#কলকাতা: রাজ্যে আরও বিনিয়োগ টানার লক্ষ্যে আজ থেকে নিউটাউনে শুরু হচ্ছে দু'দিনের শিল্প সম্মেলন। ইওরোপ, এশিয়া, লাতিন আমেরিকা-সহ বিভিন্ন দেশের প্রায় চার হাজার প্রতিনিধি থাকবেন সম্মেলনে। যোগ দেবেন রাজ্যের তাবড় শিল্পপতিরাও।
আরও পড়ুন: 'বিরোধী জোট এককাট্টা রয়েছে, ১৩-১৪ তারিখ দেখা হবে দিল্লিতে’: মমতা বন্দ্যোপাধ্যায়
টার্গেট রাজ্যে আরও বিনিয়োগ। সেই লক্ষ্যেই ২০১৫ সাল থেকে শিল্প সম্মেলন করছে রাজ্য সরকার। বৃহস্পতিবার থেকে নিউটাউনে শুরু দু'দিনের শিল্প সম্মেলন। আমন্ত্রিত বিভিন্ন দেশের প্রতিনিধিরা।
আরও পড়ুন: BGBS 2019: রাজ্যের হাতিয়ার উন্নয়ন, মুখ্যমন্ত্রীর নজর একাধিক শিল্পে, লক্ষ্য দেশ-বিদেশের পুঁজি টানা
সম্মেলনে আমন্ত্রিত ফ্রান্স, ব্রিটেন, জার্মানি, ইতালি, হাঙ্গেরি, চিন, জাপান
- আমন্ত্রিত লাতিন আমেরিকার বিভিন্ন দেশও- সম্মেলনের থিম কানট্রি ব্রিটেন ও লুক্সেমবার্গ- পার্টনার কানট্রি মোট ১২ দেশদেশ-বিদেশের একঝাঁক শিল্পপতি। ঠিক যেন তারকার সমাবেশ।- সম্মেলনে আমন্ত্রিত মুকেশ আম্বানি, আদি গোদরেজ-সহ দেশের তাবড় শিল্পপতিরা- সব মিলিয়ে থাকবেন দেশ-বিদেশের মোট ৪ হাজার প্রতিনিধি
শিল্প সম্মেলন ঘিরেই সেজে উঠছে নিউটাউনের বিশ্ববঙ্গ কনভেনশন সেন্টার।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bengal Global Business Summit, BGBS 2019, Mamata Banerjee