কলকাতা: তেইশে নয় একুশের পুনরাবৃত্তি। পঞ্চায়েত ভোটে রাজ্য নেতৃত্বের উপরই আস্থা রাখবে বঙ্গ বিজেপি। গ্রামের ভোটে ঝাঁপাবেন না দিল্লির নেতারা। একসুরে জানালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও দিলীপ ঘোষ।
একুশের বিধানসভা ভোটে বঙ্গজয়ের লড়াইয়ে ঝাঁপিয়ে ছিলেন বিজেপির শীর্ষ নেতারা। মোদি-শাহ থেকে নাড্ডা। বাংলার মাটিতে ভাষণের ঝড় তোলেন পদ্ম ব্রিগেডের দিল্লির মহারথীরা। পাল্টা তাঁদের বহিরাগত তকমা দিয়ে সুর চড়ায় তৃণমূল। ভোটের ফল বেরতেই বিজেপির বঙ্গজয়ের স্বপ্নভঙ্গ। সাতাত্তরেই শেষ পদ্ম শিবির। তৃণমূল একাই দুশো পার। এবার সামনে পঞ্চায়েত নির্বাচন। গ্রাম দখলের লড়াই। বঙ্গ বিজেপি আস্থা রাখছে রাজ্য নেতাদের উপরই। দলের এ রাজ্যের সভাপতি সুকান্ত মজুমদারের কথায়, ' পঞ্চায়েত ভোট আমরা লড়ে নেব। পঞ্চায়েত ভোটে দিল্লির নেতাদের দরকার নেই। লড়বে বাংলার নেতারা। জেলার, মণ্ডলের নেতারা'।
দলের সর্বভারতীয় সহ-সভাপতি তথা বঙ্গ পদ্ম শিবিরের প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের মন্তব্য,' শাসক দলের বিরুদ্ধে যেভাবে একের পর এক দুর্নীতি সামনে আসছে তাতে তৃণমূলকে পঞ্চায়েত থেকে উৎখাত করতে মানুষ প্রস্তুত আছে। অবাধ ভোট হলে কাউকে প্রচার করতে হবে না, মানুষ সব দেখছে'। একসুরে দিলীপ-সুকান্ত জানাচ্ছেন, দিল্লির নেতারা বাংলায় আসছেন চব্বিশের লোকসভার লক্ষ্যে।
দিলীপ ঘোষের দাবি,কেন্দ্রের নেতারা আসছেন। লোকসভার প্রস্তুতি করছেন। যে কেন্দ্রগুলিতে আমরা জিততে পারিনি সেই সমস্ত লোকসভা কেন্দ্রেই যাবেন দিল্লির নেতারা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সুকান্ত মজুমদার বলেন,' লোকসভা নিয়ে কথা হচ্ছে। আগামী দিনেও হবে। আমাদের টার্গেট পঁচিশ'। শেষ পর্যন্ত পদ্মের নয়া কৌশল গ্রামের ভোটে পদ্ম ফোটাতে পারে কিনা, তার উত্তর দেবে সময়ই।
যদিও রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের কথায়, 'আর কয়েক মাস পরেই পঞ্চায়েত ভোট। কিন্তু এখনও পর্যন্ত অনেক জায়গাতেই বুথ কমিটিই তৈরি করে উঠতে পারেনি গেরুয়া শিবির। সেই সঙ্গে রয়েছে ঘরোয়া কোন্দল এবং গোষ্ঠীদ্বন্দ্ব। তাই পঞ্চায়েত ভোটে শাসক দল তৃণমূলের বিরুদ্ধে কতটা লড়াই দিতে পারবে পদ্মফুল শিবির তা নিয়ে সন্দিহান পর্যবেক্ষকদের একাংশ। ভেঙ্কটেশ্বর লাহিড়ী
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bengal BJP, Panchayat 2023