পাখির চোখ ছাব্বিশের ভোট, জোর প্রস্তুতি বঙ্গ বিজেপির, আজই বিশেষ বৈঠক নেতাদের
- Published by:Pooja Basu
- Reported by:Susmita Mondal
Last Updated:
সূত্রের খবর, বৃহস্পতিবার চারটি ভাগে বৈঠক হওয়ার কথা। প্রথমটি রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন। পরবর্তীতে সেখানে যোগ দেবেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদকরা।
কলকাতা: পাখির চোখ ছাব্বিশের ভোট, ফের রাজ্যে বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক। কলকাতায় বঙ্গ বিজেপির কেন্দ্রীয় নির্বাচনী পর্যবেক্ষক ভূপেন্দ্র যাদব। সকালে কলকাতা আসেন বঙ্গ বিজেপির সহ নির্বাচনী পর্যবেক্ষক বিপ্লব দেব। আজ ফের বঙ্গ নেতৃত্বের সঙ্গে বৈঠকে ভূপেন্দ্র যাদব, বিপ্লব দেব। বৈঠকে থাকছেন শুভেন্দু অধিকারী, শমীক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার। বৈঠকে এদিন সল্টলেক বিজেপি দফতরে উপস্থিত থাকবেন বঙ্গ বিজেপির অন্যান্য নেতা-নেত্রীদেরও।
একাদশীর দিনও কলকাতায় বৈঠক করেছিলেন ভূপেন্দ্র যাদব, বিপ্লব দেব। ভোটের আগে হাতে আর মাত্র কয়েকটা মাস। সে কারণেই এখন থেকেই পুরোদমে ভোট প্রস্তুতিতে নেমে পড়েছে কমবেশি প্রায় সব রাজনৈতিক দলই। ইতিমধ্যেই বঙ্গ বিজেপির নির্বাচনী পর্যবেক্ষকের দায়িত্ব গিয়ে পড়েছে ভূপেন্দ্র যাদবের কাঁধে। সহকারী পর্যবেক্ষক বিপ্লব দেব। আজ বৃহস্পতিবার নির্বাচনী প্রস্তুতি বৈঠকে বসছে বঙ্গ বিজেপি।
advertisement
advertisement
রাজ্যের বাছাই করা নেতৃত্বের সঙ্গে বৈঠকে ভূপেন্দ্র যাদব, বিপ্লব কুমার দেবরা। সকাল ১১ টা থেকে বৈঠক শুরু হয়েছে। ভূপেন্দ্র যাদব, বিপ্লব দেবের সঙ্গে বৈঠকে উপস্থিত আছেন বঙ্গ বিজেপির পর্যবেক্ষক সুনীল বনশালও। বৈঠক হওয়ার কথা সল্টলেক দফতর লাগোয়া একটি ভবনে। ৩ অক্টোবর একাদশীর দিনও বেশ কয়েকটি বৈঠক করেছিলেন ভূপেন্দ্র যাদবরা। দিন পাঁচেকের ব্যবধানে লক্ষ্মী পুজো মিটতে না মিটতেই ফের বৈঠকে বসছেন তাঁরা। তা নিয়েই এখন জোরদার চর্চা গেরুয়া শিবিরের অন্দরে।
advertisement
সূত্রের খবর, বৃহস্পতিবার চারটি ভাগে বৈঠক হওয়ার কথা। প্রথমটি রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন। পরবর্তীতে সেখানে যোগ দেবেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদকরা। পরবর্তীতে আরও কয়েকজন বাছাই করা নেতৃত্ব বৈঠকে যোগ দেবেন। তারপর সেই বৈঠক আরও পরিধিতে হওয়ার কথা।
advertisement
সামনেই ভোট, তাই এখন থেকেই যে রণকৌশল তৈরিতে আলাদা করে জোর দেওয়া হচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। গোটা রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি বুঝে নেওয়া, একইসঙ্গে রাজ্যজুড়ে যেসব নেতৃত্ব কাজ করছেন তাঁদের সঙ্গে পরিচয়পর্বও চলবে। সেই উদ্দেশ্য়েই এই বৈঠকের আয়োজন বলে জানাচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক নেতৃত্ব। বৈঠকের মধ্য দিয়ে পরিস্থিতি বুঝে ঝাড়াই বাছাই করে নির্বাচনী কমিটিও তৈরি করতে পারেন ভূপেন্দ্র যাদবরা। এমনটাও বলছেন কোনও কোনও পদ্ম নেতা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 09, 2025 1:20 PM IST