৪ লেনের হবে নতুন টালা সেতু, পুনর্গঠনে দরপত্র আহ্বান রাজ্যের
- Published by:Ananya Chakraborty
Last Updated:
সেতু পুনর্গঠনের প্রকল্প মূল্য ধরা হয়েছে ২৬৮ কোটি টাকা। ১৮ মাসের মধ্যে সেতু পুনর্নির্মাণ সম্পূর্ণ করার শর্ত দেওয়া হয়েছে দরপত্রে
#কলকাতা: উত্তর কলকাতা-সহ উত্তর শহরতলির অন্যতম গুরুত্বপূর্ণ সড়কপথ ব্যারাকপুর ট্রাঙ্ক রোড। বিটি রোডের সঙ্গে শহরকে জুড়েছে টালা সেতু বা হেমন্ত সেতু। সেতুর পুনর্গঠনে আর কোনও দেরি করতে চায়না রাজ্য সরকার। নতুন টালা সেতু হবে ৪ লেনের। সেতুর জন্য দরপত্র আহ্বান করা হয়েছে রাজ্যের পূর্ত দপ্তরের তরফে। সেতু পুনর্গঠনের প্রকল্প মূল্য ধরা হয়েছে ২৬৮ কোটি টাকা। ১৮ মাসের মধ্যে সেতু পুনর্নির্মাণ সম্পূর্ণ করার শর্ত দেওয়া হয়েছে দরপত্রে।
উত্তরে টালা সেতু এবং দক্ষিণে মাঝেরহাট সেতু। এই দুই সেতু নিয়ে এই মুহূর্তে মাথাব্যাথা কলকাতা ট্রাফিক পুলিশের। যান নিয়ন্ত্রণ করতে কার্যত কালঘাম ছুটছে কলকাতা পুলিশের।
মাঝেরহাট সেতু বিপর্যয়ের পর শহরের সব গুরুত্বপূর্ণ সেতুর স্বাস্থ্য পরীক্ষা করতে শুরু করে রাজ্য। আর তা করতে গিয়েই, নজরে আসে দীর্ঘ রক্ষণাবেক্ষণের অভাবে টালা সেতুর বিপদসঙ্কুল পরিস্থিতি। সেতুর ওপর যান নিয়ন্ত্রণ করে পুলিশ।
advertisement
advertisement
টালা সেতুতে আদৌ লেভেলক্রসিং হবে নাকি হবেনা তাই নিয়ে একাধিক আলোচনা, বৈঠক হয়েছে রাজ্য ও রেলের তরফে। ২ জানুয়ারি পূর্ব রেলওয়ের সদরদপ্তরে একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয় রাজ্য ও রেলের মধ্যে। রাজ্যের তরফে বৈঠকে হাজির ছিলেন রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা। ছিলেন রাজ্যের পুর্ত দফতরের আধিকারিকরাও। বৈঠকে পূর্ব রেলের জেনারেল ম্যানেজার সহ অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন।
advertisement
টালা সেতু এবং মাঝেরহাট সেতুকে যত দ্রুত সম্ভব পুনর্নির্মাণ করা যায় তাই এখন অন্যতম লক্ষ্য রাজ্যের। তাই কাজের বিভিন্ন পদ্ধতিগত টুকিটাকি বিষয়কে পিছনে ফেলে দরপত্র আহ্বান নতুন টালা সেতুর। পাশাপাশি সেতুর পুনর্গঠনে গতিও বাড়াতে চায় রাজ্য। রাজ্যের পূর্ত দপ্তরের তরফে দরপত্র আহ্বান করে বলা হয়েছে ১৮ মাসের মধ্যে কাজ সম্পূর্ণ করতে হবে। তবে এমন কথা বলা হলেও, বিশেষজ্ঞরা বলছেন এই সেতু নির্মাণ সম্পন্ন করতে ২ বছরের বেশি সময় লেগে যেতে পারে। তাই আপাতত ২০২২ এর শুরুতেই ঝাঁ-চকচকে নতুন টালা সেতুর নির্মান শেষ হতে পারে।
advertisement
ARNAB HAZRA
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 15, 2020 7:20 PM IST