PM Narendra Modis BirthDay: মোদি ক্যুইজ থেকে মোদি মেলা, প্রধানমন্ত্রীর জন্মদিনে বিরাট আয়োজন বঙ্গ বিজেপির!
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Narendra Modis BirthDay: আগামী ১৭ সেপ্টেম্বর ৭১ বছর পূর্ণ করবেন নরেন্দ্র মোদি৷ আর সেদিন থেকে ৭ অক্টোবর পর্যন্ত টানা নানা কর্মসূচি নিতে চলেছে বিজেপির এ রাজ্যের নেতৃত্ব।
#কলকাতা: কেন্দ্রের শাসক দল বিজেপির প্রধান মুখ তিনিই। সেই তাঁরই জন্মদিন। আর তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন (Narendra Modis BirthDay)-কে ঘিরে সাজো সাজো রব বিজেপির অন্দরে। আগামী ১৭ সেপ্টেম্বর জন্মদিন মোদির, আর তা স্মরণীয় করে রাখতে মেগা পরিকল্পনা নিয়ে তৈরি বিজেপির কেন্দ্রীয় থেকে রাজ্য নেতৃত্বের তরফে৷
আগামী ১৭ সেপ্টেম্বর ৭১ বছর পূর্ণ করবেন নরেন্দ্র মোদি৷ আর সেদিন থেকে ৭ অক্টোবর পর্যন্ত টানা নানা কর্মসূচি নিতে চলেছে বিজেপির এ রাজ্যের নেতৃত্ব।
কী কী পরিকল্পনা নেওয়া হচ্ছে নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষ্যে? জানা গিয়েছে, মোদি মেলা, নমো কুইজ কনটেস্ট, সেবা ও সমর্পণ কর্মসূচি, স্বচ্ছতা অভিযান কর্মসূচি, আজাদি কি অমৃত মহোৎসবের মতো অন্তত ছয়টি কর্মসূচি নেওয়া হতে চলেছে। বেশিরভাগ কর্মসূচির নেতৃত্বেই থাকবে বিজেপি যুব মোর্চা। প্রায় কুড়ি দিন ব্যাপী এই কর্মসূচিতে রক্তদান শিবির সহ আরও বেশ কিছু আয়োজনের বড়সড় পরিকল্পনা নিয়েছে বিজেপি৷
advertisement
advertisement
দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার তরফে ইতিমধ্যেই প্রতিটি রাজ্যে বিজেপি-র নেতৃত্বকে নির্দেশ দেওয়া হয়েছে। বিবৃতি জারি করে বলা হয়েছে, জন্মদিন উপলক্ষে বিভিন্ন বুথ স্তর থেকে বিজেপি নেতা-কর্মীরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়ে অন্তত পাঁচ কোটি চিঠি পাঠাবেন৷ একই সঙ্গে জনসেবায় নিজেদের সমর্পিত করতেও চিঠিতে অঙ্গীকারবদ্ধ হবেন তাঁরা৷
advertisement
শুধু তাই নয়, নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষ্যে করোনাভাইরাসের টিকাকরণ নিয়েও বড় পরিকল্পনা নিয়েছে বিজেপি। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কথায়, ‘বিজেপির বুথকর্মীরাও ওইদিন টিকাকরণের কাজে সাহায্য করবেন, যাতে সবচেয়ে বেশি সংখ্যক মানুষকে টিকা দেওয়া যায়। সেই কারণে ২ লক্ষ গ্রামের ৪ লক্ষ স্বেচ্ছাসেবককে প্রশিক্ষণ দেওয়া হবে। এ যাবৎ ৪৩ দিনে ৬ লক্ষ ৮৮ জনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।' বিজেপির সর্বভারতীয় সম্পাদক তরুণ চুঘও বলেছেন, ‘৪৩ দিন আগে সব পরিকল্পনা করে নেওয়া হয়েছিল। যত বেশি সংখ্যক গ্রামে গিয়ে যত বেশি সম্ভব স্বেচ্ছাসেবীকে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা করা হয়েছে।’
advertisement
এছাড়া বিনামূল্যে খাদ্য শস্য সরবরাহের জন্যও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়ে দেশ জুড়ে হোর্ডিং লাগিয়ে প্রচারও করা হবে বলে জানা গিয়েছে৷ এছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জীবনকে বর্ণনা করে বিভিন্ন প্রদর্শনী করার জন্যও দলীয় নেতাকর্মীদের কাছে নির্দেশ দেওয়া হয়েছে৷ এছাড়াও নমো অ্যাপে ভার্চুয়ালি এই উদযাপনের বিভিন্ন মুহূর্ত দেখা যাবে৷
বিজেপির তরফে দলীয় বিবৃতি জারি করে জানানো হয়েছে, বিজেপি-র জনপ্রতিনিধিরা বিভিন্ন রেশন দোকানে গিয়ে প্রধানমন্ত্রীকে সম্মান জানিয়ে ছোট ছোট ভিডিও রেকর্ডিংও করবেন৷ তবে, নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষ্যে গোটা দেশের মধ্যে বিশেষ জোর দেওয়া হচ্ছে উত্তর প্রদেশে৷ কারণ আগামী বছরই উত্তর প্রদেশে বিধানসভা নির্বাচন৷ উত্তর প্রদেশে ৭১টি জায়গায় গঙ্গা সাফাই অভিযানে নামবেন বিজেপি কর্মীরা৷ তবে, পিছিয়ে নেই এ রাজ্যের বিজেপিও। দলের শীর্ষ নেতার জন্মদিন উপলক্ষ্যে এ রাজ্যেও নানা পরিকল্পনা সেজে উঠছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Sep 13, 2021 11:58 AM IST






