Bengal Flood Situation: কর্মীদের থেকে টাকা নিয়ে রাজ্যকে দিচ্ছে ডিভিসি! বিস্ফোরক অভিযোগ শোভনদেবের, কেন্দ্রকে তোপ

Last Updated:

Bengal Flood Situation: শোভনদেব চট্টোপাধ্যায় বলেছেন, প্রায় ৮ লক্ষ ২৭ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে তিন ঘণ্টার নোটিশে৷ ফলে ডিভিসির অনিয়ন্ত্রিত ব্যবস্থা ও অনিয়ন্ত্রিত পরিকাঠামোর জন্য রাজ্যে বন্যা তৈরি হয়েছে৷ ডিভিসি-র বিরুদ্ধে এই অভিযোগ ওঠার পরেই নজর ঘোরানোর জন্য কর্মীদের কাছ থেকে টাকা নিয়ে রাজ্যকে দিতে চাইছে৷ কিন্তু ডিভিসির কর্মীদের এই টাকা কোনওভাবেই নেবে না রাজ্য৷

কর্মীদের থেকে টাকা নিয়ে রাজ্যকে দিচ্ছে ডিভিসি! বিস্ফোরক অভিযোগ শোভনদেবের, কেন্দ্রকে তোপ
কর্মীদের থেকে টাকা নিয়ে রাজ্যকে দিচ্ছে ডিভিসি! বিস্ফোরক অভিযোগ শোভনদেবের, কেন্দ্রকে তোপ
কলকাতা: দুর্গাপুজোর আগে গোটা রাজ্যে ভয়াবহ অবস্থা৷ রাজ্যে ভয়াবহ বন্যা পরিস্থিতি দেখা গিয়েছে৷ দফায় দফায় মাইথন এবং পাঞ্চেত জলাধার থেকে জল ছাড়ার কারণে পুজোর আগে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে রাজ্যের একাধিক জেলায়। এই জল ছাড়ার জন্য বন্যার আশঙ্কা দেখা দিয়েছে দক্ষিণবঙ্গের বীরভূম, বাঁকুড়া, হাওড়া, হুগলি-সহ একাধিক জেলায়। যার ফলে ইতিমধ্যেই রাজ্যে ঘরছাড়া হয়েছেন বহু মানুষ। বেশ কিছু এলাকায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।
এবার রাজ্যের বন্যা পরিস্থিতি মোকাবিলায় সাহায্যের হাত বাড়ানোর উদ্যোগ ডিভিসি কর্তৃপক্ষের৷ রাজ্যের বন্যা ত্রাণ তহবিলের জন্য একদিনের বেতন দান করতে কর্মীদের কাছে আবেদন করেছে ডিভিসি৷ তবে তা কিন্তু বাধ্যতামূলক নয়৷ মঙ্গলবার, ডিভিসির পক্ষ থেকে কর্মীদের উদ্দেশ্যে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, যেখানে আবেদন করা হয় যে, বাংলায় যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে, সেখানে ত্রাণের জন্য একদিনের বেতন সকলকে দিতে হবে৷ তবে কোনও কর্মী যদি মনে করেন, তিনি এই টাকা দেবেন না, তাহলে তিনি তা করতেই পারেন৷ কিন্তু কেন তিনি টাকা দিচ্ছেন না, তা ব্যাখা করে নির্দিষ্ট সময়ের মধ্যে কর্তৃপক্ষকে ইমেল করে জানাতে হবে৷ এরপরও তাঁর বেতন থেকে দানের অর্থ বাবদ কিছু কাটা হবে না৷
advertisement
advertisement
আজ, বৃহস্পতিবার, ডিভিসির কলকাতার সদর দফতরে যান রাজ্যের শাসক দলের শ্রমিক ইউনিয়নের অন্যতম নেতা, দীর্ঘদিনের রাজনীতিবিদ, বর্তমান কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়৷ তিনি সেখানে গিয়ে একটি মিটিং করেন এবং মিটিং করার পর তাঁর দলের কর্মী যারা ডিভিসি-তে চাকরি করেন তাদেরকে বলেছেন,তোমরা কেউ তোমাদের একদিনের বেতন রাজ্যের বন্যা ত্রাণ তহবিলের জন্য দেবে না৷ কারণ ব্যাখা করতে দিয়ে শোভনদেব চট্টোপাধ্যায় জানিয়েছেন, রাজ্য সরকার কর্মীদের এই টাকা নেবে না৷ ডিভিসি একটি কেন্দ্রের সংস্থা, রাজ্য সরকার কেন্দ্রের কাছ থেকে বন্যা নিয়ন্ত্রণের জন্য প্রচুর টাকা পায়৷ বারবার করে সেই টাকার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে কেন্দ্রকে আবেদন করা হলেও রাজ্যের আবেদন মানতে নারাজ৷ এবং সেই টাকাও দিচ্ছে না৷ এক্ষেত্রে কর্মীদের কাছ থেকে টাকা নিয়ে রাজ্যকে দিয়ে ক্ষতে প্রলেপ লাগানোর চেষ্টা করছে ডিভিসি৷ প্রসঙ্গত, গত কয়েকদিন ধরে বিশেষ করে ১৬ সেপ্টেম্বর থেকে ডিভিসি তার মাইথন এবং পাঞ্চেত জলাধার থেকে জল ছাড়ছে৷
advertisement
ডিভিসির ছাড়া জলের কারণেই রাজ্যের এই বন্যা পরিস্থিতি৷ এর জন্য ডিভিসিকেই দায়ী করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডিভিসি যদি রাজ্য সরকাকে যথাযথ ভাবে তথ্য দিয়ে জল ছাড়ত বা জল ছাড়া আটকাতে পারত, তাহলে রাজ্যে এই বন্যা পরিস্থিতি তৈরি হত না৷ এদিন সেই প্রসঙ্গের কথা ডিভিসি-র অফিসে দাঁড়িয়ে ফের একবার মনে করিয়ে দিয়েছেন শোভনদেব চট্টোপাধ্যায় এবং আরও বলেছেন, প্রায় ৮ লক্ষ ২৭ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে তিন ঘণ্টার নোটিশে৷ ফলে ডিভিসির অনিয়ন্ত্রিত ব্যবস্থা ও অনিয়ন্ত্রিত পরিকাঠামোর জন্য রাজ্যে বন্যা তৈরি হয়েছে৷ ডিভিসি-র বিরুদ্ধে এই অভিযোগ ওঠার পরেই নজর ঘোরানোর জন্য কর্মীদের কাছ থেকে টাকা নিয়ে রাজ্যকে দিতে চাইছে৷ কিন্তু ডিভিসির কর্মীদের এই টাকা কোনওভাবেই নেবে না রাজ্য৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
Bengal Flood Situation: কর্মীদের থেকে টাকা নিয়ে রাজ্যকে দিচ্ছে ডিভিসি! বিস্ফোরক অভিযোগ শোভনদেবের, কেন্দ্রকে তোপ
Next Article
advertisement
West Bengal Weather Update: বৃষ্টি বাড়বে পাহাড়ে ! দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
বৃষ্টি বাড়বে পাহাড়ে ! দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
  • বৃষ্টি বাড়বে পাহাড়ে !

  • দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement