Bengal Coronavirus Update: গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ১৮৯৪, সুস্থতার হার স্বস্তি দিচ্ছে

Last Updated:

স্বাস্থ্য দফতর শনিবার করোনাভাইরাসের যে রিপোর্ট প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে যে গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৮৯৪ জন যা গতকালের থেকে কম।

#কলকাতা: তৃতীয় ঢেউ (Third wave corona) নিয়ে মানুষ প্রমাদ গুনলেও কিছুটা স্বস্তি দিচ্ছে রাজ্যের করোনা সংক্রমণ (Daily Covid Cases) দৈনিক রিপোর্ট। স্বাস্থ্য দফতর শনিবার করোনাভাইরাসের যে রিপোর্ট প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে যে গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৮৯৪ জন যা গতকালের থেকে কম। পাশাপাশি সুস্থতার হারও বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যে হাসপাতাল থেকে মুক্তি পেয়েছেন ১৯৯৪ জন।
একদিনে কমেছে মৃত্যুর হারও। রিপোর্টে দেখা যাচ্ছে, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩২ জনের। ২৬ জুন পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৪,৯৩,১১৩-য়। এই মুহূর্তে রাজ্যে করোনা অ্যাক্টিভ রোগীর সংখ্যা ২২,০৯৯। রিপোর্ট থেকেই জানা যাচ্ছে এই মুহূর্তে রাজ্যে করোনা রোগীদের মধ্যে হাসপাতালে রয়েছেন ২,৭৯২ জন। হোম আইসোলেশনে রয়েছেন ১৮,৪৬৬ জন। সেফ হোমে রয়েছেন ৮৪১ জন।
advertisement
২৬ জুন রাজ্যে ৩,৮৩,৭৯৫ জন টিকা নিয়েছেন। প্রথম ডোজ নিয়েছেন ২,৯৫,৬৪১ জন এবং দ্বিতীয় ডোজ নিলেন ৮৮, ১৫৪ জন। বিশেষজ্ঞরা মনে করছেন, রাজ্য সরকারের কড়া তৎপরতা ও বিধিনিষেধের জন্যই করোনা পরিস্থিতি কিছুটা সামলানো গিয়েছে। এই মুহূর্তে রাজ্যে দার্জিলিং (১৭৯৯) ও কলকাতা (১৭৮২)-তে করোনা অ্যাক্টিভ রোগীর সংখ্যা সবচেয়ে বেশি।
advertisement
পাশাপাশি সুস্থতার হার বাড়ায়ে কিছুটা নিশ্চিন্তে রয়েছে মানুষ। করোনা পরিস্থিতি সামাল দিতে ১ মাসেরও বেশি সময় ধরে রাজ্যে জারি রয়েছে কড়া নিষেধাজ্ঞা। বন্ধ রয়েছে সমস্ত গণপরিবহণ। তাতে সমস্যায় পড়তে হয়েছে সাধারণ মানুষকে। তাই কতদিনে স্বাভাবিক হবে পরিস্থিতি, সেই অপেক্ষায় রাজ্যবাসী। কিন্তু এই বিধিনিষেধে যে বেশ কিছুটা নিয়ন্ত্রণে আনা গিয়েছে করোনা পরিস্থিতি তা অনেকেই মানছেন। চিকিৎসকরা এই মুহূর্তে টিকাকরণের পরিমাণ বাড়ানোর পরামর্শ দিচ্ছেন করোনার তৃতীয় ঢেউ সামলানোর।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Bengal Coronavirus Update: গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ১৮৯৪, সুস্থতার হার স্বস্তি দিচ্ছে
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement