Bengal BJP: ভোটের আগে মমতার পথেই হাঁটছে বঙ্গ বিজেপি! এবার গুরুদায়িত্ব দেওয়া হল মিঠুনকে! অন্য কোনও নেতাকে ভরসা নয় কেন?
- Published by:Suman Biswas
- news18 bangla
- Reported by:Susmita Mondal
Last Updated:
Bengal BJP: এবার রাজ্য বিজেপি নেতৃত্ব জেলায় জেলায় পুজো কমিটিগুলিকে অর্থ সাহায্যের সিদ্ধান্ত নিল।
কলকাতা: দীর্ঘদিন ধরে রাজ্য সরকারের পুজো কমিটিগুলিকে অনুদান দেওয়ার বিরোধিতা করে এসেছে বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে বারবার আক্রমণ শানিয়েছে গেরুয়া শিবির। অথচ ভোটের মরসুমে এবার নিজেদের ভাবমূর্তি ঘষামাজা করতে এবং পুজোর মঞ্চে প্রভাব বিস্তার করতে বিজেপি-ও মমতা বন্দ্যোপাধ্যায়ের পথ ধরেই এগোচ্ছে।
advertisement
এবার রাজ্য বিজেপি নেতৃত্ব জেলায় জেলায় পুজো কমিটিগুলিকে অর্থ সাহায্যের সিদ্ধান্ত নিল। আর সেই অনুদান বিতরণের দায়িত্ব তুলে দেওয়া হল দলের তারকা নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তীর হাতে।
advertisement
advertisement
দলীয় সূত্রে জানা গিয়েছে, ২০২১ সালের বিধানসভা ভোটের আগেও রাজ্যের ক্লাবগুলিকে টাকা পাঠিয়েছিল বিজেপি। কিন্তু জেলায় টাকা পৌঁছনোর আগেই বিপুল পরিমাণ অর্থ মাঝপথে গায়েব হয়ে যায় বলে অভিযোগ। সেই টাকায় পকেট ভরেন দলের নেতারাই। অভিযোগ ওঠে, অনেক ক্লাবই এক পয়সাও হাতে পায়নি।
advertisement
এমনকি যে সব ক্লাব টাকা পেয়েছিল, তাদের অনেকগুলির অস্তিত্বই পরে খুঁজে পাওয়া যায়নি। এই আর্থিক গরমিলের ঘটনাই এবার নেতৃত্বকে সতর্ক করেছে বিজেপি। কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনশলের নির্দেশে তাই এ বার সিদ্ধান্ত, কোনও জেলার নেতাদের হাতে টাকা তুলে দেওয়া হবে না। প্রতিটি পুজো কমিটির প্রতিনিধিদের সরাসরি এসে অনুদান সংগ্রহ করতে হবে। এভাবেই সম্ভাব্য তছরুপ আটকাতে চান কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব।
advertisement
সব লেটেস্ট ব্রেকিং নিউজ কলকাতা এবং পশ্চিমবঙ্গের পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে !
Location :
Kolkata,West Bengal
First Published :
September 08, 2025 2:05 PM IST