে বলা হয়েছে, রাজ্য সরকার পরিযায়ী শ্রমিকদের ফেরাতে যথেষ্ট ব্যবস্থা নিচ্ছে না, ট্রেন চাইছে না। তাই পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকরা ফিরতে পারছেন না।
advertisement
বাংলা খবর/ খবর/কলকাতা/
‌আটটি বিশেষ ট্রেনে পরিযায়ী শ্রমিকদের ফেরাতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement