কলকাতার ইন্ডিয়ান মিউজিয়ামে পাঁচ দিনের 'মোদি প্রদর্শনী'... আয়োজন বঙ্গ বিজেপির
- Reported by:Susmita Mondal
- Published by:Rachana Majumder
Last Updated:
কলকাতার ইন্ডিয়ান মিউজিয়ামে পাঁচ দিনের 'মোদি প্রদর্শনী' আয়োজন করা হয়েছে বঙ্গ বিজেপির তরফে। এই প্রদর্শনীর উদ্বোধন হলো আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৫-তম জন্মদিনে। প্রদর্শনীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জীবন ও প্রশাসনিক যাত্রাপথের গুরুত্বপূর্ণ মুহূর্ত তুলে ধরা হয়েছে ।
কলকাতা: ইন্ডিয়ান মিউজিয়ামে পাঁচ দিনের ‘মোদি প্রদর্শনী’ আয়োজন করা হল বঙ্গ বিজেপির তরফে। এই প্রদর্শনীর উদ্বোধন হয় আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৫-তম জন্মদিনে। প্রদর্শনীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জীবন ও প্রশাসনিক যাত্রাপথের গুরুত্বপূর্ণ মুহূর্ত তুলে ধরা হয়েছে।
প্রতি বছরই জন্মদিন উদযাপনের বদলে ‘সেবাপক্ষ’ পালন করা হয়। এবারের জন্মদিনে এই ‘সেবাপক্ষ’ বিশেষভাবে পালন করা হবে বলেই জানা গিয়েছে। প্রদর্শনীর মাধ্যমে তুলে ধরা হয়েছে মোদির জীবন ও কর্ম সম্বন্ধীয় নানা তথ্য। কলকাতার প্রদর্শনী ১৭ থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। জাদুঘরের দু-টি তল এবং মাঝের চত্বর জুড়ে সাজানো হয়েছে প্রদর্শনীটি। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকবে। সঙ্গে রোজই থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। এই প্রদর্শনীর উদ্বোধন করেন রাজ্য বিজেপি সভাপতি ও সাংসদ শমীক ভট্টাচার্য।
advertisement
advertisement
অ-রাজনৈতিক সংগঠন, রাজনৈতিক সংগঠন এবং সরকার- এই তিন ক্ষেত্র মিলিয়ে তাঁর অভিজ্ঞতা রীতিমতো চর্চার বিষয়। কলকাতা জাদুঘরে নরেন্দ্র মোদির জীবন জুড়ে থাকা নানা চিহ্ন থাকছে এই প্রদর্শনী জুড়েই। এর পাশাপাশি রাজনৈতিক ও প্রশাসনিক কর্মকাণ্ড, ভারতের আর্থ-সামাজিক অগ্রগতি, আন্তর্জাতিক মঞ্চে ভারতের প্রতিপত্তি সব তুলে ধরা হবে। প্রদর্শনীতে প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদি দেশকে কোথা থেকে কোথায় নিয়ে এসেছেন- তা এই প্রদর্শনীর মাধ্যমে জানতে পারবেন উৎসাহীরা। বিশেষ করে অর্থ, বাণিজ্য, বিজ্ঞান ও প্রযুক্তি থেকে শুরু করে সামাজিক উন্নয়নের যে মাইলফলক নরেন্দ্র মোদি ছুঁয়েছেন, তা বিজেপির কথায়, আগে আর কোনও প্রধানমন্ত্রী নিজের সময়কালে করে উঠতে পারেননি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Sep 17, 2025 4:01 PM IST









