Shamik Bhattacharya: তাঁর হাতেই এখন ভার দিল পদ্ম শিবির! বঙ্গ বিজেপির নতুন সভাপতি শমীককে কী বলল তৃণমূল?

Last Updated:

২৬ এর বিধানসভা ভোটের আগে শমীক ভট্টাচার্যর সঙ্গে কেমন রাজনৈতিক লড়াই তৈরি হয়, তা নিয়ে যথেষ্ট আগ্রহ আছে রাজনৈতিক মহলে। তবে নতুন সভাপতিকে শুভেচ্ছা জানাতে ভোলেনি তৃণমূল কংগ্রেস।

* বঙ্গ বিজেপির নতুন সভাপতিকে কি বলল তৃণমূল ?
* বঙ্গ বিজেপির নতুন সভাপতিকে কি বলল তৃণমূল ?
কলকাতা: বঙ্গ বিজেপির সভাপতি নির্বাচিত হলেন রাজ্যসভার সাংসদ, প্রাক্তন বিধায়ক শমীক ভট্টাচার্য। তাঁর নেতৃত্বেই আগামী ২৬ এর বিধানসভা ভোটের লড়াই লড়বে বিজেপি। এর আগে বাংলা বিজেপির দুই সভাপতি দিলীপ ঘোষ ও সুকান্ত মজুমদার বিধানসভা-লোকসভার মতো ভোটে লড়াই দিয়েছেন সংগঠনে থেকে। দুই নেতার সঙ্গেই অম্ল মধুর সম্পর্ক ছিল বাংলায় বিজেপির প্রধান প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের। বর্তমানে রাজনৈতিক মহলের অবশ্য ব্যাখ্যা দিলীপ ঘোষের সঙ্গে সহজ সম্পর্ক তৈরি হয়েছে তৃণমূলের। এই অবস্থায় ২৬ এর বিধানসভা ভোটের আগে শমীক ভট্টাচার্যর সঙ্গে কেমন রাজনৈতিক লড়াই তৈরি হয়, তা নিয়ে যথেষ্ট আগ্রহ আছে রাজনৈতিক মহলে। তবে নতুন সভাপতিকে শুভেচ্ছা জানাতে ভোলেনি তৃণমূল কংগ্রেস।
তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ জানিয়েছেন, ‘শমীক ভট্টাচার্য বাংলা বিজেপির রাজ্য সভাপতি নির্বাচিত হলেন। অবশ্যই তাঁর সঙ্গে আদর্শগত লড়াই থাকবে। তবে যিনিই সভাপতি হন, দেখা যাবে ভোটে পর্যদুস্ত হয়েছেন৷ ব্যক্তি আক্রমণ অশালীন আচরণ করেন না শমীক। আশা করি সেটা ও করবে না৷ সমস্যা হল ও বিধানসভা ভোটে তৃণমূল নিয়ে কি ভাববে? একদিকে মিসেস পাল, আবার সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ সহ অনেকে আছে৷ যারা ও ব্যর্থ হোক চাইবে। আমাদের ধারণা ছিল বিজেপি ৪৮  থেমে যাবে, এখন মনে হয় ৩৮ থেমে যাবে। উনি সাহিত্য পড়েন, গান শোনেন। কিন্তু ওনার দলের নেতারা যে কি করবে? ওর কিছু পুরানো অডিও ছাড়ছে। আমরা অবশ্য এখনই এই নিয়ে অসৌজন্যতা দেখাব না।’ আবার রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, ‘শমীক ভট্টাচার্যকে শুভেচ্ছা জানাই। শমীকের সাথে দীর্ঘদিন বিধানসভাতে কাজ করেছি। নতুন দায়িত্বকে শুভেচ্ছা জানাই।’
advertisement
আরও পড়ুন- শেফালি জরিওয়ালার মৃত্যুর ভুয়ো খবর…! ফোনের পর ফোন, মিডিয়ার প্রশ্ন, কী করেছিলেন অভিনেত্রী?
তিনি আরও বলেন, ‘তবে আশা করা ভালো, প্রত্যাশা ভালো। শমীক নিজেও জানে তৃণমূলকে সরানো যাবে না। তাই সভাপতি বদল হোক, আনন্দ হোক, খাওয়া দাওয়া হোক। নিজেদের সংগঠন নিয়ে থাকুক। তৃণমূলকে সরানো অসম্ভব। বেস নষ্ট করা যাবে না তৃণমূলের। কারণ নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়।’
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Shamik Bhattacharya: তাঁর হাতেই এখন ভার দিল পদ্ম শিবির! বঙ্গ বিজেপির নতুন সভাপতি শমীককে কী বলল তৃণমূল?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement