Bengal BJP: নবান্ন অভিযানের ব্লু-প্রিন্ট তৈরি! কোন নেতা কোন পথে? রণকৌশল চূড়ান্ত করল বঙ্গ বিজেপি
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Bengal BJP: আগামী ১৩ ই সেপ্টেম্বর নবান্ন অভিযান। আজ সুনীল বনসলের উপস্থিতিতে কলকাতার দলীয় কার্যালয়ে বিশেষ বৈঠকে বসেছিল বঙ্গ বিজেপির সাংগঠনিক নেতৃত্ব।
#কলকাতা: আগামী ১৩ ই সেপ্টেম্বর নবান্ন অভিযান। আজ সুনীল বনসলের উপস্থিতিতে কলকাতার দলীয় কার্যালয়ে বিশেষ বৈঠকে বসেছিল বঙ্গ বিজেপির সাংগঠনিক নেতৃত্ব। নবান্ন অভিযানকে সামনে রেখে প্রচারের ঝাঁঝ আরও বাড়াতে হবে বলেই দলীয় নেতৃত্বের বার্তা। সূত্রের খবর, কেন্দ্রীয় নেতৃত্বের তরফে কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসলের বঙ্গ বিজেপিকে বার্তা, নবান্ন অভিযানকে গণ আন্দোলনের রূপ দিতে হবে। ব্যাপক সংখ্যায় জমায়েত করতে হবে। শহরাঞ্চলের পাশাপাশি গ্রামাঞ্চল থেকেও বেশি করে মানুষজনকে নবান্ন অভিযানে যুক্ত করতে হবে।
সবমিলিয়ে কাউন্টডাউন শুরু হতেই নবান্ন অভিযান নিয়ে এবার কোমর বাঁধছে গেরুয়া শিবির। রণনীতি চূড়ান্ত করতে বিশেষ ব্লুপ্রিন্ট তৈরি হচ্ছে দলীয় স্তরে। পদ্ম শিবির সূত্রে খবর নবান্ন অভিযানের প্রস্তুতি তুঙ্গে। যে কোনও উপায়ে নবান্ন পর্যন্ত পৌঁছতেই হবে। এমনই নির্দেশ দেওয়া হচ্ছে দলকে।
বিজেপির নবান্ন অভিযান কর্মসূচিতে তিন প্রধান নেতা কে কোন মিছিলের নেতৃত্ব দেবেন তা চূড়ান্ত হল আজই। বিজেপি সূত্রের খবর, বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার থাকবেন হাওড়া ময়দানে, শুভেন্দু অধিকারী থাকবেন সাঁতরাগাছিতে এবং দিলীপ ঘোষ থাকবেন কলেজ স্কোয়ার মিছিলের নেতৃত্বে।
advertisement
advertisement
অন্যদিকে, হাওড়া ময়দানের দায়িত্বে থাকবেন সহ-সভাপতি সঞ্জয় সিং, জেলা সভাপতি মনিমোহন ভট্টাচার্য। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গেই থাকবেন সাংসদ এস.এস. আলুওয়ালিয়া, সাংসদ সুভাষ সরকাররা।
সাঁতরাগাছির দায়িত্বে থাকবেন, বিধায়ক বিমান ঘোষ, জেলা সভাপতি, অরুণ চৌধুরী, বিধায়ক লক্ষণ ঘোরুই। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে থাকবেন সাংসদ লকেট চট্টোপাধ্যায়, যুব মোর্চার সভাপতি ইন্দ্রনীল খাঁ। তবে কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসল এই তিন জায়গার কোথায় থাকবেন তা এখনও চূড়ান্ত হয়নি।সুনীল বনসলের উপস্থিতিতে আজকের বৈঠকে দায়িত্ব বন্টন করা হল।
advertisement
'গ্রাম যার বাংলা তার'- মনে করছে বিজেপি। তাই পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে গ্রামাঞ্চলের মানুষকে এই নবান্ন অভিযানে যুক্ত করার ব্যাপারে আজকের বৈঠকে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রীয় নেতা সুনীল বনসলের তরফে। নবান্ন অভিযানকে সামনে রেখে নিজেদের শক্তি যাচাই করে নিতে চাইছে বঙ্গ বিজেপি এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 08, 2022 6:58 PM IST