Bengal Coronavirus Update: গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ১৮৯৪, সুস্থতার হার স্বস্তি দিচ্ছে

Last Updated:

স্বাস্থ্য দফতর শনিবার করোনাভাইরাসের যে রিপোর্ট প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে যে গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৮৯৪ জন যা গতকালের থেকে কম।

#কলকাতা: তৃতীয় ঢেউ (Third wave corona) নিয়ে মানুষ প্রমাদ গুনলেও কিছুটা স্বস্তি দিচ্ছে রাজ্যের করোনা সংক্রমণ (Daily Covid Cases) দৈনিক রিপোর্ট। স্বাস্থ্য দফতর শনিবার করোনাভাইরাসের যে রিপোর্ট প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে যে গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৮৯৪ জন যা গতকালের থেকে কম। পাশাপাশি সুস্থতার হারও বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যে হাসপাতাল থেকে মুক্তি পেয়েছেন ১৯৯৪ জন।
একদিনে কমেছে মৃত্যুর হারও। রিপোর্টে দেখা যাচ্ছে, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩২ জনের। ২৬ জুন পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৪,৯৩,১১৩-য়। এই মুহূর্তে রাজ্যে করোনা অ্যাক্টিভ রোগীর সংখ্যা ২২,০৯৯। রিপোর্ট থেকেই জানা যাচ্ছে এই মুহূর্তে রাজ্যে করোনা রোগীদের মধ্যে হাসপাতালে রয়েছেন ২,৭৯২ জন। হোম আইসোলেশনে রয়েছেন ১৮,৪৬৬ জন। সেফ হোমে রয়েছেন ৮৪১ জন।
advertisement
২৬ জুন রাজ্যে ৩,৮৩,৭৯৫ জন টিকা নিয়েছেন। প্রথম ডোজ নিয়েছেন ২,৯৫,৬৪১ জন এবং দ্বিতীয় ডোজ নিলেন ৮৮, ১৫৪ জন। বিশেষজ্ঞরা মনে করছেন, রাজ্য সরকারের কড়া তৎপরতা ও বিধিনিষেধের জন্যই করোনা পরিস্থিতি কিছুটা সামলানো গিয়েছে। এই মুহূর্তে রাজ্যে দার্জিলিং (১৭৯৯) ও কলকাতা (১৭৮২)-তে করোনা অ্যাক্টিভ রোগীর সংখ্যা সবচেয়ে বেশি।
advertisement
পাশাপাশি সুস্থতার হার বাড়ায়ে কিছুটা নিশ্চিন্তে রয়েছে মানুষ। করোনা পরিস্থিতি সামাল দিতে ১ মাসেরও বেশি সময় ধরে রাজ্যে জারি রয়েছে কড়া নিষেধাজ্ঞা। বন্ধ রয়েছে সমস্ত গণপরিবহণ। তাতে সমস্যায় পড়তে হয়েছে সাধারণ মানুষকে। তাই কতদিনে স্বাভাবিক হবে পরিস্থিতি, সেই অপেক্ষায় রাজ্যবাসী। কিন্তু এই বিধিনিষেধে যে বেশ কিছুটা নিয়ন্ত্রণে আনা গিয়েছে করোনা পরিস্থিতি তা অনেকেই মানছেন। চিকিৎসকরা এই মুহূর্তে টিকাকরণের পরিমাণ বাড়ানোর পরামর্শ দিচ্ছেন করোনার তৃতীয় ঢেউ সামলানোর।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Bengal Coronavirus Update: গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ১৮৯৪, সুস্থতার হার স্বস্তি দিচ্ছে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement