স্কুল আমরা যাব না, 'যতদিন পর্যন্ত...', বড় হুঁশিয়ারি 'যোগ্য' চাকরিহারা শিক্ষকদের
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
- Reported by:Amit Sarkar
Last Updated:
Bengal SSC Scam Case: আগামিকাল বুধবার বা পরশু বৃহস্পতিবার শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে পারেন তাঁরা। ঘেরাও কর্মসূচি চলবে বলেই সাফ জানিয়ে দিলেন বাতিল হওয়া ২০১৬ প্যানেলের চাকরিহারা যোগ্য শিক্ষকরা।
কলকাতা: স্কুল তাঁরা যাবেন না। যতদিন পর্যন্ত অযোগ্যদের টার্মিনেট করা হচ্ছে, তত দিন স্কুলে যাবেন না। এমনই হুঁশিয়ারি দিলেন যোগ্য শিক্ষকরা। একইসঙ্গে তাঁরা জানালেন, আগামিকাল বুধবার বা পরশু বৃহস্পতিবার শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে পারেন তাঁরা। ঘেরাও কর্মসূচি চলবে বলেই সাফ জানিয়ে দিলেন বাতিল হওয়া ২০১৬ প্যানেলের চাকরিহারা যোগ্য শিক্ষকরা।
আজ ২২ এপ্রিল জয়েনিং লেটার পেয়েছিলেন শিক্ষকরা। সেই উপলক্ষে প্রতীকী উদযাপনের জন্য এদিন সন্ধ্যায় কালো কেক কাটলেন আন্দোলনকারী শিক্ষকরা। সেই কেক তাঁরা এসএসসি চেয়ারম্যানকে উৎসর্গ করেন। এসএসসি দফতরে সেটি দিতে যান আন্দোলনকারীরা। গেটে সেটি নিয়ে দাঁড়িয়ে থাকতে হয় দীর্ঘক্ষণ।
advertisement
advertisement
প্রসঙ্গত, কারা যোগ্য? কারা অযোগ্য? তালিকা প্রকাশের দাবিতে এসএসসি ভবনে চলছে আন্দোলন। রাতভর নিজের দফতরে আটকে পড়েন এসএসসি-র চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। বাইরে একই ভাবে বিক্ষোভ চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের। এর মধ্যেই এল খবর। অযোগ্য’ বলে ঘোষিত হননি, এমন প্রার্থীদের তালিকা খুব শীঘ্রই পাঠানো হচ্ছে জেলার স্কুল পরিদর্শকদের কাছে। স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) তরফে পাঠানো ওই তালিকাই এবার পৌঁছে যাবে জেলা স্তরে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 22, 2025 10:20 PM IST